ETV Bharat / sitara

Aryan Khan: আরিয়ান ও তাঁর দুই বন্ধুকে 7 অক্টোবর পর্যন্ত হেফাজতে পাঠাল আদালত - ncb news

মুক্তি পাননি শাহরুখ খানের পুত্র আরিয়ান খান (Aryan Khan) ৷ তাঁকে 7 অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে পাঠিয়েছে মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালত ৷

Mumbai Court sends Aryan Khan, Arbaz Seth Merchant and Munmun Dhamecha to NCB custody till 7th October
আরিয়ান ও তাঁর দুই বন্ধুকে 7 অক্টোবর পর্যন্ত হেফাজতে পাঠাল আদালত
author img

By

Published : Oct 4, 2021, 6:01 PM IST

Updated : Oct 4, 2021, 6:49 PM IST

মুম্বই, 4 অক্টোবর : জল্পনাই সত্যি হল ৷ মুক্তি পেলেন না শাহরুখ খানের পুত্র আরিয়ান খান (Aryan Khan) ৷ তাঁকে 7 অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দিল মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালত ৷ ওই দিন পর্যন্ত হেফাজতে পাঠানো হয়েছে তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকেও ৷

এনসিবির হেফাজতে একদিনের মেয়াদ শেষ হওয়ার পর আজ আরিয়ান খান, তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকে মুম্বইয়ের আদালতে পেশ করা হয় ৷ মেডিক্যাল চেক-আপের পর জেজে হাসপাতালে তাঁদের আরটি-পিসিআর পরীক্ষাও করা হয়েছে ৷ আদালতে তদন্তকারী সংস্থা এ দিন বলেছে, "মাদক সেবনকারীকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত না-করলে আমরা কীভাবে জানতে পারব যে, কারা এই মাদক সরবরাহ করছে আর কারা এর খরচ দিচ্ছে ? এঁদের হেফাজতে নেওয়া প্রয়োজন ৷ তরুণ প্রজন্মের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে মাদক ৷" অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অভিযোগ করেন যে, আরিয়ান খানের মোবাইল থেকে বিস্ময়কর ও আপত্তিকর বেশ কিছু জিনিস পাওয়া গিয়েছে, সেই জন্যই তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন ৷

আরও পড়ুন: Aryan Khan: শাহরুখ-পুত্র আরিয়ানকে দীর্ঘ সময়ে হেফাজতে চাইল এনসিবি

যদিও আরিয়ানের আইনজীবী সতীশ মানশিণ্ডে আদালতে বলেন, "শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের উপর ভরসা করে এনসিবি দীর্ঘদিন তাঁর মক্কেলকে হেফাজতে চাইতে পারে না ৷ আরিয়ানকে ওই পার্টিতে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷" মানশিণ্ডের কথায়, "আরিয়ানের কাছে কোনও বোর্ডিং পাস ছিল না ৷ সেখানে তাঁর কোনও কেবিন বা আসনও ছিল না ৷ আর তাঁর কাছ থেকে কোনও কিছুই উদ্ধার হয়নি ৷ তাঁকে শুধুমাত্র চ্যাটের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ৷"

আরও পড়ুন : SRK Aryan: আরিয়ান ড্রাগ নিলে বা সেক্স করলে আপত্তি নেই; ছেলে জন্মানোর পর বলেছিলেন শাহরুখ

দু পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত আরিয়ান ও তাঁর দুই বন্ধুকে 7 অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দেয় ৷ আদালত এ দিন বলেছে, "তদন্ত হওয়াই বেশি জরুরি ৷ এটা অভিযোগকারীর পক্ষেও সুবিধেজনক হবে এবং অভিযুক্তও নিরপরাধ হলে তা প্রমাণ করার সুযোগ পাবেন ৷" হাই-প্রোফাইল মাদক হানার এই ঘটনায় 13 গ্রাম কোকেন, 21 গ্রাম চরস, 22টি এমডিএমএ ওষুধ ও 5 গ্রাম এমডি উদ্ধার করা হয়েছে ৷ অভিযুক্তরা তাঁদের জামাকাপড়ে, অন্তর্বাসে ও ছোট ব্যাগে মাদক লুকিয়ে রেখেছিল বলে জানা গিয়েছে এনসিবি সূত্রে ৷ আধিকারিকরা জানিয়েছেন, মুম্বই ছাড়ার পর প্রমোদতরীতে সেই পার্টি শুরু হয়েছিল ৷

