ETV Bharat / sitara

মেয়ের মুখ পর্যন্ত দেখেননি মৌসুমি, বিস্ফোরক জামাই ডিকি সিনহা - মৌসুমী চ্যাটার্জির মেয়ে

মৌসুমি চ্যাটার্জির মেয়ে পায়েল ডিকি সিনহা প্রয়াত হয়েছেন গত সপ্তাহে । তাঁর মৃত্যুর পর শাশুড়ি মৌসুমির ব্য়াপারে বিস্ফোরক মন্তব্য করলেন জামাই ডিকি সিনহা ।

Mousumi Chatterjee daughter news
Mousumi Chatterjee daughter news
author img

By

Published : Dec 19, 2019, 11:56 AM IST

মুম্বই : 2018 সালে মৌসুমি চ্য়াটার্জি অভিযোগ এনেছিলেন যে, জামাই ডিকি সিনহা যত্ন করে না পায়েলের । ডিকির বিরুদ্ধে একটি কেস ফাইলও করেন তিনি । তখন ব্যবসায়ী ডিকির তরফ থেকে কোনও মন্তব্য শোনা যায়নি । পায়েলের মৃত্যুর পর নীরবতা ভাঙলেন তিনি । শোনালেন এক অন্য় কথা ।

দীর্ঘদিন ধরে জুভেনাইল ডায়বেটিসে ভুগছেন পায়েল । 2017 সাল থেকে চলছে তাঁর চিকিৎসা । 2018 সালে তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা করাচ্ছিলেন ডিকি । ডিকি জানান, "আমার সঙ্গে আমার স্ত্রীয়ের কোনও সমস্যা ছিল না । মৃত্যুর আগের শেষ মুহূর্ত পর্যন্ত ও আমার সঙ্গে ছিল । আমার বিরুদ্ধে ওকে নেগলেক্ট করার মামলা হয়েছিল, সেই মামলাও আমি জিতেছি । মৌসুমি চ্যাটার্জি তো পায়েলের মৃত্যুর পর ওর মুখ পর্যন্ত দেখেনি ।"

আরও পড়ুন : কন্যাহারা হলেন মৌসুমী

শুধু তাই নয়, পায়েলের শেষকৃত্যে আসেননি মৌসুমি । সেই নিয়েও ক্ষোভ রয়েছে ডিকির । তবে মৌসুমি না এলেও পায়েলের বাবা ও বোন মেঘনা এসেছিলেন শেষকৃত্যে ।

ডিকি আরও বলেন, "প্রায় আড়াই বছর ধরে কোমায় ছিল পায়েল । তবে পরিস্থিতিটা একটু উন্নত হতে শুরু করে । কিন্তু, পরে ওঁর নেফ্রো সিস্টেমটা অনেক জটিলতার সৃষ্টি করে । পুরো প্রক্রিয়ার মধ্যে পায়েলের দু'বার অপরেশন হয়েছে ও একবার ব্রেইন সার্জারি হয়েছে ।"

পারিবারিক এই সমস্যাকে পাবলিক করায় খুবই নারাজ ডিকি । তিনি বললেন, "এটা হওয়া উচিত ছিল না । পায়েলের অসুস্থতাকে একটা ইশু করলেন মৌসুমি চ্যাটার্জি । কিন্তু, আমি কীভাবে পায়েলের যত্ন নিয়েছি তা অনেকেই জানতেন এবং অনেক সেলেব্রিটি তার প্রশংসা করেছেন ।"

মুম্বই : 2018 সালে মৌসুমি চ্য়াটার্জি অভিযোগ এনেছিলেন যে, জামাই ডিকি সিনহা যত্ন করে না পায়েলের । ডিকির বিরুদ্ধে একটি কেস ফাইলও করেন তিনি । তখন ব্যবসায়ী ডিকির তরফ থেকে কোনও মন্তব্য শোনা যায়নি । পায়েলের মৃত্যুর পর নীরবতা ভাঙলেন তিনি । শোনালেন এক অন্য় কথা ।

দীর্ঘদিন ধরে জুভেনাইল ডায়বেটিসে ভুগছেন পায়েল । 2017 সাল থেকে চলছে তাঁর চিকিৎসা । 2018 সালে তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা করাচ্ছিলেন ডিকি । ডিকি জানান, "আমার সঙ্গে আমার স্ত্রীয়ের কোনও সমস্যা ছিল না । মৃত্যুর আগের শেষ মুহূর্ত পর্যন্ত ও আমার সঙ্গে ছিল । আমার বিরুদ্ধে ওকে নেগলেক্ট করার মামলা হয়েছিল, সেই মামলাও আমি জিতেছি । মৌসুমি চ্যাটার্জি তো পায়েলের মৃত্যুর পর ওর মুখ পর্যন্ত দেখেনি ।"

