মুম্বই :2021-এর শুরুতেই খারাপ খবর । 89 বছর বয়সে নিজের বান্দ্রার বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রবাদপ্রতিম শাস্ত্রীয় সংগীতশিল্পী উস্তাদ গুলাম মুস্তাফা খান । আজ দুপুর 12.37 নাগাদ মারা যান শিল্পী ।
গুলাম মুস্তাফার পুত্রবধূ নম্রতা গুপ্ত খান জানান, "আজ সকালেও ভালো ছিলেন উনি । চব্বিশ ঘণ্টার একজন নার্স ছিলেন ওঁর সঙ্গে । নার্স ওঁকে ম্যাসাজ করে দিচ্ছিলেন । হঠাৎ করেই উনি বমি করে ফেলেন আর চোখও বন্ধ হয়ে যায় ।"
এরপর শিল্পীর শ্বাস-প্রশ্বাস ক্ষীণ হতে থাকে । এই দেখে নম্রতা তৎক্ষণাৎ ডাক্তারকে খবর দেন । তবে ডাক্তার আসতে আসতে সব শেষ । ততক্ষণে মারা গেছেন উস্তাদজী ।
2019 সালে একটা ব্রেন স্ট্রোক হয় শিল্পীর । তারপর থেকেই তাঁর শরীর অবশ হয়ে যায় । তবুও ওষুধ খাইয়ে, সেবা-যত্ন করে এতগুলো দিন সুস্থ রাখা হয়েছিল তাঁকে । শেষরক্ষা হল না ।
1931 সালের 3 মার্চ উত্তরপ্রদেশের বদায়ুনে জন্ম গুলাম মুস্তাফার । বাবা উস্তাদ ওয়ারিস হুসেনের হাত ধরেই সুরের জগতে প্রবেশ করেন তিনি ।
যদিও তাঁর পুরো পরিবারই সংগীত দুনিয়ার সঙ্গে যুক্ত । মুস্তাফার বাবার বাবা ছিলেন বিখ্যাত সংগীতশিল্পী উস্তাদ মুরদ বক্শ, অন্যদিকে তাঁর মায়ের বাবা ছিলেন উস্তাদ ইনায়াত হুসেন খান । বলা যায় রক্তে সংগীত নিয়েই জন্ম হয়েছিল গুলাম মুস্তাফা খানের ।
উস্তাদজীর মৃত্যুতে শোকস্তব্ধ সংগীত জগত । উস্তাদ আমজাদ আলি খান, লতা মঙ্গেশকর থেকে শুরু করে এ.আর.রহমানের মতো মানুষরা সোশাল মিডিয়ার মাধ্যমে এই ব্যক্তিত্বকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ।
ইটিভি ভারতের তরফ থেকেও উস্তাদ গুলাম মুস্তাফা খানকে সহস্র কোটি প্রণাম ।