ETV Bharat / sitara

Leander Paes : এবার ডিনার ডেট, কিমের সঙ্গে সম্পর্কে সিলমোহর লিয়েন্ডারের ? - লিয়েন্ডার পেজের খবর

অভিনেত্রী কিম শর্মার (Kim Sharma) সঙ্গে সম্পর্কে কি সিলমোহর দিলেন লিয়েন্ডার পেজ (Leander Paes) ? কিমের একটি পোস্ট ঘিরে সেই জল্পনাই ঘনীভূত হয়েছে ৷ সেই পোস্টটি আবার শেয়ার করেছেন টেনিস তারকাও ৷

Did tennis player Leander Paes confirm his relationship with Kim Sharma?
কিমের সঙ্গে সম্পর্কে শিলমোহর লিয়েন্ডারের ?
author img

By

Published : Aug 22, 2021, 7:41 PM IST

কলকাতা, 22 অগস্ট : গোয়ায় তাঁদের একসঙ্গে বেড়াতে যাওয়ার ছবি ভাইরাল হতেই টক অফ দ্য টাউন লিয়েন্ডার পেজ (Leander Paes) ও কিম শর্মা (Kim Sharma) ৷ তাঁদের সম্পর্কের গভীরতা নিয়ে যখন জোর জল্পনা চলছে, তখন সেই জল্পনা কাটিয়ে সম্পর্কে সিলমোহর (Relationship Confirmed?) দিলেন অভিনেত্রী ! তাঁর পোস্ট করা একটি বার্তা দেখে এমনই মনে করছেন ভক্তরা ৷ আর এই ভাবনা আরও জোরালো হয়েছে স্বয়ং টেনিস তারকার প্রতিক্রিয়ায় ৷ এ দিকে, এই শনিবারই দু জনে আবার ডিনার ডেটেও গিয়েছিলেন ৷ সেই ছবিও পোস্ট করেছেন কিম ৷

ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা ছবি দেখে বোঝা যাচ্ছে বন্ধুবান্ধবদের নিয়ে শনিবার কোনও রেস্তরাঁয় গিয়েছিলেন লিয়েন্ডার ও কিম ৷ অপর ছবিতে এই যুগলকে এক বন্ধুর সঙ্গে সেলফিতেও দেখা গিয়েছে ৷

did-tennis-player-leander-paes-confirm-his-relationship-with-kim-sharma
শনিবার ডিনার ডেটে লিয়েন্ডার-কিম

তার আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ভালবাসার খোঁজ চালিয়ে একটি বার্তা পোস্ট করেছেন অভিনেত্রী কিম শর্মা ৷ সেই একই পোস্ট শেয়ার করেছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ৷ তাতে আবার দুটো হার্ট ইমোজিও দিয়েছেন তিনি ৷

কী লেখা রয়েছে সেই বার্তায় ?

কিম তাঁর পোস্টে লিখেছেন, "ভালবাসা তোমায় রক্ষা করতে পারবে না ৷ তবে যখন তুমি নিজেকে রক্ষা করবে, তখন সে তোমার হাতটা ধরে রাখবে ৷ যে পৃথিবীতে কোনও কোনও সময় ভাল সময় প্রায় থাকে না, যখন বাতাস খুব ভারী হয়ে আসে যে মনে হয় তা সহ্য করা যাচ্ছে না, তখন আমরা সবাই এটাই চাই যে, সেই সময় আমাদের পাশে কেউ থাকুক ৷ কেউ একজন যে সঙ্গে সঙ্গে মিনিট কুড়ি আমায় জড়িয়ে ধরবে, যে সময়ে আমরা সব ঠিক করে নিতে পারব ৷ আমার মনে হয়, সবার এটাই প্রয়োজন ৷ কোনও একজন যে আমাদের খেয়াল রাখবে ৷ যে আমাদের সঙ্গে থাকবে ৷"

আরও পড়ুন: নতুন প্রেম ! সৈকত শহর গোয়ায় একান্তে কিম-লিয়েন্ডার

এর আগে, ইনস্টাগ্রামে লিয়েন্ডার ও কিমের গোয়া সফরের ছবি পোস্ট করেছিল পৌসাদা বাই দ্য বিচ নামে একটি রেস্তরাঁ ৷ সেখানে কিম শর্মাকে পেছন থেকে জড়িয়ে ধরে ছবি তুলতে দেখা গিয়েছে লিয়েন্ডারকে ৷ অপরটি ছিল তাঁদের একসঙ্গে খাওয়া দাওয়ার ছবি ৷

