ETV Bharat / sitara

অর্জুন-মধুমিতার সম্পর্কে কাঁটা পাওলি ! - Love Aaj Kal Porshu trailer launch event

'লাভ আজ কাল পরশু'-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুমিতা, অর্জুন, পাওলি, প্রতিম ।

xcv
fv
author img

By

Published : Feb 3, 2020, 8:03 PM IST

কলকাতা : জীবনে প্রথম একটি খলনায়কের চরিত্রে অভিনয় করলেন অভিনেত্রী পাওলি দাম । ছবির নাম 'লাভ আজ কাল পরশু'। এই নিয়ে বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন পাওলি এবং পরিচালক প্রতিম দাশগুপ্ত । ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পাবে ছবিটি । ইতিমধ্যেই ছবির ট্রেলার দেখে ফেলেছেন দর্শক । সেখানে বেশ সাহসী চরিত্রে দেখা গিয়েছিল মধুমিতা সরকারকে ।

ছবির মুখ্যচরিত্রের মধ্যে রয়েছেন মধুমিতা । মধুমিতা ছোটপরদার অত্যন্ত জনপ্রিয় মুখ । আর এই ছবির মাধ্যমেই বড় পরদায় আত্মপ্রকাশ করলেন তিনি । মধুমিতার বিপরীতে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী ।

ট্রেলার, গানে এবং টিজ়ারে তাঁদের কেমিস্ট্রি ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকদের মনে । নতুন এই জুটিকে দেখতে চাইছেন দর্শকরা । জমাটি প্রেম দেখানো হয়েছে ঝলকে । আর তাঁদের প্রেমের মধ্যে কাঁটা হয়ে থাকবেন পাওলি । তাঁর চরিত্রর নাম কালকি । তবে তাঁর চরিত্রটা ঠিক কী রকম সেটা অবশ্য স্পষ্ট করে বলেননি অভিনেত্রী ।

ছবি সম্পর্কে তারকারা কী বললেন, দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো

কলকাতা : জীবনে প্রথম একটি খলনায়কের চরিত্রে অভিনয় করলেন অভিনেত্রী পাওলি দাম । ছবির নাম 'লাভ আজ কাল পরশু'। এই নিয়ে বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন পাওলি এবং পরিচালক প্রতিম দাশগুপ্ত । ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পাবে ছবিটি । ইতিমধ্যেই ছবির ট্রেলার দেখে ফেলেছেন দর্শক । সেখানে বেশ সাহসী চরিত্রে দেখা গিয়েছিল মধুমিতা সরকারকে ।

ছবির মুখ্যচরিত্রের মধ্যে রয়েছেন মধুমিতা । মধুমিতা ছোটপরদার অত্যন্ত জনপ্রিয় মুখ । আর এই ছবির মাধ্যমেই বড় পরদায় আত্মপ্রকাশ করলেন তিনি । মধুমিতার বিপরীতে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী ।

ট্রেলার, গানে এবং টিজ়ারে তাঁদের কেমিস্ট্রি ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকদের মনে । নতুন এই জুটিকে দেখতে চাইছেন দর্শকরা । জমাটি প্রেম দেখানো হয়েছে ঝলকে । আর তাঁদের প্রেমের মধ্যে কাঁটা হয়ে থাকবেন পাওলি । তাঁর চরিত্রর নাম কালকি । তবে তাঁর চরিত্রটা ঠিক কী রকম সেটা অবশ্য স্পষ্ট করে বলেননি অভিনেত্রী ।

ছবি সম্পর্কে তারকারা কী বললেন, দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো
Intro:জীবনে প্রথম একটি খল চরিত্রে অভিনয় করলেন অভিনেত্রী পাওলি দাম। ছবির নাম 'লাভ আজ কাল পরশু'। এই নিয়ে বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন পাওলি এবং পরিচালক প্রতিম দাশগুপ্ত। আসন্ন ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যেই ছবির ট্রেলার দেখে ফেলেছেন দর্শক। সেখানে বেশ সাহসী ভাবেই নিজেকে উপস্থাপন করেছেন নায়ক-নায়িকা।


Body:ছবির মুখ্যচরিত্রের মধ্যে রয়েছেন মধুমিতা সরকার। মধুমিতা ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। এই ছবির হাত ধরেই মধুমিতার বড় পর্দায় প্রথম পদার্পণ। মধুমিতার বিপরীতে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী। ট্রেইলারে, গানে এবং টিজারে তাঁদের কেমিস্ট্রি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। নতুন এই জুটিকে দেখতে চাইছে দর্শক। জমাটি প্রেম দেখানো হয়েছে ঝলকে। তাদেরই জমাটি প্রেমের মধ্যে যে কাটা হয়ে সর্বক্ষণ তাড়া করে বেড়াবে তিনি পাওলি, চরিত্রের নাম কালকি। এই প্রথম কোন খলচরিত্রে দেখা যাবে পাওলিকে।


Conclusion:ছবি নিয়ে কী বললেন গোটা কাস্ট, দেখুন ভিডিও :
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.