ETV Bharat / sitara

Mandira Bedi: স্বামীর মৃত্যুর একমাস পর কর্মযজ্ঞে ফিরে জীবনের জয়গান মন্দিরার - মন্দিরা বেদী

এক মাস আগে প্রয়াত হয়েছেন তাঁর স্বামী রাজ কৌশল (Raj Kaushal)৷ শোকের ছায়া নেমে এসেছে মন্দিরা বেদীর (Mandira Bedi) জীবনে ৷ কিন্তু জীবন থেমে থাকে না ৷ তাই আবারও কাজ শুরু করলেন তিনি ৷ সোশ্যাল মিডিয়ায় জানালেন সে কথা ৷

mandira-bedi-returns-to-work-ready-to-take-life-on
স্বামীর মৃত্যুর একমাস পর কর্মযজ্ঞে ফিরে জীবনের জয়গান মন্দিরার
author img

By

Published : Aug 3, 2021, 8:07 PM IST

মুম্বই, 3 অগস্ট: মাসখানেক আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তাঁর স্বামী রাজ কৌশল ৷ চোখের জলে বিদায় জানিয়েছেন তাঁকে ৷ একজন মহিলা হয়েও নিজে কাঁধ দিয়েছেন স্বামীর শেষযাত্রায় ৷ তবে জীবন থেমে থাকে না ৷ তাঁর কাঁধেই এখন দুই সন্তানের ভবিষ্যৎ ৷ তাই শোকের আবহ কাটিয়ে উঠে আবারও কাজে ফিরলেন অভিনেত্রী, উদ্যোগপতি তথা ফিটনেস এনথুসিয়াস্ট মন্দিরা বেদী ৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই এ কথা জানালেন তিনি ৷

মঙ্গলবার টুইটারে একটি পোস্ট করেছেন মন্দিরা ৷ সেখানে তিনি লিখেছেন, "সামনের দিকে ও উপরের দিকে ৷ এটা জীবন এগিয়ে নিয়ে যাওয়ার সময়..." অভিনেত্রীর এই টুইট দেখে তাঁর মনের জোরকে কুর্নিশ করেছেন নেটনাগরিকরা ৷ কেউ লিখেছেন, "তুমি যথেষ্ট শক্তিশালী ৷ আধুনিক যুগের কন্যা ৷" অপর টুইটার ইউজারের কথায়, "মন্দিরা তোমাকে স্বাগত ৷ তোমার প্রকৃত শক্তি রয়েছে ৷ ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন ৷"

mandira-bedi-returns-to-work-ready-to-take-life-on
স্বামীর মৃত্যুর একমাস পর কর্মযজ্ঞে ফিরে জীবনের জয়গান মন্দিরার

আরও পড়ুন: আমার রাজি , স্বামীর প্রয়াণের পর প্রথম টুইট ভগ্নহৃদয় মন্দিরার

  • Onwards and upwards. 🙏🏽 Time to take life on. 👊🏽

    — mandira bedi (@mandybedi) August 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইনস্টাগ্রাম স্টোরিতেও তাঁর কাজে ফেরার কথা জানিয়েছেন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের অভিনেত্রী ৷ সোমবারই নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, "আজ আবার কাজে ফিরলাম ৷"

আরও পড়ুন: পারফেক্ট ফ্যামিলি ফোটো, চার বছরের বাচ্চা মেয়েকে দত্তক নিলেন মন্দিরা

গত 30 জুন মন্দিরা বেদীর জীবনে নেমে আসে গভীর অন্ধকার ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 49 বছর বয়সে প্রয়াত হন তাঁর স্বামী তথা চিত্রনির্মাতা রাজ কৌশল ৷ 1999 সালে রাজ ও মন্দিরার বিয়ে হয় ৷ 2011 সালে তাঁদের জীবনে আসে পুত্রসন্তান, বীর ৷ আগেই এই তারকা দম্পতি জানিয়েছিলেন যে, তাঁরা একটি সন্তান দত্তক নেবেন ৷ গত বছর তাঁরা 4 বছরের কন্যাসন্তান তারাকে নিজেদের পরিবারে আনেন ৷ তাঁদের ছেলে বীরের বয়স এখন 10 বছর ৷

