ETV Bharat / sitara

Mini: শুটিং শেষ, পোস্ট প্রোডাকশনের পথে মিমির 'মিনি' - মিমি চক্রবর্তী

মৈনাক ভৌমিকের ছবি মিনির (Mini) শুটিং শেষ হল ৷ ছবিতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) ৷ তাঁর চরিত্রের নাম তিতলি ৷ মিনির চরিত্রে থাকছে শিশু শিল্পী অয়ন্না চট্টোপাধ্যায় ।

mimi chakraborty's film Mini's shooting ends
শুটিং শেষ, পোস্ট প্রোডাকশনের পথে মিমির 'মিনি'
author img

By

Published : Oct 31, 2021, 7:35 PM IST

কলকাতা, 31 অক্টোবর: শুটিং শেষ । এবার পোস্ট প্রোডাকশনের পথে মৈনাক ভৌমিকের আসন্ন বাংলা ছবি 'মিনি' (Mini)। শেষ দিনের শুটিংয়ে ফুরফুরে মেজাজে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-সহ গোটা ইউনিট ।

এই প্রথমবার মৈনাক ভৌমিকের পরিচালনায় কাজ করছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী । ওদিকে, এই ছবির প্রযোজনায় রয়েছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী । তাঁর সঙ্গী হয়েছেন রাহুল ভঞ্জ । প্রযোজক হিসেবে ডেবিউ করলেন সম্পূর্ণা ।

'মিনি'র গল্প আবর্তিত হয় মিনি এবং তিতলিকে কেন্দ্রে রেখে । এরা দুই অসমবয়সি বন্ধু । বন্ধুত্বের যে কোনও বয়স হয় না, তা আবারও প্রমাণিত হবে এ বার । তিতলির চরিত্রে মিমি চক্রবর্তী এবং মিনির চরিত্রে শিশু শিল্পী অয়ন্না চট্টোপাধ্যায় ।

শেষ হল ছবির শুটিং । শেষ দিনের শুটিংয়ে ফুরফুরে মেজাজে পাওয়া গেল মিমি, অয়ন্না-সহ বাকিদেরও । মিমির কথায়, "আমি খুব এক্সাইটেড চরিত্রটা নিয়ে । মৈনাকের সঙ্গে এটা আমার প্রথম কাজ । আর আমাদের পুচকি অয়ন্না খুব ভাল কাজ করছে । খুব শিগগিরই ছবিটা সিনেমা হলে আসবে বলে আমরা আশাবাদী । সকলের শুভকামনা চাই ।"

আরও পড়ুন: Urmila Matondkar : বলিউডে ফের করোনার থাবা, আক্রান্ত ঊর্মিলা মাতণ্ডকর

ছোট্ট অয়ন্নার মুখেও খুশির ছাপ । সেও চরিত্র নিয়ে এবং মিমির সঙ্গে কাজ করা নিয়ে দারুণ এক্সাইটেড । অন্যদিকে মৈনাক জানান, মিমির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে খুব খুশি । সম্পূর্ণা আগেই জানান যে, তাঁরা তাঁদের সংস্থা থেকে ভাল ভাল কাজ উপহার দিতে চান । প্রথম কাজেই মিমিকে পেয়ে তাঁরা খুব এক্সাইটেড । খুব শিগগিরই আরও কিছু কাজ নিয়ে হাজির হবেন সম্পূর্ণা এবং রাহুলের প্রযোজনা সংস্থা । তবে সে ব্যাপারে এখনও মুখ খোলেননি দু'জনের একজনও ।

আরও পড়ুন: Arkoja Acharyya: পুলিশ অফিসারের চরিত্রে অর্কজা

প্রসঙ্গত রাহুল ভঞ্জ আগেই জানিয়েছিলেন, 'স্মল টক আইডিয়াজ' এই বছরেই ছ'টি ছবি আনবে । সবক'টিই বলবে সম্পর্কের গল্প । 'স্মল টক আইডিয়াজ' এবং 'এমকে মিডিয়া'র প্রযোজনায় খুব শিগগিরই শুরু হবে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ ।

