ETV Bharat / sitara

Manosi Sengupta in Har Mana Haar: রাজা চন্দর হার মানা হারের শুটিং, মুম্বই থেকে কলকাতায় ফিরছেন মানসী - হার মানা হারে মানসী সেনগুপ্ত

রাজা চন্দর হার মানা হারের (Raja Chandas Har Mana Haar) শুটিং করতে মুম্বই থেকে কলকাতায় ফিরছেন মানসী সেনগুপ্ত (Manosi Sengupta in Har Mana Haar) ৷

manosi-sengupta-coming-to-kolkata-from-mumbai-for-shooting-of-raja-chandas-har-mana-haar
রাজা চন্দর হার মানা হারের শুটিং, মুম্বই থেকে কলকাতায় ফিরছেন মানসী
author img

By

Published : Jan 24, 2022, 4:42 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: রাজা চন্দ (Raja Chandas Har Mana Haar) বানাচ্ছেন তাঁর আগামী ছবি 'হার মানা হার'। ছবিতে মুখ্য তিন চরিত্রে সোহম চক্রবর্তী, পায়েল সরকার, আয়ুষী তালুকদার । অতিথি শিল্পী হিসেবে থাকছেন মানসী সেনগুপ্ত (Manosi Sengupta in Har Mana Haar)।

হিন্দি ধারাবাহিকের দৌলতে এখন মুম্বইবাসী (Manosi Sengupta coming to Kolkata from Mumbai) অভিনেত্রী মানসী সেনগুপ্ত । এরই মাঝে তিনি ডাক পেয়েছেন রাজা চন্দর কাছ থেকে । রাজা চন্দর আগামী ছবি 'হার মানা হার'-এ একটি চরিত্র কর‍তে হবে তাঁকে । পরিচালকের একডাকে মুম্বই থেকে কলকাতায় চলে আসছেন অভিনেত্রী । ইটিভি ভারতকে এদিন সকাল সকাল মানসী দেন এই সুখবর ।

মানসী বলেন, "26 তারিখে রাতে মুম্বই থেকে কলকাতার উদ্দেশে রওনা দেব । 27 তারিখ শুটিং । তারপর ফিরব মুম্বই । রাজাদার সঙ্গে কাজ করাটা খুব স্পেশাল আমার কাছে । এই প্রথমবার কোনও ছবিতে আমাকে ফ্ল্যাশ ব্যাকে দেখানো হবে । মৃত মানুষের চরিত্রে অভিনয় করছি আমি । আমার চরিত্রটি মারা গিয়েছে । খুব ইন্টারেস্টিং একটা চরিত্র । এ রকম চরিত্র বাংলা ধারাবাহিকেও করিনি কখনও । তাই একডাকে কাজটা করতে আগ্রহী হই । তা ছাড়া রাজাদার কথা আমি ফেলতে পারি না ।"

আরও পড়ুন: Haar Mana Haar: সোহমের বিপরীতে পায়েল-আয়ূষী, জোড়া নায়িকার সঙ্গে রসায়ন কেমন জমবে?

প্রসঙ্গত, হিন্দি ধারাবাহিক 'মোসে ছল কিয়ে যায়' ধারাবাহিকে অভিনয় করছেন মানসী । শশী সুমিত প্রোডাকশনসের প্রযোজনায় আসছে এই ধারাবাহিক । হাজির হয়েছে প্রোমো । সেই কাজেই মুম্বইবাসী এখন মানসী । সাধারণতন্ত্র দিবসে রাতের উড়ানে কলকাতা ফিরছেন অভিনেত্রী । 'হার মানা হার'-এর গল্প অনুযায়ী সোহম বিপত্নীক । তাঁর প্রয়াত স্ত্রীর চরিত্রেই থাকছেন মানসী, নিজেই জানিয়েছেন সেই কথা ।

ও দিকে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী । সম্প্রতি শুটিংয়ের ছবিও শেয়ার করেছেন সুদীপ্তা ।

