মুম্বই, 15 মার্চ : 29 বছরে পা দিলেন বলিসুন্দরী আলিয়া ভাট ৷ জন্মদিনে অন্য়দের সঙ্গে তাঁকে শুভেচ্ছা জানালেন বর্ষীয়ান অভিনেত্রী নীতু কাপুরও ৷ রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার সম্পর্কের কথা কারও অজানা নয় ৷ একইসঙ্গে রণবীরের মায়ের সঙ্গেও যথেষ্ট ভাল সম্পর্ক আলিয়ার ৷ তাঁর জন্মদিনে আরও একবার বিষয়টির প্রমাণ মিলল (Alia Bhatt receives a heartfelt birthday wish from Neetu Kapoor) ৷
নিজের ইনস্টাগ্রাম থেকে আলিয়া এবং তাঁর একটি ছবি শেয়ার করে এই বর্ষীয়ান অভিনেত্রী এদিন লেখেন, "অন্তরে এবং বাইরে সবচেয়ে সুন্দরী, তোমাকে শুভ জন্মদিন ৷" নিজের বোন শাহিন এবং মা সোনি রাজদানের সঙ্গে এখন ছুটি কাটাচ্ছেন আলিয়া ৷ খবর অনুযায়ী তাঁরা এখন রয়েছেন মালদ্বীপে ৷ মালদ্বীপে আলিয়ার এই জন্মদিন পালনে রণবীর উড়ে আসবেন কি না তা অবশ্য় এখনও জানা যায়নি ৷
আরও পড়ুন: গরিব শিশু ও পথপশুদের কল্যাণে ক্রিকেট টুর্নামেন্ট টলি অভিনেতাদের
তাঁদের সম্পর্ক নিয়ে রণবীর নিজেই জানিয়েছেন, প্য়ান্ডেমিকের এই দৌরাত্ম না চললে এতদিনে চারহাত এক হয়ে যেত তাঁদের ৷ অন্য়দিকে আলিয়াকেও বলতে শোনা গিয়েছে, মনে মনে রণবীরকে স্বামী হিসাবে মেনেই নিয়েছেন তিনি ৷ রণবীর বর্তমানে ব্যস্ত রয়েছেন লভ রঞ্জনের সঙ্গে তাঁর নতুন ছবির কাজ নিয়ে ৷ অন্যদিকে আলিয়াকে এরপর দেখা যাবে রাজামৌলির নতুন ছবি 'ত্রিপিল আর'-এ ৷