ক্যালিফোর্নিয়া : মারা গেলেন শিল্পী রুসি টেলর । ডিজ়নির জনপ্রিয় কার্টুন ক্যারেক্টার মিনি মাউসের জন্য ভয়েজ় দিতেন তিনি । তাঁর বয়স হয়েছিল 75 বছর । অ্যামেরিকার ক্যালিফোর্নিয়াতে শেষ নিশ্বাস ত্যাগ করেন রুসি ।
রুসি টেলর 30 বছরেরও বেশি সময় ধরে মিনি মাউসের চরিত্রটির জন্য ভয়েজ় দিয়েছেন । 1986-তে 200 জনের মধ্যে থেকে তাঁর আওয়াজকে বেছে নেয় ডিজ়নি ।
-
We are sorry to report that Disney Legend Russi Taylor has passed away: https://t.co/8uphuNZy3i pic.twitter.com/FwAdJJYpqw
— Disney (@Disney) July 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We are sorry to report that Disney Legend Russi Taylor has passed away: https://t.co/8uphuNZy3i pic.twitter.com/FwAdJJYpqw
— Disney (@Disney) July 27, 2019We are sorry to report that Disney Legend Russi Taylor has passed away: https://t.co/8uphuNZy3i pic.twitter.com/FwAdJJYpqw
— Disney (@Disney) July 27, 2019
রুসির মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন ডিজ়নির চেয়ারম্যান ও CEO বব ইগর । তিনি বলেন, "রুসির মৃত্যুর সঙ্গে মিনি মাউসও তার আওয়াজ হারিয়ে ফেলল । মিনিকে গ্লোবাল আইকন বানিয়ে রুসি নিজেও একজন ডিজ়নির লিজেন্ড হয়ে উঠেছিলেন । ভক্তরা তাঁকে ভীষণ শ্রদ্ধা করেন ও ভালোবাসেন । তাঁকে জানা ও তাঁর সঙ্গে কাজ করা আমাদের জন্য গর্বের বিষয় ছিল ।"
ডিজ়নিতে কাজের সূত্রে লুসির আলাপ হয় বালনে এল্বইনের সঙ্গে । বালনে 1977 সাল থেকে মিকির চরিত্রে ভয়েজ় দিতেন । লুসি ও বালনে 1991 সালে বিয়ে করেন । 2009 সালে মারা যান বালনে ।
টেলর মিনি মাউসের চরিত্রে ভয়েজ় দেওয়া ছাড়াও 'টেলস্পিন', 'দা লিটিল মার্মেড', 'দা সিম্পসন্স'-এই ভয়েজ় দিয়েছেন ।