ETV Bharat / sitara

Yohani De Silva: ভারতে আসছেন 'ম্যানিকে মাগে হিথে' খ্যাত ইয়োহানি, কবে কোথায় পারফরম্যান্স ?

ভারতে আসছেন 'ম্যানিকে মাগে হিথে' (Manike Mage Hithe) খ্যাত ইয়োহানি ডি সিলভা (Yohani De Silva) ৷ হায়দরাবাদ ও গুরুগ্রামে পারফর্ম করবেন তিনি ৷ নিজের ইনস্টাগ্রামে এ কথা জানিয়েছেন সিংহলি গায়িকা ৷

'Manike Mage Hithe' Fame Singer Yohani De Silva coming in India to Perform in Gurugram and Hyderabad
ভারতে আসছেন 'ম্যানিকে মাগে হিথে' খ্যাত ইয়োহানি, কবে কোথায় পারফরম্যান্স ?
author img

By

Published : Sep 23, 2021, 6:16 PM IST

Updated : Sep 23, 2021, 8:05 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: এই মুহূর্তের সোশ্যাল মিডিয়া সেনসেশন বলতেই সবার মুখে সবার আগে এক লহমায় চলে আসবে একটাই নাম ৷ শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডিলোকা ডি সিলভা (Yohani De Silva) ৷ তাঁর গান 'ম্যানিকে মাগে হিথে' (Manike Mage Hithe) তোলপাড় ফেলে দিয়েছে বিশ্বজুড়ে ৷ আমাদের দেশে তো আট থেকে আশি, আম আদমি থেকে সেলিব্রিটি সবার মুখে মুখে এখন এই গান ৷ এই একটা গানে দেশে তুমুল জনপ্রিয়তা অর্জন করা যুবতী ইয়োহানি এ বার ভারত সফরে আসছেন ৷ তাঁর সুরের মূর্ছনায় ভাসবে হায়দরবাদ ও গুরুগ্রাম ৷ নিজেই একথা জানিয়ে সিংহলি কন্যা জানালেন, ভারতে আসার সুযোগ পেয়ে তিনি দারুণ এক্সাইটেড ৷

আগামী 30 সেপ্টেম্বর গুরুগ্রামে ও 3 অক্টোবর হায়দরবাদে পারফর্ম করবেন ইয়োহানি ডিলোকা ডি সিলভা ৷ এই খবর নিজের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়ে গায়িকা লিখেছেন, "আমি সবসময় ভারতে পারফর্ম করতে চাইতাম ৷ আর আজ বিশ্বাস করতে পারছি না যে এটা হতে চলেছে ৷ ম্যানিকে মাগে হিথে যে ভালবাসা পেয়েছে, তাতে আমি উচ্ছ্বসিত ৷"

আরও পড়ুন: Srijit Mukherji Birthday: মিথিলা-আয়রার সঙ্গে জন্মদিনের কেক কাটলেন সৃজিত

