কলকাতা : আসছে পরিচালক দেবালয় ভট্টাচার্যর নতুন ওয়েব সিরিজ় 'মন্টু পাইলট'। সিরিজ়ে মন্টু পাইলটের চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস । তাঁর বিপরীতে রয়েছেন সোলাঙ্কি । রয়েছেন চান্দ্রয়ী ঘোষ, কাঞ্চন মল্লিক, সুব্রত দত্তের মতো অভিনেতা-অভিনেত্রীরা । ওয়েব সিরিজ়টি দেখা যাবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের 'হইচই' ডিজিটাল প্ল্যাটফর্মে ।
এক নিষিদ্ধ পল্লির কঠোর কাহিনি । সেখানে ছোট্ট মন্টু স্বপ্ন দেখে বড় হয়ে সে উড়োজাহাজের চালক হবে । সে যে হতে চায় পাইলট । কিন্তু ভাগ্যের পরিহাস, মন্টুর এই স্বপ্ন কোনওদিন ডানা মেলে উড়তেই পারে না । তাকে হারিয়ে যেতে হয় নিষিদ্ধ পল্লির অন্ধকার গলিতে । পাইলট না হয়ে সে হয়ে ওঠে সেখানকার দালাল । কপালে সেলাই করা কাটা দাগ, চোখের তলায় মোটা সুরমা মন্টুর অন্ধকার গলিতে এক অন্য শ্রেণির পাইলট হয়ে জীবন অতিবাহিত করতে থাকে ।
একদিন মন্টুর গল্পে প্রবেশ করে ভ্রমর । এই চরিত্রটি করেছেন সোলাঙ্কি । ভ্রমরকে প্রত্যন্ত গ্রাম থেকে তুলে এনে বিক্রি করে দেওয়া হয় 'নীলকুঠি' নামের সেই নিষিদ্ধ পল্লিতে । মন্টু তাকে নানা বিপদ থেকে বাঁচাতে শুরু করে । একে অপরের কাছাকাছিও চলে আসে তারা । নিষিদ্ধ পল্লিতে বিক্রি হয়ে যাওয়া এক মেয়েকে তখন চূড়ান্ত পরিণতির থেকে বাঁচাতে পারে কেবলমাত্র মন্টুই । কিন্তু ভাগ্যের ফেরে মন্টুর সেই জায়গা ত্যাগ করে বেরোনো কঠিন । সে কি পারবে নীলকুঠি থেকে বেরোতে ? সে কী পারবে ভ্রমরের সঙ্গে সংসার পাততে ? এসবের উত্তর মিলবে 'মন্টু পাইলট' ওয়েব সিরিজ়ে ।