ETV Bharat / sitara

Mir Afsar Ali : হুমম...কিন্তু আস্তে ! দি মারিয়ার গোল নিয়ে মীরের পোস্ট ভাইরাল - di maria goal

কোপা আমেরিকায় আর্জেন্টিনার অ্যাঞ্জেল ডি মারিয়ার গোল নিয়ে মীর আফসর আলির মজাদার ফেসবুক পোস্ট ৷

Mir Afsar Ali
Mir Afsar Ali
author img

By

Published : Jul 11, 2021, 1:56 PM IST

কলকাতা, 11 জুলাই : ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার খেতাব জিতিয়েছেন অ্যাঞ্জেল দি মারিয়া ৷ পিএসজির এই উইঙ্গার এখন আর্জেন্টাইন সমর্থকদের নয়নের মণি ৷ সেই দি মারিয়ার গোল নিয়ে ফেসবুকে মজাদার পোস্ট করেছেন অভিনেতা, সঞ্চালক মীর আফসর আলি ৷ বাংলার কমেডি কিংয়ের এই পোস্ট দেখে হেসে লুটোপুটি খেয়েছে তাঁর অনুরাগীরা ৷

ভারতীয় সময় রবিবার ভোরে সূদূর রিও ডি জেনেইরোতে খেতাব জয়ের লক্ষ্যে নেমেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা ৷ নেইমার-মেসিরা যখন মাঠে লড়ছিলেন তখন কয়েক হাজার কিলোমিটার দূরের শহর কলকাতা জেগে উঠেছিল ভোর ভোর ৷ ছুটির দিনের সকালে হাতে চায়ের কাপ নিয়ে পরিবার নিয়ে টিভির সামনে বসে পড়েছিল বাঙালি ৷ হাইভোল্টেজ ম্যাচে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ৷ ম্যাচের 22 মিনিটেই ব্রাজিল সমর্থকদের হৃদয়ে কাঁপন ধরিয়ে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন দি মারিয়া ৷

আরও পড়ুন : আর্জেন্টিনার কোপা জয়ে আড়মোড়া ভাঙল বাঙালির, মেসিতে মজে প্রাক্তনরা

দি মারিয়ার গোল নিয়ে ফেসবুকে পোস্ট করলেন মীর ৷ পোস্টটি ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে কার্যত যুদ্ধ বেঁধে যায় ৷ মীরের ফেসবুক পোস্টটি ছিল এইরকম, "আর্জেন্টিনা : দি মারিয়া ? ব্রাজিল : হুমম...কিন্তু আস্তে ৷" পোস্টটির অনেকেই দুরকম অর্থ বের করেছেন ৷ অনেকের মতে, দি মারিয়া নামটি ব্যবহার করে ব্রাজিল সমর্থকদের একপ্রকার খোঁচা দিয়েছেন মীর ৷ তবে পোস্টের পর আর্জেন্টিনার সমর্থকদের সমর্থন যেমন পেয়েছেন তেমনই ব্রাজিল ভক্তরা মীরকে ধুয়ে দিয়েছেন ৷

দেখুন সেই পোস্ট...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা, 11 জুলাই : ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার খেতাব জিতিয়েছেন অ্যাঞ্জেল দি মারিয়া ৷ পিএসজির এই উইঙ্গার এখন আর্জেন্টাইন সমর্থকদের নয়নের মণি ৷ সেই দি মারিয়ার গোল নিয়ে ফেসবুকে মজাদার পোস্ট করেছেন অভিনেতা, সঞ্চালক মীর আফসর আলি ৷ বাংলার কমেডি কিংয়ের এই পোস্ট দেখে হেসে লুটোপুটি খেয়েছে তাঁর অনুরাগীরা ৷

ভারতীয় সময় রবিবার ভোরে সূদূর রিও ডি জেনেইরোতে খেতাব জয়ের লক্ষ্যে নেমেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা ৷ নেইমার-মেসিরা যখন মাঠে লড়ছিলেন তখন কয়েক হাজার কিলোমিটার দূরের শহর কলকাতা জেগে উঠেছিল ভোর ভোর ৷ ছুটির দিনের সকালে হাতে চায়ের কাপ নিয়ে পরিবার নিয়ে টিভির সামনে বসে পড়েছিল বাঙালি ৷ হাইভোল্টেজ ম্যাচে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ৷ ম্যাচের 22 মিনিটেই ব্রাজিল সমর্থকদের হৃদয়ে কাঁপন ধরিয়ে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন দি মারিয়া ৷

আরও পড়ুন : আর্জেন্টিনার কোপা জয়ে আড়মোড়া ভাঙল বাঙালির, মেসিতে মজে প্রাক্তনরা

দি মারিয়ার গোল নিয়ে ফেসবুকে পোস্ট করলেন মীর ৷ পোস্টটি ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে কার্যত যুদ্ধ বেঁধে যায় ৷ মীরের ফেসবুক পোস্টটি ছিল এইরকম, "আর্জেন্টিনা : দি মারিয়া ? ব্রাজিল : হুমম...কিন্তু আস্তে ৷" পোস্টটির অনেকেই দুরকম অর্থ বের করেছেন ৷ অনেকের মতে, দি মারিয়া নামটি ব্যবহার করে ব্রাজিল সমর্থকদের একপ্রকার খোঁচা দিয়েছেন মীর ৷ তবে পোস্টের পর আর্জেন্টিনার সমর্থকদের সমর্থন যেমন পেয়েছেন তেমনই ব্রাজিল ভক্তরা মীরকে ধুয়ে দিয়েছেন ৷

দেখুন সেই পোস্ট...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.