আরও পড়ুন : কন্যাহারা হলেন মৌসুমী

শুধু তাই নয়, পায়েলের শেষকৃত্যে আসেননি মৌসুমি । সেই নিয়েও ক্ষোভ রয়েছে ডিকির । তবে মৌসুমি না এলেও পায়েলের বাবা ও বোন মেঘনা এসেছিলেন শেষকৃত্যে ।

ডিকি আরও বলেন, "প্রায় আড়াই বছর ধরে কোমায় ছিল পায়েল । তবে পরিস্থিতিটা একটু উন্নত হতে শুরু করে । কিন্তু, পরে ওঁর নেফ্রো সিস্টেমটা অনেক জটিলতার সৃষ্টি করে । পুরো প্রক্রিয়ার মধ্যে পায়েলের দু'বার অপরেশন হয়েছে ও একবার ব্রেইন সার্জারি হয়েছে ।"

পারিবারিক এই সমস্যাকে পাবলিক করায় খুবই নারাজ ডিকি । তিনি বললেন, "এটা হওয়া উচিত ছিল না । পায়েলের অসুস্থতাকে একটা ইশু করলেন মৌসুমি চ্যাটার্জি । কিন্তু, আমি কীভাবে পায়েলের যত্ন নিয়েছি তা অনেকেই জানতেন এবং অনেক সেলেব্রিটি তার প্রশংসা করেছেন ।"

Intro:Body:

মেয়ের মুখ পর্যন্ত দেখেননি মৌসুমি, বিস্ফোরক জামাই ডিকি সিনহা



মৌসুমি চ্যাটার্জির মেয়ে পায়েল ডিকি সিনহা প্রয়াত হয়েছেন গত সপ্তাহে । তাঁর মৃত্যুর পর শাশুড়ি মৌসুমির ব্য়াপারে বিস্ফোরক মন্তব্য করলেন জামাই ডিকি সিনহা ।



মুম্বই : 2018 সালে মৌসুমি চ্য়াটার্জি অভিযোগ এনেছিলেন যে, জামাই ডিকি সিনহা যত্ন করে না পায়েলের । ডিকির বিরুদ্ধে একটি কেস ফাইলও করেন তিনি । তখন ব্যবসায়ী ডিকির তরফ থেকে কোনও মন্তব্য শোনা যায়নি । পায়েলের মৃত্যুর পর নীরবতা ভাঙলেন তিনি । শোনালেন এক অন্য় কথা ।



দীর্ঘদিন ধরে জুভেনাইল ডায়বেটিসে ভুগছেন পায়েল । 2017 সাল থেকে চলছে তাঁর চিকিৎসা । 2018 সালে তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা করাচ্ছিলেন ডিকি । ডিকি জানান, "আমার সঙ্গে আমার স্ত্রীয়ের কোনও সমস্যা ছিল না । মৃত্যুর আগের শেষ মুহূর্ত পর্যন্ত ও আমার সঙ্গে ছিল । আমার বিরুদ্ধে ওকে নেগলেক্ট করার মামলা হয়েছিল, সেই মামলাও আমি জিতেছি । মৌসুমি চ্যাটার্জি তো পায়েলের মৃত্যুর পর ওর মুখ পর্যন্ত দেখেনি ।"



শুধু তাই নয়, পায়েলের শেষকৃত্যে আসেননি মৌসুমি । সেই নিয়েও ক্ষোভ রয়েছে ডিকির । তবে মৌসুমি না এলেও পায়েলের বাবা ও বোন মেঘনা এসেছিলেন শেষকৃত্যে ।



ডিকি আরও বলেন, "প্রায় আড়াই বছর ধরে কোমায় ছিল পায়েল । তবে পরিস্থিতিটা একটু উন্নত হতে শুরু করে । কিন্তু, পরে ওঁর নেফ্রো সিস্টেমটা অনেক জটিলতার সৃষ্টি করে । পুরো প্রক্রিয়ার মধ্যে পায়েলের দু'বার অপরেশন হয়েছে ও একবার ব্রেইন সার্জারি হয়েছে ।"



পারিবারিক এই সমস্যাকে পাবলিক করায় খুবই নারাজ ডিকি । তিনি বললেন, "এটা হওয়া উচিত ছিল না । পায়েলের অসুস্থতাকে একটা ইশু করলেন মৌসুমি চ্যাটার্জি । কিন্তু, আমি কীভাবে পায়েলের যত্ন নিয়েছি তা অনেকেই জানতেন এবং অনেক সেলেব্রিটি তার প্রশংসা করেছেন ।"




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.