ETV Bharat / sitara

জন্মদিন কীভাবে কাটালেন রঞ্জিত মল্লিক ? - ranjit mallick birthday

কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবছর আর বড় করে জন্মদিন পালন করেননি রঞ্জিত মল্লিক । পরিস্থিতি ঠিক হলে ভালো করে দিনটি পালন করবেন বলে ঠিক করেছেন তিনি ।

asd
asd
author img

By

Published : Sep 28, 2020, 5:21 PM IST

কলকাতা : 1944 সালের আজকের দিনেই ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়িতে জন্ম হয় তাঁর । 1971 সালে মৃণাল সেনের 'ইন্টারভিউ' ছবির মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি । তারপর একাধিক ছবিতে কাজ করেছেন তিনি । আজ 76 বছরে পা দিলেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক ।

জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানান । সবাইকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা । ইন্ডাস্ট্রিতে তাঁর যাত্রাটা শুরু হয়েছিল সেই 1971 থেকে । তারপর আর কখনও পিছনে ফিরে তাকাননি । ইন্ডাস্ট্রিতে 49 বছর পূর্ণ করেছেন । একাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি ।

কয়েক মাস আগে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন রঞ্জিত সহ তাঁর স্ত্রী ও মেয়ে কোয়েল মল্লিক । এখন তাঁরা সম্পূর্ণ সুস্থ । যদিও এই কোরোনা পরিস্থিতির মধ্যে আর বড় করে জন্মদিন পালন করছে না তিনি । পরিস্থিতি ঠিক হলে তখনই পালন করবেন । এ প্রসঙ্গে ETV ভারতকে তিনি বলেন, "সব দিকে সবকিছুই বন্ধ । প্যানডেমিক চলছে । কী আর উদযাপন করব । পরে করব, পেন্ডিং রেখেছি । তার উপর আজ আবার সোমবার । সপ্তাহের এই দিন আমি আমিষ খাই না ।"

তবে এই বয়সে এসে আর নতুন করে উপহারের প্রত্যাশা রাখেন না রঞ্জিত মল্লিক । তবে তাঁর কাছে সব চেয়ে বড় উপহার এখন কোয়েলের ছেলে । বলেন, "এখন সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক এটাই আমার সবচেয়ে বড় উপহার । আপনারা সকলে ভালো থাকবেন ।"

কলকাতা : 1944 সালের আজকের দিনেই ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়িতে জন্ম হয় তাঁর । 1971 সালে মৃণাল সেনের 'ইন্টারভিউ' ছবির মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি । তারপর একাধিক ছবিতে কাজ করেছেন তিনি । আজ 76 বছরে পা দিলেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক ।

জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানান । সবাইকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা । ইন্ডাস্ট্রিতে তাঁর যাত্রাটা শুরু হয়েছিল সেই 1971 থেকে । তারপর আর কখনও পিছনে ফিরে তাকাননি । ইন্ডাস্ট্রিতে 49 বছর পূর্ণ করেছেন । একাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি ।

কয়েক মাস আগে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন রঞ্জিত সহ তাঁর স্ত্রী ও মেয়ে কোয়েল মল্লিক । এখন তাঁরা সম্পূর্ণ সুস্থ । যদিও এই কোরোনা পরিস্থিতির মধ্যে আর বড় করে জন্মদিন পালন করছে না তিনি । পরিস্থিতি ঠিক হলে তখনই পালন করবেন । এ প্রসঙ্গে ETV ভারতকে তিনি বলেন, "সব দিকে সবকিছুই বন্ধ । প্যানডেমিক চলছে । কী আর উদযাপন করব । পরে করব, পেন্ডিং রেখেছি । তার উপর আজ আবার সোমবার । সপ্তাহের এই দিন আমি আমিষ খাই না ।"

তবে এই বয়সে এসে আর নতুন করে উপহারের প্রত্যাশা রাখেন না রঞ্জিত মল্লিক । তবে তাঁর কাছে সব চেয়ে বড় উপহার এখন কোয়েলের ছেলে । বলেন, "এখন সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক এটাই আমার সবচেয়ে বড় উপহার । আপনারা সকলে ভালো থাকবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.