ETV Bharat / sitara

Roja: প্রেমের জোয়ারে পিয়া-অর্ণব, ছোট পর্দায় আসছে রোজা - লীনা গঙ্গোপাধ্য়ায়ের ধারাবাহিক

ছোট পর্দায় আসছে নতুন বাংলা ধারাবাহিক (Bengali TV Serial) রোজা (Roja)। কাহিনিকার লীনা গঙ্গোপাধ্য়ায়ের (Leena Gangopadhyay) রোজায় থাকছেন পিয়া দেবনাথ ও অর্ণব চৌধুরী ৷

Leena Gangopadhyay's bengali tv serial roja is coming soon
প্রেমের জোয়ারে পিয়া-অর্ণব, ছোটপর্দায় আসছে রোজা
author img

By

Published : Sep 17, 2021, 2:13 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: 1992 সালে মণিরত্নমের পরিচালনায় বড় পর্দায় আসে 'রোজা' (Roja)। আর এ বার ছোট পর্দায় এই নামেই আসছে বাংলা ধারাবাহিক (Bengali TV Serial)। কাহিনিকার লীনা গঙ্গোপাধ্য়ায়ের (Leena Gangopadhyay) রোজা শোনাবে ভালবাসার গল্প ৷

বাংলা টেলিভিশনের পর্দায় নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের মধ্যে প্রেম-ভালবাসার চিত্রনাট্য নিয়ে আসছে 'রোজা' । টেলিদর্শকরা এ হেন গল্প যুগ যুগ ধরে ভালবেসে আসছেন । গল্পের শুরুটা হয় রোজা আর রূপাইয়ের খুনসুটি, ঝগড়া দিয়ে । রোজা এক নামী শিল্পপতির মেয়ে । তবে রূপাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে । রোজা আর রূপাই কীভাবে ঝগড়াঝাঁটি পেরিয়ে প্রেমসাগরে ভাসেন, তা-ই দেখা যাবে এই ধারাবাহিকে ।

সম্প্রতি ধারাবাহিকের সাংবাদিক সম্মেলন হয়ে গেল শহরের বুকে । হাজির ছিলেন সব চরিত্ররা ৷ ছিলেন চিত্রনাট্যকার অর্পিতা চট্টোপাধ্যায়, প্ৰযোজক দেবলীনা মুখোপাধ্যায় এবং অর্ক গঙ্গোপাধ্যায়ও । ধারাবাহিকের কাহিনিকার লীনা গঙ্গোপাধ্য়ায় । তবে 'ম্যাজিক মোমেন্টস'-এর ব্যানারে নয়, ধারাবাহিকটি আসছে লীনা পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের প্ৰযোজনা সংস্থা 'অর্গানিক স্টুডিয়োজ'-এর ব্যানারে ।

আরও পড়ুন: Chinebadam: বন্ধু চাই ? যশ-এনা আছে তো !

রোজার চরিত্রে অভিনয় করছেন পিয়া দেবনাথ, আর রূপাইয়ের চরিত্রে দেখা যাবে অর্ণব চৌধুরীকে । এ ছাড়াও অন্যান্য সব চরিত্রে রয়েছেন মালবিকা সেন, অর্ঘ্য মুখোপাধ্যায়, চণ্ডীদাস কুমার, মোনালিসা পাল, মিলন রায়চৌধুরী, রাহুল চক্রবর্তী, ধীমান বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা দাস, পৌলমী দাস, সুবান রায়, নিশান্তিকা দাস, রাজ্যশ্রী ভৌমিক প্রমুখ ।

Leena Gangopadhyay's bengali tv serial roja is coming soon
প্রেমের জোয়ারে পিয়া-অর্ণব, ছোটপর্দায় আসছে রোজা

আরও পড়ুন: Soham Payel: সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর ছবিতে ফের জুটি বাঁধছেন সোহম-পায়েল

সুবান রায়কে এই ধারাবাহিকে দেখা যাবে একেবারে নিপাট ভাল মানুষের চরিত্রে । যাঁকে দর্শক খলনায়ক হিসেবেই চেনেন । আর এই নতুন ইমেজ পেয়ে বেজায় খুশি সুবান । অপরদিকে 'শ্রীময়ী' ধারাবাহিকের পর ফের ছোট পর্দায় দম্পতির চরিত্রে থাকছেন রাহুল চক্রবর্তী এবং রাজ্যশ্রী ভৌমিক । বাকিদের চরিত্রগুলিকেও খুব সুন্দর করে এঁকেছেন লীনা গঙ্গোপাধ্যায় । আর তাতে সংলাপ দিয়েছেন অর্পিতা । খুব শিগগিরই টিভির পর্দায় আসছে নতুন এই ধারাবাহিক 'রোজা'।

