ETV Bharat / sitara

ছবি শেয়ার করে নিজের বর্তমান পরিস্থিতি বোঝালেন মিমি - coronavirus

কোয়ারেন্টাইনে থাকার সময় মিমি ভেবেছিলেন জিম করে নিজের শরীর চর্চা করবেন । কিন্তু, তার পরিবর্তে রান্না ঘর পরিষ্কার করে সময় কাটাচ্ছেন । ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নিজের বর্তমান পরিস্থিতির কথা ফ্যানদের বোঝান তিনি ।

dsf
fsd
author img

By

Published : Mar 27, 2020, 5:48 PM IST

কলকাতা : আমরা অনেক সময় যা ভাবি তা হয় না । বরং যেটা ভাবি না সেটাই করতে হয় । অভিনেতা তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি । আর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তা বুঝিয়ে দেন তিনি ।

কোরোনা আতঙ্কের জেরে সিনেমার শুটিং অসমাপ্ত রেখেই লন্ডন থেকে দেশে ফিরেছিলেন মিমি চক্রবর্তী । এখন কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি । তাঁর কোয়ারেন্টাইন শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি । এই মুহূর্তে পরিবারের সদস্যদেরও কাছে ঘেঁষতে দিচ্ছেন না তিনি । তাই ঘরের সব কাজ একা হাতেই সামলাতে হচ্ছে তাঁকে ।

কোয়ারেন্টাইনে থাকার সময় মিমি ভেবেছিলেন জিম করে নিজের শরীর চর্চা করবেন । কিন্তু, তার পরিবর্তে রান্না ঘর পরিষ্কার করে সময় কাটাচ্ছেন । সম্প্রতি ইনস্টাগ্রামে দুটি ছবিকে কোলাজ করে একটি ছবি পোস্ট করেন । প্রথম ছবিতে জিমে শরীর চর্চা করতে দেখা গিয়েছে তাঁকে । সেই ছবির নিচে লেখা 'এক্সপেকটেশন'। আর অন্য ছবিতে রান্নাঘর পরিষ্কার করতে দেখা গিয়েছে । তার নিচে লেখা 'রিয়েলিটি'। আসলে তিনি ভেবেছিলেন জিমে গিয়ে শরীর চর্চা করবেন । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে তা আর সম্ভব হয়নি । অগত্যা বাড়িতেই সময় কাটাচ্ছেন তিনি ।

যদিও তাঁর এই ছবি দেখার পর ফ্যানদের মধ্যে অনেকেই তাঁকে বাড়িতেই শরীর চর্চার পরামর্শ দেন । আবার অনেকে তাঁর চেহারার প্রশংসাও করেন ।

এছাড়া কোরোনা ভাইরাস নিয়ে ফ্যানদের একাধিকবার সচেতন করেছেন মিমি । কখনও ভিডিয়ো পোস্ট করে । আবার কখনও নিজের লোকসভা কেন্দ্রে মাস্ক ও স্যানিটাইজ়ার বিলি করে রাজ্যবাসীকে সচেতন করেন । সবাইকে বাড়ি থেকে না বের হওয়ার পরামর্শও দেন । রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এর আগে হার্বাল টি তৈরির প্রক্রিয়ায়ও ফ্যানদের সঙ্গে শেয়ার করেন তিনি ।

কাজের দিক থেকে দুটি ছবি রয়েছে মিমির হাতে । লন্ডনে জিতের সঙ্গে 'বাজি' ছবির শুটিং করছিলেন তিনি । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে শুটিং বন্ধ রেখে দেশে ফিরতে হয় তাঁকে । এছাড়া অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে 'ড্রাকুলার স্যার' ছবিতে স্ক্রিন শেয়ার করবেন তিনি ।

কলকাতা : আমরা অনেক সময় যা ভাবি তা হয় না । বরং যেটা ভাবি না সেটাই করতে হয় । অভিনেতা তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি । আর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তা বুঝিয়ে দেন তিনি ।

কোরোনা আতঙ্কের জেরে সিনেমার শুটিং অসমাপ্ত রেখেই লন্ডন থেকে দেশে ফিরেছিলেন মিমি চক্রবর্তী । এখন কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি । তাঁর কোয়ারেন্টাইন শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি । এই মুহূর্তে পরিবারের সদস্যদেরও কাছে ঘেঁষতে দিচ্ছেন না তিনি । তাই ঘরের সব কাজ একা হাতেই সামলাতে হচ্ছে তাঁকে ।

কোয়ারেন্টাইনে থাকার সময় মিমি ভেবেছিলেন জিম করে নিজের শরীর চর্চা করবেন । কিন্তু, তার পরিবর্তে রান্না ঘর পরিষ্কার করে সময় কাটাচ্ছেন । সম্প্রতি ইনস্টাগ্রামে দুটি ছবিকে কোলাজ করে একটি ছবি পোস্ট করেন । প্রথম ছবিতে জিমে শরীর চর্চা করতে দেখা গিয়েছে তাঁকে । সেই ছবির নিচে লেখা 'এক্সপেকটেশন'। আর অন্য ছবিতে রান্নাঘর পরিষ্কার করতে দেখা গিয়েছে । তার নিচে লেখা 'রিয়েলিটি'। আসলে তিনি ভেবেছিলেন জিমে গিয়ে শরীর চর্চা করবেন । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে তা আর সম্ভব হয়নি । অগত্যা বাড়িতেই সময় কাটাচ্ছেন তিনি ।

যদিও তাঁর এই ছবি দেখার পর ফ্যানদের মধ্যে অনেকেই তাঁকে বাড়িতেই শরীর চর্চার পরামর্শ দেন । আবার অনেকে তাঁর চেহারার প্রশংসাও করেন ।

এছাড়া কোরোনা ভাইরাস নিয়ে ফ্যানদের একাধিকবার সচেতন করেছেন মিমি । কখনও ভিডিয়ো পোস্ট করে । আবার কখনও নিজের লোকসভা কেন্দ্রে মাস্ক ও স্যানিটাইজ়ার বিলি করে রাজ্যবাসীকে সচেতন করেন । সবাইকে বাড়ি থেকে না বের হওয়ার পরামর্শও দেন । রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এর আগে হার্বাল টি তৈরির প্রক্রিয়ায়ও ফ্যানদের সঙ্গে শেয়ার করেন তিনি ।

কাজের দিক থেকে দুটি ছবি রয়েছে মিমির হাতে । লন্ডনে জিতের সঙ্গে 'বাজি' ছবির শুটিং করছিলেন তিনি । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে শুটিং বন্ধ রেখে দেশে ফিরতে হয় তাঁকে । এছাড়া অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে 'ড্রাকুলার স্যার' ছবিতে স্ক্রিন শেয়ার করবেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.