ETV Bharat / sitara

সিউড়ি আদালত চত্বরে কেন নাসিরুদ্দিন? - bengali film

ছুটির দিন হলেও আজ সকালবেলা সিউড়ি আদালত চত্বরে দেখা গেল মানুষের ঢল নেমেছে। পুলিশ পুরো এরিয়া কর্ডন করে রেখেছে, ভিতরে ঢোকার কোনও ফাঁকফোকর নেই। কিন্তু হঠাৎ রবিবারের সকালে কী এমন ঘটল যে এত জনসমাগম আদালত চত্বরে? না না, কোনও গুরুত্বপূর্ণ আসামির বিচার নয়। এদিন আদালত চত্বরে দেখা গেল নাসিরুদ্দিন শাহকে।

নাসিরুদ্দিন শাহ
author img

By

Published : May 26, 2019, 3:20 PM IST

Updated : May 26, 2019, 3:27 PM IST


কলকাতা: পরিচালক শৈবাল ব্যানার্জির নতুন ছবি 'দেবতার গ্রাস'-এর শুটিং চলছে। ছবিতে অভিনয় করছেন সৌমিত্র চ্যাটার্জি ও নাসিরুদ্দিন শাহ। আর সেই কারণেই নাসিরুদ্দিন শাহকে দেখা গেল আদালত চত্বরে। চলছিল ছবির শুটিং।

নাসিরুদ্দিন শাহ
শট বুঝে নিচ্ছেন নাসিরুদ্দিন
'দেবতার গ্রাস' ছবিতে নাসিরুদ্দিন শাহ ও সৌমিত্র চট্টোপাধ্যায়কে দুই দুঁদে আইনজীবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তাঁরা দু'জনেই একে অপরের বিরুদ্ধে বিচারকের সামনে যুক্তির জাল বুনবেন।

সিউড়ি আদালত চত্বরে নাসিরুদ্দিন শাহ ছবির প্রথম পর্যায়ের শুটিংয়ের কাজ শেষ করলেন। তাঁকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাবন্দী করলেন পরিচালক শৈবাল। দেখুন ভিডিয়োতে...

শুটিংয়ের সেই মুহূর্তে...


কলকাতা: পরিচালক শৈবাল ব্যানার্জির নতুন ছবি 'দেবতার গ্রাস'-এর শুটিং চলছে। ছবিতে অভিনয় করছেন সৌমিত্র চ্যাটার্জি ও নাসিরুদ্দিন শাহ। আর সেই কারণেই নাসিরুদ্দিন শাহকে দেখা গেল আদালত চত্বরে। চলছিল ছবির শুটিং।

নাসিরুদ্দিন শাহ
শট বুঝে নিচ্ছেন নাসিরুদ্দিন
'দেবতার গ্রাস' ছবিতে নাসিরুদ্দিন শাহ ও সৌমিত্র চট্টোপাধ্যায়কে দুই দুঁদে আইনজীবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তাঁরা দু'জনেই একে অপরের বিরুদ্ধে বিচারকের সামনে যুক্তির জাল বুনবেন।

সিউড়ি আদালত চত্বরে নাসিরুদ্দিন শাহ ছবির প্রথম পর্যায়ের শুটিংয়ের কাজ শেষ করলেন। তাঁকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাবন্দী করলেন পরিচালক শৈবাল। দেখুন ভিডিয়োতে...

শুটিংয়ের সেই মুহূর্তে...
Intro:সিউড়ি আদালত চত্বরে শুটিং করতে এলেন নাসিরুদ্দিন শাহ

অমিত চক্রবর্তী,কলকাতা: ছুটির দিন হলেও আজ সকালবেলা সিউড়ি আদালত চত্বরে দেখা গেল লোকে লোকারণ্য।চারদিকে পুলিশ পুরো এরিয়া কর্ডন করে রেখেছে ভিতরে ঢোকার ছোট্ট কোনো ফাঁকফোকর নেই। কিন্তু হঠাৎ করে রবিবারের সকালে কি এমন ঘটল যে এত জনসমাগম আদালত চত্বরে। আসলে এটা কোন গুরুত্বপূর্ণ আসামির বিচার নয়। এ দিন লোক সমাগম হয়েছিল পরিচালক শৈবাল ব্যানার্জির নতুন ছবি দেবতার গ্রাস ছবির শুটিং দেখার জন্য।এই ছবি দিয়েই প্রথমবার একসঙ্গে দর্শকদের জন্য বড় পর্দায় জুটি হিসেবে আসতে চলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহ। যারা দুজনে ভারতীয় চলচ্চিত্র কে গত কয়েক দশক ধরে সমৃদ্ধ করেছে তাদের অভিনয় দিয়ে।


Body:দেবতার গ্রাস ছবিতে নাসিরুদ্দিন শাহ ও সৌমিত্র চট্টোপাধ্যায় কে দুই দুধে আইনজীবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।যারা দুজনেই একটি ঘটনাকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে আদালত চত্বরে বিচারকের সামনে যুক্তির জাল বুনবেন। এদিন সিউড়ি আদালত চত্বরে অভিনেতা নাসিরুদ্দিন শাহ তার এই ছবির প্রথম পর্যায়ের শুটিংয়ের কাজ শেষ করলেন। এদিন নাসিরুদ্দিন শাহ কে এক ঝলক দেখার জন্য উৎসাহের অন্ত ছিল না। এদিন অভিনেতার খুব বেশি কিছু দৃশ্য না থাকলেও, তাকে দেখা গেল উকিলের চরিত্রে কোর্ট চত্বরে ঢুকছেন।এবং তাকে দৃশ্যের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জানাচ্ছেন পরিচালক শৈবাল ব্যানার্জি। এই এক ধরনের দৃশ্য পরিচালক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাবন্দী করেন। এদিন সকালে শুধুমাত্র তাঁরই বিভিন্ন দৃশ্যের শুটিং এ অভিনেতাকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পাওয়া গেল সিউড়ি আদালত চত্বরে।


Conclusion:
Last Updated : May 26, 2019, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.