আরও পড়ুন : Sameer Wankhede: স্ত্রী অভিনেত্রী, তবু আরিয়ান ও বলি সেলেবদের নিস্তার নেই সমীরের হাত থেকে

মুম্বই, 4 অক্টোবর : জল্পনাই সত্যি হল ৷ মুক্তি পেলেন না শাহরুখ খানের পুত্র আরিয়ান খান (Aryan Khan) ৷ তাঁকে 7 অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দিল মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালত ৷ ওই দিন পর্যন্ত হেফাজতে পাঠানো হয়েছে তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকেও ৷

এনসিবির হেফাজতে একদিনের মেয়াদ শেষ হওয়ার পর আজ আরিয়ান খান, তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকে মুম্বইয়ের আদালতে পেশ করা হয় ৷ মেডিক্যাল চেক-আপের পর জেজে হাসপাতালে তাঁদের আরটি-পিসিআর পরীক্ষাও করা হয়েছে ৷ আদালতে তদন্তকারী সংস্থা এ দিন বলেছে, "মাদক সেবনকারীকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত না-করলে আমরা কীভাবে জানতে পারব যে, কারা এই মাদক সরবরাহ করছে আর কারা এর খরচ দিচ্ছে ? এঁদের হেফাজতে নেওয়া প্রয়োজন ৷ তরুণ প্রজন্মের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে মাদক ৷" অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অভিযোগ করেন যে, আরিয়ান খানের মোবাইল থেকে বিস্ময়কর ও আপত্তিকর বেশ কিছু জিনিস পাওয়া গিয়েছে, সেই জন্যই তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন ৷

আরও পড়ুন: Aryan Khan: শাহরুখ-পুত্র আরিয়ানকে দীর্ঘ সময়ে হেফাজতে চাইল এনসিবি

যদিও আরিয়ানের আইনজীবী সতীশ মানশিণ্ডে আদালতে বলেন, "শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের উপর ভরসা করে এনসিবি দীর্ঘদিন তাঁর মক্কেলকে হেফাজতে চাইতে পারে না ৷ আরিয়ানকে ওই পার্টিতে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷" মানশিণ্ডের কথায়, "আরিয়ানের কাছে কোনও বোর্ডিং পাস ছিল না ৷ সেখানে তাঁর কোনও কেবিন বা আসনও ছিল না ৷ আর তাঁর কাছ থেকে কোনও কিছুই উদ্ধার হয়নি ৷ তাঁকে শুধুমাত্র চ্যাটের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ৷"

আরও পড়ুন : SRK Aryan: আরিয়ান ড্রাগ নিলে বা সেক্স করলে আপত্তি নেই; ছেলে জন্মানোর পর বলেছিলেন শাহরুখ

দু পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত আরিয়ান ও তাঁর দুই বন্ধুকে 7 অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দেয় ৷ আদালত এ দিন বলেছে, "তদন্ত হওয়াই বেশি জরুরি ৷ এটা অভিযোগকারীর পক্ষেও সুবিধেজনক হবে এবং অভিযুক্তও নিরপরাধ হলে তা প্রমাণ করার সুযোগ পাবেন ৷" হাই-প্রোফাইল মাদক হানার এই ঘটনায় 13 গ্রাম কোকেন, 21 গ্রাম চরস, 22টি এমডিএমএ ওষুধ ও 5 গ্রাম এমডি উদ্ধার করা হয়েছে ৷ অভিযুক্তরা তাঁদের জামাকাপড়ে, অন্তর্বাসে ও ছোট ব্যাগে মাদক লুকিয়ে রেখেছিল বলে জানা গিয়েছে এনসিবি সূত্রে ৷ আধিকারিকরা জানিয়েছেন, মুম্বই ছাড়ার পর প্রমোদতরীতে সেই পার্টি শুরু হয়েছিল ৷

আরও পড়ুন : Sameer Wankhede: স্ত্রী অভিনেত্রী, তবু আরিয়ান ও বলি সেলেবদের নিস্তার নেই সমীরের হাত থেকে

Last Updated : Oct 4, 2021, 6:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.