আরও পড়ুন: Makeup Artist Award: রূপসজ্জা শিল্পীদের জন্য অ্যাওয়ার্ড শো, বিচারকের আসনে তারকার হাট

কলকাতা, 31 অক্টোবর: শুটিং শেষ । এবার পোস্ট প্রোডাকশনের পথে মৈনাক ভৌমিকের আসন্ন বাংলা ছবি 'মিনি' (Mini)। শেষ দিনের শুটিংয়ে ফুরফুরে মেজাজে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-সহ গোটা ইউনিট ।

এই প্রথমবার মৈনাক ভৌমিকের পরিচালনায় কাজ করছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী । ওদিকে, এই ছবির প্রযোজনায় রয়েছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী । তাঁর সঙ্গী হয়েছেন রাহুল ভঞ্জ । প্রযোজক হিসেবে ডেবিউ করলেন সম্পূর্ণা ।

'মিনি'র গল্প আবর্তিত হয় মিনি এবং তিতলিকে কেন্দ্রে রেখে । এরা দুই অসমবয়সি বন্ধু । বন্ধুত্বের যে কোনও বয়স হয় না, তা আবারও প্রমাণিত হবে এ বার । তিতলির চরিত্রে মিমি চক্রবর্তী এবং মিনির চরিত্রে শিশু শিল্পী অয়ন্না চট্টোপাধ্যায় ।

শেষ হল ছবির শুটিং । শেষ দিনের শুটিংয়ে ফুরফুরে মেজাজে পাওয়া গেল মিমি, অয়ন্না-সহ বাকিদেরও । মিমির কথায়, "আমি খুব এক্সাইটেড চরিত্রটা নিয়ে । মৈনাকের সঙ্গে এটা আমার প্রথম কাজ । আর আমাদের পুচকি অয়ন্না খুব ভাল কাজ করছে । খুব শিগগিরই ছবিটা সিনেমা হলে আসবে বলে আমরা আশাবাদী । সকলের শুভকামনা চাই ।"

আরও পড়ুন: Urmila Matondkar : বলিউডে ফের করোনার থাবা, আক্রান্ত ঊর্মিলা মাতণ্ডকর

ছোট্ট অয়ন্নার মুখেও খুশির ছাপ । সেও চরিত্র নিয়ে এবং মিমির সঙ্গে কাজ করা নিয়ে দারুণ এক্সাইটেড । অন্যদিকে মৈনাক জানান, মিমির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে খুব খুশি । সম্পূর্ণা আগেই জানান যে, তাঁরা তাঁদের সংস্থা থেকে ভাল ভাল কাজ উপহার দিতে চান । প্রথম কাজেই মিমিকে পেয়ে তাঁরা খুব এক্সাইটেড । খুব শিগগিরই আরও কিছু কাজ নিয়ে হাজির হবেন সম্পূর্ণা এবং রাহুলের প্রযোজনা সংস্থা । তবে সে ব্যাপারে এখনও মুখ খোলেননি দু'জনের একজনও ।

আরও পড়ুন: Arkoja Acharyya: পুলিশ অফিসারের চরিত্রে অর্কজা

প্রসঙ্গত রাহুল ভঞ্জ আগেই জানিয়েছিলেন, 'স্মল টক আইডিয়াজ' এই বছরেই ছ'টি ছবি আনবে । সবক'টিই বলবে সম্পর্কের গল্প । 'স্মল টক আইডিয়াজ' এবং 'এমকে মিডিয়া'র প্রযোজনায় খুব শিগগিরই শুরু হবে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ ।

আরও পড়ুন: Makeup Artist Award: রূপসজ্জা শিল্পীদের জন্য অ্যাওয়ার্ড শো, বিচারকের আসনে তারকার হাট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.