ETV Bharat / sitara

স্বরূপ দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর... - মুখ্যমন্ত্রী

আজ সকাল ৬.১০ নাগাদ মৃত্যুবরণ করেন অভিনেতা স্বরূপ দত্ত। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। একে একে যেন নিভে যাচ্ছে বাংলা সিনেমার স্বর্ণযুগের প্রত্যক্ষদর্শীরা। স্বরূপ দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা ব্যানার্জি
author img

By

Published : Jul 17, 2019, 4:13 PM IST

কলকাতা : মমতা একটি বিবৃতিতে জানিয়েছেন, "বিশিষ্ট চলচ্চিত্রাভিনেতা স্বরূপ দত্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বয়স হয়েছিল ৭৮ বছর।প্রায় তিন দশক ধরে তিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।১৯৬৮ সালে তপন সিংহের 'আপনজন' ছবিতে তাঁর অসামান্য অভিনয় দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলে।"

তিনি আরও বলেছেন, "তাঁর প্রয়াণে অভিনয় জগতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। আমি স্বরূপ দত্তের আত্মীয়পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।" এর আগে সৌমিত্র চ্যাটার্জি ও সাবিত্রী চ্যাটার্জিও স্বরূপ দত্তর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

আরও পড়ুন : প্রয়াত অভিনেতা স্বরূপ দত্ত, দুঃখপ্রকাশ সৌমিত্র-সাবিত্রীর

একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন একসময়ের বাঙালির হার্টথ্রব । 'পাপ পুণ্য', 'মানবতা', 'আপনজন'-এ তাঁর অভিনয় কোনওদিন ভুলবে না দর্শক । তিনি চিরকালই থেকে যাবেন বাঙালির মনে।

কলকাতা : মমতা একটি বিবৃতিতে জানিয়েছেন, "বিশিষ্ট চলচ্চিত্রাভিনেতা স্বরূপ দত্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বয়স হয়েছিল ৭৮ বছর।প্রায় তিন দশক ধরে তিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।১৯৬৮ সালে তপন সিংহের 'আপনজন' ছবিতে তাঁর অসামান্য অভিনয় দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলে।"

তিনি আরও বলেছেন, "তাঁর প্রয়াণে অভিনয় জগতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। আমি স্বরূপ দত্তের আত্মীয়পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।" এর আগে সৌমিত্র চ্যাটার্জি ও সাবিত্রী চ্যাটার্জিও স্বরূপ দত্তর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

আরও পড়ুন : প্রয়াত অভিনেতা স্বরূপ দত্ত, দুঃখপ্রকাশ সৌমিত্র-সাবিত্রীর

একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন একসময়ের বাঙালির হার্টথ্রব । 'পাপ পুণ্য', 'মানবতা', 'আপনজন'-এ তাঁর অভিনয় কোনওদিন ভুলবে না দর্শক । তিনি চিরকালই থেকে যাবেন বাঙালির মনে।

Intro:Body:

স্বরূপ দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর...



আজ সকাল ৬.১০ নাগাদ মৃত্যুবরণ করেন অভিনেতা স্বরূপ দত্ত। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। একে একে যেন নিভে যাচ্ছে বাংলা সিনেমার স্বর্ণযুগের প্রত্যক্ষদর্শীরা। স্বরূপ দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



মমতা একটি বিবৃতিতে জানিয়েছেন, "বিশিষ্ট চলচ্চিত্রাভিনেতা স্বরূপ দত্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বয়স হয়েছিল ৭৮ বছর।প্রায় তিন দশক ধরে তিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।১৯৬৮ সালে তপন সিংহের 'আপনজন' ছবিতে তাঁর অসামান্য অভিনয় দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলে।"



তিনি আরও বলেছেন, "তাঁর প্রয়াণে অভিনয় জগতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল।



আমি  স্বরূপ দত্তের আত্মীয়পরিজন ও  অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।

" এর আগে সৌমিত্র চ্যাটার্জি ও সাবিত্রী চ্যাটার্জিও স্বরূপ দত্তর শান্তিকামনা করেছেন।



একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন একসময়ের বাঙালির হার্টথ্রব । 'পাপ পুণ্য', 'মানবতা', 'আপনজন'-এ তাঁর অভিনয় কোনওদিন ভুলবে না দর্শক । তিনি চিরকালই থেকে যাবেন বাঙালি মনে ।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.