ETV Bharat / sitara

Raj Kaushal: মন্দিরা বেদীর স্বামী চিত্রনির্মাতা রাজ কৌশল প্রয়াত - মন্দিরা বেদী

অভিনেত্রী মন্দিরা বেদীর (Mandira Bedi) স্বামী তথা চিত্রনির্মাতা রাজ কৌশলের (Raj Kaushal) জীবনাবসান ৷ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চিত্রনির্মাতা ওনীর ৷ রাজ কৌশলের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড ৷

Mandira Bedi's husband, filmmaker Raj Kaushal, passed away
প্রয়াত মন্দিরা বেদীর স্বামী চিত্রনির্মাতা রাজ কৌশল
author img

By

Published : Jun 30, 2021, 12:22 PM IST

মুম্বই, 30 জুন : প্রয়াত হলেন অভিনেত্রী মন্দিরা বেদীর (Mandira Bedi) স্বামী তথা চিত্রনির্মাতা রাজ কৌশল (Raj Kaushal) ৷ এই দুঃসংবাদ জানালেন অপর চিত্রনির্মাতা অনীর ৷ যিনি 2005 সালে 'মাই ব্রাদার নিখিল' ফিল্মে রাজ কৌশলের সঙ্গে কাজ করেছিলেন ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিনোদন জগতের অন্যান্য তারকারাও ৷

আজ সকালে চিত্রনির্মাতা অনীর টুইট করে খবরটি জানান ৷ তিনি লেখেন, "এত তাড়াতাড়ি চলে গেলে ? আমরা চিত্রনির্মাতা ও প্রযোজক রাজ কৌশলকে আজ সকালে হারালাম ৷ খুবই দুঃখজনক ৷ আমার প্রথম ফিল্ম মাই ব্রাদার নিখিলের অন্যতম প্রযোজক ছিলেন তিনি ৷ খুব কম সংখ্যক লোক যাঁরা আমাদের লক্ষ্যে বিশ্বাস করতেন, আমাদের পাশে দাঁড়াতেন, তাঁদের মধ্য়ে তিনি ছিলেন অন্যতম ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷"

  • Gone too soon. We lost Film maker and Producer @rajkaushal1 this morning. Very Sad. He was one of the producers of my first film #MyBrotherNikhil. One of those few who believed in our vision and supported us. Prayers for his soul. pic.twitter.com/zAitFfYrS7

    — অনির Onir اونیر ओनिर he/him (@IamOnir) June 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ কৌশলের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের অন্যতম তথা অভিনেত্রী নেহা ধুপিয়া ৷ সপ্তাহান্তে এই বন্ধুদের সঙ্গেই আনন্দের সময় কাটাতেন প্রযোজক ৷ নেহা ইনস্টাগ্রাম পোস্ট রাজ কৌশলের সঙ্গে সেই বন্ধুদের ছবি পোস্ট করে লিখেছেন, "রাজ, আমরা এই ছবিটা তুলেছিলাম আরও আরও স্মৃতি তৈরি করার জন্য ৷ তুমি আর আমাদের সঙ্গে নেই, এটা বিশ্বাসই করতে পারছি না ৷ মন্দিরা, আমার শক্তিশালী বান্ধবী, আমি শব্দ হারিয়ে ফেলেছি ৷ আমার হৃদয় বীর আর তারার সঙ্গে রয়েছে ৷ আরআইপি রাজ, এ কথাটা লিখতে দুঃখে আমার হাত কাঁপছে ৷"

আরও পড়ুন: নেই মেকআপ-প্রযুক্তির কারিকুরি, নয়া ভিডিয়োয় প্রকাশ্যে হবু মা নুসরত

অভিনেত্রী টিসকা চোপড়াও টুইট করে গভীর শোক প্রকাশ করেছেন ৷ তিনি লেখেন, "রাজ কৌশল আর আমাদের মধ্যে নেই এটা বিশ্বাসই করতে পারছি না ৷ খুবই দুঃখজনক ৷ আমার মন মন্দিরা ও তাঁর সুন্দর দুই সন্তানের সঙ্গে রয়েছে ৷ রিপ আমাদের সদাহাস্যময় রাজ...তোমার মতো নম্র মানুষটাকে মিস করব ৷"

  • Cannot believe #RajKaushal isn’t with us any more .. just so shocking. My hear goes out to @mandybedi and her two lovely kids #RIP our happy smiling Raj.. your gentle soul will be missed 💔

    — Tisca Chopra (@tiscatime) June 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1999 সালে রাজ কৌশলের সঙ্গে বিয়ে হয় মন্দিরা বেদীর ৷ 2011 সালে মন্দিরা পুত্রসন্তান বীরের জন্ম দেন ৷ আগেই এই তারকা দম্পতি জানিয়েছিলেন যে তাঁরা একটি সন্তান দত্তক নেবেন ৷ গত বছর তাঁরা 4 বছরের কন্যাসন্তান তারাকে নিজেদের পরিবারে আনেন ৷ তাঁদের ছেলে বীরের বয়স এখন 10 বছর ৷

আরও পড়ুন: জাগছে 'নির্ভয়া', কালো কোট পরে আদালতে গৌরব-প্রিয়াঙ্কা

ছবি প্রযোজনা ছাড়াও লেখক ও পরিচালক হিসেবেও কাজ করেছেন রাজ কৌশল ৷ 'পেয়ার মে কভি কভি', 'শাদি কা লাড্ডু' ও 'অ্যান্থনি কৌন হ্যায়'এর মতো ফিল্ম করেছেন তিনি ৷ তবে কপিরাইটার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন রাজ ৷ 1998 সালে তিনি নিজের অ্যাডভার্টাইজিং কোম্পানি তৈরি করেন ৷ প্রায় 800টিরও বেশি বিজ্ঞাপনে তিনি পরিচালনা করেছেন ৷

