ETV Bharat / sitara

লকডাউনে বিউটি টিপস মধুমিতার - madhumita in lockdown

লকডাউনের মধ্যে বাড়িতেই কীভাবে ত্বক ঠিক রাখা যায় তা ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী মধুমিতা সরকার ।

sdf
sdf
author img

By

Published : May 11, 2020, 3:43 PM IST

কলকাতা : এই লকডাউনে বাড়িতে বন্দী সবাই । বন্ধ সব কিছুই । আর লকডাউন থাকার কারণে বন্ধ পার্লারও । তাই সেখানে গিয়ে রূপচর্চা করার সুযোগ পাচ্ছেন না কেউই । অগত্যা বাড়ি বসেই নিজেকে সুন্দর রাখার চেষ্টা করছেন অনেকেই । তার উপর তারকারা এই বিষয়ে বেশি সতর্ক হয়ে পড়েছেন । কারণ তাঁরা যে পেশার সঙ্গে যুক্ত সেখানে ত্বকের পরিচর্যা না করলে একেবারেই চলে না । লকডাউনের মধ্যে বাড়িতেই কীভাবে ত্বক ঠিক রাখা যায় তা ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী মধুমিতা সরকার ।

sdf
.

স্বাভাবিক সৌন্দর্যেই বেশি বিশ্বাসী মধুমিতা । বিশ্বাস করেন, প্রাকৃতিক উপায়ে রূপচর্চা । বলেন, "আমি ত্বকের জন্য টক দই আর টম্যাটো ব্যবহার করি । এটা ট্যান দূর করতে খুবই সাহায্য করে । বাড়িতে থাকলে এমনিতেই আমাদের ত্বকের উপর থেকে মরা কোষ বেরিয়ে যায় । তখন ত্বক অনেক নরম হয় । আমি কেমিকেল ব্যবহারে বিশ্বাসী নই ।"

sdf
.

তিনি আরও বলেন, "মুখে যে ক্রিম মাখি, সেগুলোতে হাইড্রেটিং এলিমেন্ট অনেক বেশি থাকে । গায়ে লোশন মাখি না । তার জায়গায় ভার্জিন কোকোনাট অয়েল মাখি ।"

কলকাতা : এই লকডাউনে বাড়িতে বন্দী সবাই । বন্ধ সব কিছুই । আর লকডাউন থাকার কারণে বন্ধ পার্লারও । তাই সেখানে গিয়ে রূপচর্চা করার সুযোগ পাচ্ছেন না কেউই । অগত্যা বাড়ি বসেই নিজেকে সুন্দর রাখার চেষ্টা করছেন অনেকেই । তার উপর তারকারা এই বিষয়ে বেশি সতর্ক হয়ে পড়েছেন । কারণ তাঁরা যে পেশার সঙ্গে যুক্ত সেখানে ত্বকের পরিচর্যা না করলে একেবারেই চলে না । লকডাউনের মধ্যে বাড়িতেই কীভাবে ত্বক ঠিক রাখা যায় তা ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী মধুমিতা সরকার ।

sdf
.

স্বাভাবিক সৌন্দর্যেই বেশি বিশ্বাসী মধুমিতা । বিশ্বাস করেন, প্রাকৃতিক উপায়ে রূপচর্চা । বলেন, "আমি ত্বকের জন্য টক দই আর টম্যাটো ব্যবহার করি । এটা ট্যান দূর করতে খুবই সাহায্য করে । বাড়িতে থাকলে এমনিতেই আমাদের ত্বকের উপর থেকে মরা কোষ বেরিয়ে যায় । তখন ত্বক অনেক নরম হয় । আমি কেমিকেল ব্যবহারে বিশ্বাসী নই ।"

sdf
.

তিনি আরও বলেন, "মুখে যে ক্রিম মাখি, সেগুলোতে হাইড্রেটিং এলিমেন্ট অনেক বেশি থাকে । গায়ে লোশন মাখি না । তার জায়গায় ভার্জিন কোকোনাট অয়েল মাখি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.