ETV Bharat / sitara

মোদির বায়োপিকে অমিত শাহের ভূমিকায় মনোজ জোশি - modi biopic

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের অনুপ্রেরণায় তৈরি হচ্ছে 'পিএম নরেন্দ্র মোদি' ছবিটি। তাঁর জীবনের জার্নি উঠে আসবে এই ছবির মাধ্য়মে। এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা মনোজ জোশিকে। ভারতীয় জনতা পার্টির ন্য়াশনাল প্রেসিডেন্ট অমিত শাহের চরিত্রে নজরে আসবেন তিনি।

manoj joshi
author img

By

Published : Feb 13, 2019, 3:22 PM IST

এই প্রসঙ্গে মনোজ জোশি বলেন, "আমার কাছে এটা একটা খুব বড় সুযোগ এই চরিত্রটিকে পরদায় ফুটিয়ে তোলার। যখন সন্দীপ আমাকে এই চরিত্রটি করার জন্য প্রস্তাব দেয়, আমি না ভেবেই হ্য়াঁ বলে দি। ছবির মধ্য়ে অন্য়তম গুরুত্বপূর্ণ চরিত্র এটি। আমি আমার ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব।"

মোদির চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়। এছাড়াও অন্য়ান্য় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জ়ারিনা ওয়াহাব, প্রশান্ত নারায়ণ, বোমান ইরানি, বরখা বিস্ত সেনগুপ্ত, দর্শন কুমার, অঞ্জন শ্রীবাস্তব ও রাজেন্দ্র গুপ্তা সহ আরও অনেককে। ছবিটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ওমঙ্গ কুমার। ছবির শুটিং হবে গুজরাট ও দেশের অন্য়ান্য় জায়গায়।


এই প্রসঙ্গে মনোজ জোশি বলেন, "আমার কাছে এটা একটা খুব বড় সুযোগ এই চরিত্রটিকে পরদায় ফুটিয়ে তোলার। যখন সন্দীপ আমাকে এই চরিত্রটি করার জন্য প্রস্তাব দেয়, আমি না ভেবেই হ্য়াঁ বলে দি। ছবির মধ্য়ে অন্য়তম গুরুত্বপূর্ণ চরিত্র এটি। আমি আমার ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব।"

মোদির চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়। এছাড়াও অন্য়ান্য় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জ়ারিনা ওয়াহাব, প্রশান্ত নারায়ণ, বোমান ইরানি, বরখা বিস্ত সেনগুপ্ত, দর্শন কুমার, অঞ্জন শ্রীবাস্তব ও রাজেন্দ্র গুপ্তা সহ আরও অনেককে। ছবিটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ওমঙ্গ কুমার। ছবির শুটিং হবে গুজরাট ও দেশের অন্য়ান্য় জায়গায়।


Intro:Body:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের অনুপ্রেরণায় তৈরি হচ্ছে 'পিএম নরেন্দ্র মোদি' ছবিটি। তাঁর জীবনের জার্নি উঠে আসবে এই ছবির মাধ্য়মে। এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা মনোজ জোশিকে। ভারতীয় জনতা পার্টির ন্য়াশনাল প্রেসিডেন্ট অমিত শাহের চরিত্রে নজরে আসবেন তিনি।



এই প্রসঙ্গে মনোজ জোশি বলেন, "আমার কাছে এটা একটা খুব বড় সুযোগ এই চরিত্রটিকে পরদায় ফুটিয়ে তোলার। যখন সন্দীপ আমাকে এই চরিত্রটি করার জন্য প্রস্তাব দেয়, আমি না ভেবেই হ্য়াঁ বলে দি। ছবির মধ্য়ে অন্য়তম গুরুত্বপূর্ণ চরিত্র এটি। আমি আমার ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব।"



মোদির চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়। এছাড়াও অন্য়ান্য় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জ়ারিনা ওয়াহাব, প্রশান্ত নারায়ণ, বোমান ইরানি, বরখা বিস্ত সেনগুপ্ত, দর্শন কুমার, অঞ্জন শ্রীবাস্তব ও রাজেন্দ্র গুপ্তা সহ আরও অনেককে। ছবিটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ওমঙ্গ কুমার। ছবির শুটিং হবে গুজরাট ও দেশের অন্য়ান্য় জায়গায়।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.