আরও পড়ুন: স্বামীর শেষ যাত্রায় কাঁধ দিলেন, শোকের আবহে প্রশংসিত মন্দিরা

ছবি প্রযোজনা ছাড়াও লেখক ও পরিচালক হিসেবেও কাজ করেছেন রাজ কৌশল ৷ 'পেয়ার মে কভি কভি', 'শাদি কা লাড্ডু' ও 'অ্যান্থনি কৌন হ্যায়'এর মতো ফিল্ম করেছেন তিনি ৷ তবে কপিরাইটার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন রাজ ৷ 1998 সালে তিনি নিজের অ্যাডভার্টাইজিং কোম্পানি তৈরি করেন ৷ প্রায় 800-রও বেশি বিজ্ঞাপন পরিচালনা করেছেন তিনি ৷

মুম্বই, 3 অগস্ট: মাসখানেক আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তাঁর স্বামী রাজ কৌশল ৷ চোখের জলে বিদায় জানিয়েছেন তাঁকে ৷ একজন মহিলা হয়েও নিজে কাঁধ দিয়েছেন স্বামীর শেষযাত্রায় ৷ তবে জীবন থেমে থাকে না ৷ তাঁর কাঁধেই এখন দুই সন্তানের ভবিষ্যৎ ৷ তাই শোকের আবহ কাটিয়ে উঠে আবারও কাজে ফিরলেন অভিনেত্রী, উদ্যোগপতি তথা ফিটনেস এনথুসিয়াস্ট মন্দিরা বেদী ৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই এ কথা জানালেন তিনি ৷

মঙ্গলবার টুইটারে একটি পোস্ট করেছেন মন্দিরা ৷ সেখানে তিনি লিখেছেন, "সামনের দিকে ও উপরের দিকে ৷ এটা জীবন এগিয়ে নিয়ে যাওয়ার সময়..." অভিনেত্রীর এই টুইট দেখে তাঁর মনের জোরকে কুর্নিশ করেছেন নেটনাগরিকরা ৷ কেউ লিখেছেন, "তুমি যথেষ্ট শক্তিশালী ৷ আধুনিক যুগের কন্যা ৷" অপর টুইটার ইউজারের কথায়, "মন্দিরা তোমাকে স্বাগত ৷ তোমার প্রকৃত শক্তি রয়েছে ৷ ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন ৷"

mandira-bedi-returns-to-work-ready-to-take-life-on
স্বামীর মৃত্যুর একমাস পর কর্মযজ্ঞে ফিরে জীবনের জয়গান মন্দিরার

আরও পড়ুন: আমার রাজি , স্বামীর প্রয়াণের পর প্রথম টুইট ভগ্নহৃদয় মন্দিরার

  • Onwards and upwards. 🙏🏽 Time to take life on. 👊🏽

    — mandira bedi (@mandybedi) August 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইনস্টাগ্রাম স্টোরিতেও তাঁর কাজে ফেরার কথা জানিয়েছেন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের অভিনেত্রী ৷ সোমবারই নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, "আজ আবার কাজে ফিরলাম ৷"

আরও পড়ুন: পারফেক্ট ফ্যামিলি ফোটো, চার বছরের বাচ্চা মেয়েকে দত্তক নিলেন মন্দিরা

গত 30 জুন মন্দিরা বেদীর জীবনে নেমে আসে গভীর অন্ধকার ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 49 বছর বয়সে প্রয়াত হন তাঁর স্বামী তথা চিত্রনির্মাতা রাজ কৌশল ৷ 1999 সালে রাজ ও মন্দিরার বিয়ে হয় ৷ 2011 সালে তাঁদের জীবনে আসে পুত্রসন্তান, বীর ৷ আগেই এই তারকা দম্পতি জানিয়েছিলেন যে, তাঁরা একটি সন্তান দত্তক নেবেন ৷ গত বছর তাঁরা 4 বছরের কন্যাসন্তান তারাকে নিজেদের পরিবারে আনেন ৷ তাঁদের ছেলে বীরের বয়স এখন 10 বছর ৷

আরও পড়ুন: স্বামীর শেষ যাত্রায় কাঁধ দিলেন, শোকের আবহে প্রশংসিত মন্দিরা

ছবি প্রযোজনা ছাড়াও লেখক ও পরিচালক হিসেবেও কাজ করেছেন রাজ কৌশল ৷ 'পেয়ার মে কভি কভি', 'শাদি কা লাড্ডু' ও 'অ্যান্থনি কৌন হ্যায়'এর মতো ফিল্ম করেছেন তিনি ৷ তবে কপিরাইটার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন রাজ ৷ 1998 সালে তিনি নিজের অ্যাডভার্টাইজিং কোম্পানি তৈরি করেন ৷ প্রায় 800-রও বেশি বিজ্ঞাপন পরিচালনা করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.