ETV Bharat / sitara

Surekha Sikri: জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সুরেখা সিক্রির জীবনাবসান - সুরেখা সিক্রি প্রয়াত

জাতীয় পুরস্কারজয়ী প্রবীণ অভিনেত্রী সুরেখা সিক্রি (Surekha Sikri) প্রয়াত হলেন ৷ তাঁর বয়স হয়েছিল 75 বছর ৷ ব্রেন স্ট্রোক হওয়ার পর বেশ কিছুদিন ধরে প্রবল অসুস্থ ছিলেন তিনি ৷ আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় ৷

National Award winning actor Surekha Sikri dies of cardiac arrest at 75
জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সুরেখা সিক্রির জীবনাবসান
author img

By

Published : Jul 16, 2021, 10:52 AM IST

Updated : Jul 16, 2021, 11:06 AM IST

মুম্বই, 16 জুলাই : প্রয়াত হলেন জাতীয় পুরস্কারজয়ী প্রবীণ অভিনেত্রী সুরেখা সিক্রি (Surekha Sikri) ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 75 বছর ৷ 2020 সালে তাঁর ব্রেন স্ট্রোক হয় ৷ এরপর মাসের পর মাস তিনি প্রবল অসুস্থ ছিলেন ৷ আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান হয় ৷

তাঁর ম্যানেজার জানিয়েছেন, তিনবার জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী 75 বছরের সুরেখা সিক্রি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ দ্বিতীয়বার ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকেই নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি ৷ তাঁর পরিবার ও ভক্তরা সবসময় তাঁর পাশে ছিলেন ৷ এই শোকের আবহে তাঁদের একান্তে থাকতে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে অভিনেত্রীর পরিবার ৷

আরও পড়ুন: সুরেখা সিক্রির শারীরিক অবস্থা স্থিতিশীল, শীঘ্রই যোগ দেবেন কাজে

সুরেখা সিক্রির ফিল্মে অভিষেক ঘটে 1978 সালে, কিস্সা কুর্সি কা ছবিতে ৷ 1988 সালে তামস, 1995 সালে মাম্মো ও 2018 সালে বধাই হো ফিল্মে দুরন্ত অভিনয় করে সেরা সহকারী অভিনেত্রী বিভাগে তিনবার জাতীয় পুরস্কার জিতে নেন এই জনপ্রিয় অভিনেত্রী ৷ প্রাইম টাইম ধারাবাহিক বালিকা বধূতেও তাঁর অভিনয় মানুষের প্রশংসা কুড়িয়েছে ৷ আর আয়ুষ্মান খুরানার বধাই হো ফিল্মে অনবদ্য পারফরম্যান্স করে বলিউডে কামব্যাক করেছিলেন তিনি ৷ শেষ তাঁকে দেখা গিয়েছে নেটফ্লিক্স অ্যানথোলজি ঘোস্ট স্টোরিসে জোয়া আখতারের শর্ট ফিল্মে ৷

আরও পড়ুন: সৌন্দর্যের গোপন রহস্য কী ? শ্রীলেখার জবাব - এজ নো বার, সেক্স বারবার

তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় 2020 সাল থেকে ৷ ব্রেন স্ট্রোক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয় ৷ সেই সময় তিনি অর্থকষ্টে রয়েছেন বলে খবর রটে ৷ যদিও অভিনেত্রীর ম্যানেজার সেই খবরের সত্যতা স্বীকার করেননি ৷ ফিল্ম জগতের অনেকেই সুরেখা সিক্রির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও তা নিতে অস্বীকার করেন তাঁর ম্যানেজার ৷ তিনি জানান, অভিনেত্রীর নিজস্ব অর্থ তো রয়েইছে ৷ এ ছাড়াও তাঁর পাশে রয়েছেন তাঁর ছেলে ও তাঁর গোটা পরিবার ৷ তাঁর চিকিৎসার দায়িত্বও বহন করেছে তাঁরা পরিবার ৷

আরও পড়ুন: বিয়ে-লিভ ইনের পার্থক্য বুঝুন, উপদেশ দিয়ে ট্রোলড নুসরত ! তুলনা মিয়া খালিফার সঙ্গে

সুরেখা সিক্রির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ফিল্মের জগতে ৷

মুম্বই, 16 জুলাই : প্রয়াত হলেন জাতীয় পুরস্কারজয়ী প্রবীণ অভিনেত্রী সুরেখা সিক্রি (Surekha Sikri) ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 75 বছর ৷ 2020 সালে তাঁর ব্রেন স্ট্রোক হয় ৷ এরপর মাসের পর মাস তিনি প্রবল অসুস্থ ছিলেন ৷ আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান হয় ৷

তাঁর ম্যানেজার জানিয়েছেন, তিনবার জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী 75 বছরের সুরেখা সিক্রি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ দ্বিতীয়বার ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকেই নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি ৷ তাঁর পরিবার ও ভক্তরা সবসময় তাঁর পাশে ছিলেন ৷ এই শোকের আবহে তাঁদের একান্তে থাকতে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে অভিনেত্রীর পরিবার ৷

আরও পড়ুন: সুরেখা সিক্রির শারীরিক অবস্থা স্থিতিশীল, শীঘ্রই যোগ দেবেন কাজে

সুরেখা সিক্রির ফিল্মে অভিষেক ঘটে 1978 সালে, কিস্সা কুর্সি কা ছবিতে ৷ 1988 সালে তামস, 1995 সালে মাম্মো ও 2018 সালে বধাই হো ফিল্মে দুরন্ত অভিনয় করে সেরা সহকারী অভিনেত্রী বিভাগে তিনবার জাতীয় পুরস্কার জিতে নেন এই জনপ্রিয় অভিনেত্রী ৷ প্রাইম টাইম ধারাবাহিক বালিকা বধূতেও তাঁর অভিনয় মানুষের প্রশংসা কুড়িয়েছে ৷ আর আয়ুষ্মান খুরানার বধাই হো ফিল্মে অনবদ্য পারফরম্যান্স করে বলিউডে কামব্যাক করেছিলেন তিনি ৷ শেষ তাঁকে দেখা গিয়েছে নেটফ্লিক্স অ্যানথোলজি ঘোস্ট স্টোরিসে জোয়া আখতারের শর্ট ফিল্মে ৷

আরও পড়ুন: সৌন্দর্যের গোপন রহস্য কী ? শ্রীলেখার জবাব - এজ নো বার, সেক্স বারবার

তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় 2020 সাল থেকে ৷ ব্রেন স্ট্রোক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয় ৷ সেই সময় তিনি অর্থকষ্টে রয়েছেন বলে খবর রটে ৷ যদিও অভিনেত্রীর ম্যানেজার সেই খবরের সত্যতা স্বীকার করেননি ৷ ফিল্ম জগতের অনেকেই সুরেখা সিক্রির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও তা নিতে অস্বীকার করেন তাঁর ম্যানেজার ৷ তিনি জানান, অভিনেত্রীর নিজস্ব অর্থ তো রয়েইছে ৷ এ ছাড়াও তাঁর পাশে রয়েছেন তাঁর ছেলে ও তাঁর গোটা পরিবার ৷ তাঁর চিকিৎসার দায়িত্বও বহন করেছে তাঁরা পরিবার ৷

আরও পড়ুন: বিয়ে-লিভ ইনের পার্থক্য বুঝুন, উপদেশ দিয়ে ট্রোলড নুসরত ! তুলনা মিয়া খালিফার সঙ্গে

সুরেখা সিক্রির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ফিল্মের জগতে ৷

Last Updated : Jul 16, 2021, 11:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.