এই প্রসঙ্গে মনোজ জোশি বলেন, "আমার কাছে এটা একটা খুব বড় সুযোগ এই চরিত্রটিকে পরদায় ফুটিয়ে তোলার। যখন সন্দীপ আমাকে এই চরিত্রটি করার জন্য প্রস্তাব দেয়, আমি না ভেবেই হ্য়াঁ বলে দি। ছবির মধ্য়ে অন্য়তম গুরুত্বপূর্ণ চরিত্র এটি। আমি আমার ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব।"
মোদির চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়। এছাড়াও অন্য়ান্য় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জ়ারিনা ওয়াহাব, প্রশান্ত নারায়ণ, বোমান ইরানি, বরখা বিস্ত সেনগুপ্ত, দর্শন কুমার, অঞ্জন শ্রীবাস্তব ও রাজেন্দ্র গুপ্তা সহ আরও অনেককে। ছবিটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ওমঙ্গ কুমার। ছবির শুটিং হবে গুজরাট ও দেশের অন্য়ান্য় জায়গায়।