2.47 মিনিটের একটি গান ৷ যার ভাষা আদ্যোপান্ত ভারতীয়দের কাছে দুর্বোধ্য ৷ কারণ গানটি সিংহলি ভাষায় ৷ কিন্তু সেই গানের সুর ও ছন্দই মন জয় করে নিয়েছে আপামর দেশবাসীর ৷ 'ম্যানিকে মাগে হিথে'র দৌলতে এখন আমাদের ঘরের মেয়ে ইয়োহানি ৷ সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সবাই এখন ম্যানিকে জ্বরে আক্রান্ত ৷ অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ, মাধুরী দীক্ষিত, পরিণীতি চোপড়া-সহ অনেকেই এই ট্র্যাকে রকমারি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ গোটা দেশের পাশাপাশি সংস্কৃতিপ্রিয় বাংলাও বরণ করে নিয়েছে ইয়োহানিকে ৷ ছোট ছোট বাচ্চারাও সাবলীল সিংহলি ভাষায় গাইছে এই গান ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সম্প্রতি বাংলার শাসকদলের মধ্যেও এই গান নিয়ে শুরু হয়েছে উন্মাদনা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতিতে তৈরি হয়েছে এই গানের বাংলা ভার্সান ৷ 'মা-মাটি-মানুষের হিতে' ৷ মেদিনীপুরের ব্যবসায়ী রাজেশ চক্রবর্তী ও তাঁর মেয়ে অপরাজিতা চক্রবর্তীর উদ্যোগে তৈরি হয়েছে এই গান ৷ কণ্ঠ দিয়েছেন মেদিনীপুরের দুই কলেজ পড়ুয়া মনীষা মুখোপাধ্যায় এবং দেবপ্রিয় চক্রবর্তী ৷ মনীষার সুরেলা কণ্ঠে গানটি অন্য মাত্রা পেয়েছে ৷ মাঝে ব়্যাপ গেয়েছেন দেবপ্রিয় ৷ ইউটিউবে পোস্ট করার কয়েকদিনের মধ্যেই কয়েক লাখ ভিউ, লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: Mamata Song : মমতা-স্তুতি , মানিকে মাগে হিথের বাংলা ভার্সন 'মা-মাটি-মানুষের হিতে'

ম্যানিকের বাংলা ভার্সান তৈরির হিড়িক পড়তে দেখা গিয়েছে ওপার বাংলাতেও ৷ বাংলাদেশি সুপারস্টার হিরো আলম একেবারে ইয়োহানির কায়দায় 'ম্যানিকে মাগে হিথে'-র 'হিরো আলম ভার্সন' গেয়েছেন ৷

আরও পড়ুন: Manike Mage Hithe : এবার 'মানিকে মাগে হিথে'-র হিরো আলম ভার্সন, শুনেই দেখুন

সম্প্রতি এক টুইটার গ্রাহক এক বেহালাবাদকের ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে আমেরিকার রাস্তায় 'ম্যানিকে মাগে হিথে'র সুর তুলেছেন ক্যারোলিয়া প্রোসটেন নামে এক বেহালাবাদক ৷ বেশ প্রশংসিত হয়েছে সেই ভিডিয়োও ৷

সহজেই বোঝা যায় কতদূর ছড়িয়েছে এই গানের জনপ্রিয়তা ৷ দেশবাসী এখন অধীর অপেক্ষায় সামনে থেকে ওয়ান্ডার গার্লের পারফরম্যান্স চাক্ষুস করার জন্য ৷

কলকাতা, 23 সেপ্টেম্বর: এই মুহূর্তের সোশ্যাল মিডিয়া সেনসেশন বলতেই সবার মুখে সবার আগে এক লহমায় চলে আসবে একটাই নাম ৷ শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডিলোকা ডি সিলভা (Yohani De Silva) ৷ তাঁর গান 'ম্যানিকে মাগে হিথে' (Manike Mage Hithe) তোলপাড় ফেলে দিয়েছে বিশ্বজুড়ে ৷ আমাদের দেশে তো আট থেকে আশি, আম আদমি থেকে সেলিব্রিটি সবার মুখে মুখে এখন এই গান ৷ এই একটা গানে দেশে তুমুল জনপ্রিয়তা অর্জন করা যুবতী ইয়োহানি এ বার ভারত সফরে আসছেন ৷ তাঁর সুরের মূর্ছনায় ভাসবে হায়দরবাদ ও গুরুগ্রাম ৷ নিজেই একথা জানিয়ে সিংহলি কন্যা জানালেন, ভারতে আসার সুযোগ পেয়ে তিনি দারুণ এক্সাইটেড ৷

আগামী 30 সেপ্টেম্বর গুরুগ্রামে ও 3 অক্টোবর হায়দরবাদে পারফর্ম করবেন ইয়োহানি ডিলোকা ডি সিলভা ৷ এই খবর নিজের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়ে গায়িকা লিখেছেন, "আমি সবসময় ভারতে পারফর্ম করতে চাইতাম ৷ আর আজ বিশ্বাস করতে পারছি না যে এটা হতে চলেছে ৷ ম্যানিকে মাগে হিথে যে ভালবাসা পেয়েছে, তাতে আমি উচ্ছ্বসিত ৷"

আরও পড়ুন: Srijit Mukherji Birthday: মিথিলা-আয়রার সঙ্গে জন্মদিনের কেক কাটলেন সৃজিত

2.47 মিনিটের একটি গান ৷ যার ভাষা আদ্যোপান্ত ভারতীয়দের কাছে দুর্বোধ্য ৷ কারণ গানটি সিংহলি ভাষায় ৷ কিন্তু সেই গানের সুর ও ছন্দই মন জয় করে নিয়েছে আপামর দেশবাসীর ৷ 'ম্যানিকে মাগে হিথে'র দৌলতে এখন আমাদের ঘরের মেয়ে ইয়োহানি ৷ সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সবাই এখন ম্যানিকে জ্বরে আক্রান্ত ৷ অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ, মাধুরী দীক্ষিত, পরিণীতি চোপড়া-সহ অনেকেই এই ট্র্যাকে রকমারি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ গোটা দেশের পাশাপাশি সংস্কৃতিপ্রিয় বাংলাও বরণ করে নিয়েছে ইয়োহানিকে ৷ ছোট ছোট বাচ্চারাও সাবলীল সিংহলি ভাষায় গাইছে এই গান ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সম্প্রতি বাংলার শাসকদলের মধ্যেও এই গান নিয়ে শুরু হয়েছে উন্মাদনা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতিতে তৈরি হয়েছে এই গানের বাংলা ভার্সান ৷ 'মা-মাটি-মানুষের হিতে' ৷ মেদিনীপুরের ব্যবসায়ী রাজেশ চক্রবর্তী ও তাঁর মেয়ে অপরাজিতা চক্রবর্তীর উদ্যোগে তৈরি হয়েছে এই গান ৷ কণ্ঠ দিয়েছেন মেদিনীপুরের দুই কলেজ পড়ুয়া মনীষা মুখোপাধ্যায় এবং দেবপ্রিয় চক্রবর্তী ৷ মনীষার সুরেলা কণ্ঠে গানটি অন্য মাত্রা পেয়েছে ৷ মাঝে ব়্যাপ গেয়েছেন দেবপ্রিয় ৷ ইউটিউবে পোস্ট করার কয়েকদিনের মধ্যেই কয়েক লাখ ভিউ, লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: Mamata Song : মমতা-স্তুতি , মানিকে মাগে হিথের বাংলা ভার্সন 'মা-মাটি-মানুষের হিতে'

ম্যানিকের বাংলা ভার্সান তৈরির হিড়িক পড়তে দেখা গিয়েছে ওপার বাংলাতেও ৷ বাংলাদেশি সুপারস্টার হিরো আলম একেবারে ইয়োহানির কায়দায় 'ম্যানিকে মাগে হিথে'-র 'হিরো আলম ভার্সন' গেয়েছেন ৷

আরও পড়ুন: Manike Mage Hithe : এবার 'মানিকে মাগে হিথে'-র হিরো আলম ভার্সন, শুনেই দেখুন

সম্প্রতি এক টুইটার গ্রাহক এক বেহালাবাদকের ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে আমেরিকার রাস্তায় 'ম্যানিকে মাগে হিথে'র সুর তুলেছেন ক্যারোলিয়া প্রোসটেন নামে এক বেহালাবাদক ৷ বেশ প্রশংসিত হয়েছে সেই ভিডিয়োও ৷

সহজেই বোঝা যায় কতদূর ছড়িয়েছে এই গানের জনপ্রিয়তা ৷ দেশবাসী এখন অধীর অপেক্ষায় সামনে থেকে ওয়ান্ডার গার্লের পারফরম্যান্স চাক্ষুস করার জন্য ৷

Last Updated : Sep 23, 2021, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.