কলকাতা : জীবনে প্রথম একটি খলনায়কের চরিত্রে অভিনয় করলেন অভিনেত্রী পাওলি দাম । ছবির নাম 'লাভ আজ কাল পরশু'। এই নিয়ে বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন পাওলি এবং পরিচালক প্রতিম দাশগুপ্ত । ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পাবে ছবিটি । ইতিমধ্যেই ছবির ট্রেলার দেখে ফেলেছেন দর্শক । সেখানে বেশ সাহসী চরিত্রে দেখা গিয়েছিল মধুমিতা সরকারকে ।
ছবির মুখ্যচরিত্রের মধ্যে রয়েছেন মধুমিতা । মধুমিতা ছোটপরদার অত্যন্ত জনপ্রিয় মুখ । আর এই ছবির মাধ্যমেই বড় পরদায় আত্মপ্রকাশ করলেন তিনি । মধুমিতার বিপরীতে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ট্রেলার, গানে এবং টিজ়ারে তাঁদের কেমিস্ট্রি ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকদের মনে । নতুন এই জুটিকে দেখতে চাইছেন দর্শকরা । জমাটি প্রেম দেখানো হয়েছে ঝলকে । আর তাঁদের প্রেমের মধ্যে কাঁটা হয়ে থাকবেন পাওলি । তাঁর চরিত্রর নাম কালকি । তবে তাঁর চরিত্রটা ঠিক কী রকম সেটা অবশ্য স্পষ্ট করে বলেননি অভিনেত্রী ।
ছবি সম্পর্কে তারকারা কী বললেন, দেখুন ভিডিয়ো...