মুম্বই, 30 জুন : প্রয়াত হলেন অভিনেত্রী মন্দিরা বেদীর (Mandira Bedi) স্বামী তথা চিত্রনির্মাতা রাজ কৌশল (Raj Kaushal) ৷ এই দুঃসংবাদ জানালেন অপর চিত্রনির্মাতা অনীর ৷ যিনি 2005 সালে 'মাই ব্রাদার নিখিল' ফিল্মে রাজ কৌশলের সঙ্গে কাজ করেছিলেন ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিনোদন জগতের অন্যান্য তারকারাও ৷

আজ সকালে চিত্রনির্মাতা অনীর টুইট করে খবরটি জানান ৷ তিনি লেখেন, "এত তাড়াতাড়ি চলে গেলে ? আমরা চিত্রনির্মাতা ও প্রযোজক রাজ কৌশলকে আজ সকালে হারালাম ৷ খুবই দুঃখজনক ৷ আমার প্রথম ফিল্ম মাই ব্রাদার নিখিলের অন্যতম প্রযোজক ছিলেন তিনি ৷ খুব কম সংখ্যক লোক যাঁরা আমাদের লক্ষ্যে বিশ্বাস করতেন, আমাদের পাশে দাঁড়াতেন, তাঁদের মধ্য়ে তিনি ছিলেন অন্যতম ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷"

  • Gone too soon. We lost Film maker and Producer @rajkaushal1 this morning. Very Sad. He was one of the producers of my first film #MyBrotherNikhil. One of those few who believed in our vision and supported us. Prayers for his soul. pic.twitter.com/zAitFfYrS7

    — অনির Onir اونیر ओनिर he/him (@IamOnir) June 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ কৌশলের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের অন্যতম তথা অভিনেত্রী নেহা ধুপিয়া ৷ সপ্তাহান্তে এই বন্ধুদের সঙ্গেই আনন্দের সময় কাটাতেন প্রযোজক ৷ নেহা ইনস্টাগ্রাম পোস্ট রাজ কৌশলের সঙ্গে সেই বন্ধুদের ছবি পোস্ট করে লিখেছেন, "রাজ, আমরা এই ছবিটা তুলেছিলাম আরও আরও স্মৃতি তৈরি করার জন্য ৷ তুমি আর আমাদের সঙ্গে নেই, এটা বিশ্বাসই করতে পারছি না ৷ মন্দিরা, আমার শক্তিশালী বান্ধবী, আমি শব্দ হারিয়ে ফেলেছি ৷ আমার হৃদয় বীর আর তারার সঙ্গে রয়েছে ৷ আরআইপি রাজ, এ কথাটা লিখতে দুঃখে আমার হাত কাঁপছে ৷"

আরও পড়ুন: নেই মেকআপ-প্রযুক্তির কারিকুরি, নয়া ভিডিয়োয় প্রকাশ্যে হবু মা নুসরত

অভিনেত্রী টিসকা চোপড়াও টুইট করে গভীর শোক প্রকাশ করেছেন ৷ তিনি লেখেন, "রাজ কৌশল আর আমাদের মধ্যে নেই এটা বিশ্বাসই করতে পারছি না ৷ খুবই দুঃখজনক ৷ আমার মন মন্দিরা ও তাঁর সুন্দর দুই সন্তানের সঙ্গে রয়েছে ৷ রিপ আমাদের সদাহাস্যময় রাজ...তোমার মতো নম্র মানুষটাকে মিস করব ৷"

  • Cannot believe #RajKaushal isn’t with us any more .. just so shocking. My hear goes out to @mandybedi and her two lovely kids #RIP our happy smiling Raj.. your gentle soul will be missed 💔

    — Tisca Chopra (@tiscatime) June 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1999 সালে রাজ কৌশলের সঙ্গে বিয়ে হয় মন্দিরা বেদীর ৷ 2011 সালে মন্দিরা পুত্রসন্তান বীরের জন্ম দেন ৷ আগেই এই তারকা দম্পতি জানিয়েছিলেন যে তাঁরা একটি সন্তান দত্তক নেবেন ৷ গত বছর তাঁরা 4 বছরের কন্যাসন্তান তারাকে নিজেদের পরিবারে আনেন ৷ তাঁদের ছেলে বীরের বয়স এখন 10 বছর ৷

আরও পড়ুন: জাগছে 'নির্ভয়া', কালো কোট পরে আদালতে গৌরব-প্রিয়াঙ্কা

ছবি প্রযোজনা ছাড়াও লেখক ও পরিচালক হিসেবেও কাজ করেছেন রাজ কৌশল ৷ 'পেয়ার মে কভি কভি', 'শাদি কা লাড্ডু' ও 'অ্যান্থনি কৌন হ্যায়'এর মতো ফিল্ম করেছেন তিনি ৷ তবে কপিরাইটার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন রাজ ৷ 1998 সালে তিনি নিজের অ্যাডভার্টাইজিং কোম্পানি তৈরি করেন ৷ প্রায় 800টিরও বেশি বিজ্ঞাপনে তিনি পরিচালনা করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.