আরও পড়ুন: Uttam Kumar: আইনি জটে উত্তমের পরিবার, শীঘ্রই মেটার আশা মহানায়কের নাতনী নবমিতার

কলকাতা, 17 সেপ্টেম্বর: 1992 সালে মণিরত্নমের পরিচালনায় বড় পর্দায় আসে 'রোজা' (Roja)। আর এ বার ছোট পর্দায় এই নামেই আসছে বাংলা ধারাবাহিক (Bengali TV Serial)। কাহিনিকার লীনা গঙ্গোপাধ্য়ায়ের (Leena Gangopadhyay) রোজা শোনাবে ভালবাসার গল্প ৷

বাংলা টেলিভিশনের পর্দায় নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের মধ্যে প্রেম-ভালবাসার চিত্রনাট্য নিয়ে আসছে 'রোজা' । টেলিদর্শকরা এ হেন গল্প যুগ যুগ ধরে ভালবেসে আসছেন । গল্পের শুরুটা হয় রোজা আর রূপাইয়ের খুনসুটি, ঝগড়া দিয়ে । রোজা এক নামী শিল্পপতির মেয়ে । তবে রূপাই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে । রোজা আর রূপাই কীভাবে ঝগড়াঝাঁটি পেরিয়ে প্রেমসাগরে ভাসেন, তা-ই দেখা যাবে এই ধারাবাহিকে ।

সম্প্রতি ধারাবাহিকের সাংবাদিক সম্মেলন হয়ে গেল শহরের বুকে । হাজির ছিলেন সব চরিত্ররা ৷ ছিলেন চিত্রনাট্যকার অর্পিতা চট্টোপাধ্যায়, প্ৰযোজক দেবলীনা মুখোপাধ্যায় এবং অর্ক গঙ্গোপাধ্যায়ও । ধারাবাহিকের কাহিনিকার লীনা গঙ্গোপাধ্য়ায় । তবে 'ম্যাজিক মোমেন্টস'-এর ব্যানারে নয়, ধারাবাহিকটি আসছে লীনা পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের প্ৰযোজনা সংস্থা 'অর্গানিক স্টুডিয়োজ'-এর ব্যানারে ।

আরও পড়ুন: Chinebadam: বন্ধু চাই ? যশ-এনা আছে তো !

রোজার চরিত্রে অভিনয় করছেন পিয়া দেবনাথ, আর রূপাইয়ের চরিত্রে দেখা যাবে অর্ণব চৌধুরীকে । এ ছাড়াও অন্যান্য সব চরিত্রে রয়েছেন মালবিকা সেন, অর্ঘ্য মুখোপাধ্যায়, চণ্ডীদাস কুমার, মোনালিসা পাল, মিলন রায়চৌধুরী, রাহুল চক্রবর্তী, ধীমান বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা দাস, পৌলমী দাস, সুবান রায়, নিশান্তিকা দাস, রাজ্যশ্রী ভৌমিক প্রমুখ ।

Leena Gangopadhyay's bengali tv serial roja is coming soon
প্রেমের জোয়ারে পিয়া-অর্ণব, ছোটপর্দায় আসছে রোজা

আরও পড়ুন: Soham Payel: সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর ছবিতে ফের জুটি বাঁধছেন সোহম-পায়েল

সুবান রায়কে এই ধারাবাহিকে দেখা যাবে একেবারে নিপাট ভাল মানুষের চরিত্রে । যাঁকে দর্শক খলনায়ক হিসেবেই চেনেন । আর এই নতুন ইমেজ পেয়ে বেজায় খুশি সুবান । অপরদিকে 'শ্রীময়ী' ধারাবাহিকের পর ফের ছোট পর্দায় দম্পতির চরিত্রে থাকছেন রাহুল চক্রবর্তী এবং রাজ্যশ্রী ভৌমিক । বাকিদের চরিত্রগুলিকেও খুব সুন্দর করে এঁকেছেন লীনা গঙ্গোপাধ্যায় । আর তাতে সংলাপ দিয়েছেন অর্পিতা । খুব শিগগিরই টিভির পর্দায় আসছে নতুন এই ধারাবাহিক 'রোজা'।

আরও পড়ুন: Uttam Kumar: আইনি জটে উত্তমের পরিবার, শীঘ্রই মেটার আশা মহানায়কের নাতনী নবমিতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.