কলকাতা : মাথায় কোঁকড়া চুল । গায়ে ভারী গয়না । তার সঙ্গে চড়া মেকআপ । দুর্গার রূপে এভাবেই দেখা গেল মিমি চক্রবর্তীকে । এবার কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত 'মহালয়া'-তে দুর্গার চরিত্রে দেখা যাবে তাঁকে ।
এই 'মহালয়া'-তে দুর্গার অকালবোধনের বিষয়কে তুলে ধরতে চলেছেন পরিচালক । সেখানে দেখানো হবে রাম, সীতা, রাবণ, দুর্গা, অসুর সবাইকেই ।
এবছর প্রথমবার দুর্গা হচ্ছেন মিমি । রামের চরিত্রে জিতু কমল । সীতার চরিত্রে মধুমিতা সরকার । আর রাবণের চরিত্রে দেখা যাবে রাজেশ শর্মাকে । তবে দুর্গার চরিত্রে অভিনয় করতে খুবই খুশি মিমি ।
এ প্রসঙ্গে ETV ভারতকে মিমি বলেন, "প্রথমবার দুর্গা করলাম । খুবই ভালো আর অন্যরকম একটা অভিজ্ঞতা হল । তার সঙ্গে খুব বড় একটা চাপ অনুভব করছি । যাঁরা এতদিন দুর্গার চরিত্রে অভিনয় করেছেন, তাঁরা সবাই অসাধারণ । আমি আমার 100 শতাংশ দেওয়ার চেষ্টা করেছি ।"
এবারের 'মহালয়া'-তে কিছু অ্যাকশন ও অন্য কয়েকটি বিষয় যোগ করা হয়েছে বলে জানান মিমি । বলেন, "এত ভারী গয়না, তার উপর মা দুর্গার ওইরকম ভারী পোশাক, সেটা পরে নাচ করা খুবই কঠিন । তাও সবটা আমরা করতে পেরেছি । দুর্গা মায়ের আশীর্বাদে আশাকরি সবার ভালো লাগবে ।"