এই ছবির গল্প লিখেছেন মৌমিতা চট্টোপাধ্যায় । চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌগত বসু । ছবির শুটিং চলছে জোরকদমে ।

আরও পড়ুন: Uttaran Trailer Releases : সামনে এল নতুন ওয়েব সিরিজ 'উত্তরণ'-এর ট্রেলার, স্ট্রিমিং সাধারণতন্ত্র দিবসে

কলকাতা, 24 জানুয়ারি: রাজা চন্দ (Raja Chandas Har Mana Haar) বানাচ্ছেন তাঁর আগামী ছবি 'হার মানা হার'। ছবিতে মুখ্য তিন চরিত্রে সোহম চক্রবর্তী, পায়েল সরকার, আয়ুষী তালুকদার । অতিথি শিল্পী হিসেবে থাকছেন মানসী সেনগুপ্ত (Manosi Sengupta in Har Mana Haar)।

হিন্দি ধারাবাহিকের দৌলতে এখন মুম্বইবাসী (Manosi Sengupta coming to Kolkata from Mumbai) অভিনেত্রী মানসী সেনগুপ্ত । এরই মাঝে তিনি ডাক পেয়েছেন রাজা চন্দর কাছ থেকে । রাজা চন্দর আগামী ছবি 'হার মানা হার'-এ একটি চরিত্র কর‍তে হবে তাঁকে । পরিচালকের একডাকে মুম্বই থেকে কলকাতায় চলে আসছেন অভিনেত্রী । ইটিভি ভারতকে এদিন সকাল সকাল মানসী দেন এই সুখবর ।

মানসী বলেন, "26 তারিখে রাতে মুম্বই থেকে কলকাতার উদ্দেশে রওনা দেব । 27 তারিখ শুটিং । তারপর ফিরব মুম্বই । রাজাদার সঙ্গে কাজ করাটা খুব স্পেশাল আমার কাছে । এই প্রথমবার কোনও ছবিতে আমাকে ফ্ল্যাশ ব্যাকে দেখানো হবে । মৃত মানুষের চরিত্রে অভিনয় করছি আমি । আমার চরিত্রটি মারা গিয়েছে । খুব ইন্টারেস্টিং একটা চরিত্র । এ রকম চরিত্র বাংলা ধারাবাহিকেও করিনি কখনও । তাই একডাকে কাজটা করতে আগ্রহী হই । তা ছাড়া রাজাদার কথা আমি ফেলতে পারি না ।"

আরও পড়ুন: Haar Mana Haar: সোহমের বিপরীতে পায়েল-আয়ূষী, জোড়া নায়িকার সঙ্গে রসায়ন কেমন জমবে?

প্রসঙ্গত, হিন্দি ধারাবাহিক 'মোসে ছল কিয়ে যায়' ধারাবাহিকে অভিনয় করছেন মানসী । শশী সুমিত প্রোডাকশনসের প্রযোজনায় আসছে এই ধারাবাহিক । হাজির হয়েছে প্রোমো । সেই কাজেই মুম্বইবাসী এখন মানসী । সাধারণতন্ত্র দিবসে রাতের উড়ানে কলকাতা ফিরছেন অভিনেত্রী । 'হার মানা হার'-এর গল্প অনুযায়ী সোহম বিপত্নীক । তাঁর প্রয়াত স্ত্রীর চরিত্রেই থাকছেন মানসী, নিজেই জানিয়েছেন সেই কথা ।

ও দিকে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী । সম্প্রতি শুটিংয়ের ছবিও শেয়ার করেছেন সুদীপ্তা ।

এই ছবির গল্প লিখেছেন মৌমিতা চট্টোপাধ্যায় । চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌগত বসু । ছবির শুটিং চলছে জোরকদমে ।

আরও পড়ুন: Uttaran Trailer Releases : সামনে এল নতুন ওয়েব সিরিজ 'উত্তরণ'-এর ট্রেলার, স্ট্রিমিং সাধারণতন্ত্র দিবসে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.