কলকাতা : কাজের ফাঁকে মাঝেমধ্যেই বেড়িয়ে পড়তে পছন্দ করেন মধুমিতা সরকার । অ্যাডভেঞ্চার করতেও পিছপা হন না । এ কথা আগে অনেকবার বলেছেন অভিনেত্রী । তার প্রমাণ পাওয়া গেল আরও একবার । সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ করলেন মধুমিতা, যেখানে তাঁক স্কাই ডাইভিং করতে দেখা গেল ।
কিছুদিন আগে অস্ট্রেলিয়া বেড়াতে গেছিলেন তিনি । সেখানকারই একটা থ্রোব্যাক ভিডিয়ো শেয়ার করলেন অভিনেত্রী । বিমানে ওঠা থেকে শুরু করে, স্কাই ডাইভ করা এবং তারপর সমুদ্র পাড়ে নামা অবধি পুরো জার্নিটাই তোলা সেই ভিডিয়োয় ।
দেখে নিন সেই ভিডিয়ো..
- View this post on Instagram
Finally I can tell how it’s like to feel the FALL #goldcoastskydive #throwback #australia
">
সম্প্রতি টেলিভিশন ছেড়ে বড় পরদায় ডেবিউ করেছেন মধুমিতা । 'লাভ আজ কাল পরশু'-তে অর্জুনের বিপরীতে তিনি । এক ছবিতেই একাধিক চরিত্রে অভিনয় করার সুযোগ হয়েছে তাঁর । অন্যদিকে 'জাজমেন্ট ডে' নামক এক ওয়েব সিরিজ়েও রয়েছেন মধুমিতা । সব মিলিয়ে একটা দারুণ ফেজ়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি ।