কলকাতা, 16 মার্চ : হইচই-র দর্শকের জন্য সুখবর ৷ আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ 'মোহ মায়া' ৷ এই সিরিজে অভিনয়ে করতে দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতন গ্ল্যামরস অভিনেত্রীদেরকে ৷
এছাড়াও অভিনয় করতে দেখাযাবে বিপুল পাত্রকে ৷ কেন্দ্রীয় চরিত্রে থাকতে চলেছেন তিনিই ৷ এই ওয়েব সিরিজের মাধ্যমেই পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ও অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় উভয়ই এই প্রথমবার পা রাখতে চলেছেন ওয়েব সিরিজে ৷
ওয়েব সিরিজটি হতে চলেছে মূলত একটি সাইকোলজিকাল থ্রিলার ভিত্তিক ৷ অভিনেত্রীদের টিজারের লুক টি ছিল বেশ ট্রাডিশনাল ৷ সাদা লাল পেড়ে শাড়ি সঙ্গে কপালে সিঁদুরের টিপ ৷ যাকে বলে একদম বনেদী ছোয়াঁ ৷
তবে অপরাধের গন্ধ অবশ্য়ই আছে এই সিরিজে ৷ ছবিটির কেন্দ্রে অভিনয়ে করতে দেখাযাবে বিপুল পাত্রকে ৷ যার বয়স ছবিতে অভিনেত্রীদের থেকে একটু কম ৷ কি তার কারন, কিসের মোহ মায়া সব প্রশ্নের উত্তর মিলবে সিরিজ টির মুক্তির পর ৷
আগামী 26 মার্চ ই প্রকাশ্যে আসবে মোহ মায়ার আসল রহস্য ৷ প্রায় চারশো ত্রিশ মিনিটে এই ওয়েব সিরিজে থাকতে চলেছে মোট 10 টি এপিসোড ৷ এই প্রথমবার কোনও বাংলা ওয়েব সিরিজ এত দীর্ঘ সময় ধরে থাকতে চলেছে দর্শকের সামনে ৷ ছবিটি যে দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে তা বলা বাহুল্য ৷