আরও পড়ুন: Saayoni Ghosh: হোটেলে পাওয়ার কাট, কথা বলতেও বাধা ! ত্রিপুরায় বিজেপিকে তুলোধোনা সায়নীর

কর্মক্ষেত্রে 2000 সালে শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের ব্লকবাস্টার ফিল্ম মহব্বতেঁ-তে অভিষেক হয়েছিল কিম শর্মার ৷ এরপর তাঁকে দেখা গিয়েছে ফিদা ও তাজ মহল: দ্য ইটারনাল লাভ স্টোরিতে ৷ এক সময়ে যুবরাজ সিং-এর সঙ্গে কিমের সম্পর্কের রসায়ন নিয়ে জল্পনা ছড়িয়েছিল বলিউডে ৷ শোনা যায়, কিমকে পছন্দ ছিল না যুবির মায়ের ৷ দুজনের সম্পর্ক নাকি সে কারণেই ভেঙে যায় ৷ কিছুদিন হর্ষবর্ধন রানের সঙ্গে কিমকে দেখা যাচ্ছিল ৷ সে সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি ৷

আরও পড়ুন: KBC 13 : অমিতাভের শোয়ে 5 বদল, প্রথম সপ্তাহেই হটসিটে সৌরভ-সেহওয়াগ

অপরদিকে, প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার সম্প্রতি তাঁর ডকু-ড্রামার শ্যুটিং শেষ করেছেন ৷ বিনোদন জগতে যুক্ত কারও সঙ্গে লিয়েন্ডারের সম্পর্ক এই প্রথম নয় ৷ মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে 2005 সাল থেকে লিভ ইন সম্পর্কে ছিলেন লি ৷ দুজনের একটি মেয়ে রয়েছে ৷ তবে লি-রিয়ার সম্পর্ক অনেকদিন আগেই ভেঙে যায় ৷ এ বার আটচল্লিশের লিয়েন্ডার কিম শর্মার মধ্যেই নিজেকে খুঁজে পেয়েছেন বলে গুঞ্জন শুরু হয়েছে ভক্তদের মধ্যে ৷ সেই জল্পনা আরও উসকে দিয়েছে নতুন পোস্ট ৷

কলকাতা, 22 অগস্ট : গোয়ায় তাঁদের একসঙ্গে বেড়াতে যাওয়ার ছবি ভাইরাল হতেই টক অফ দ্য টাউন লিয়েন্ডার পেজ (Leander Paes) ও কিম শর্মা (Kim Sharma) ৷ তাঁদের সম্পর্কের গভীরতা নিয়ে যখন জোর জল্পনা চলছে, তখন সেই জল্পনা কাটিয়ে সম্পর্কে সিলমোহর (Relationship Confirmed?) দিলেন অভিনেত্রী ! তাঁর পোস্ট করা একটি বার্তা দেখে এমনই মনে করছেন ভক্তরা ৷ আর এই ভাবনা আরও জোরালো হয়েছে স্বয়ং টেনিস তারকার প্রতিক্রিয়ায় ৷ এ দিকে, এই শনিবারই দু জনে আবার ডিনার ডেটেও গিয়েছিলেন ৷ সেই ছবিও পোস্ট করেছেন কিম ৷

ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা ছবি দেখে বোঝা যাচ্ছে বন্ধুবান্ধবদের নিয়ে শনিবার কোনও রেস্তরাঁয় গিয়েছিলেন লিয়েন্ডার ও কিম ৷ অপর ছবিতে এই যুগলকে এক বন্ধুর সঙ্গে সেলফিতেও দেখা গিয়েছে ৷

did-tennis-player-leander-paes-confirm-his-relationship-with-kim-sharma
শনিবার ডিনার ডেটে লিয়েন্ডার-কিম

তার আগে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ভালবাসার খোঁজ চালিয়ে একটি বার্তা পোস্ট করেছেন অভিনেত্রী কিম শর্মা ৷ সেই একই পোস্ট শেয়ার করেছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ৷ তাতে আবার দুটো হার্ট ইমোজিও দিয়েছেন তিনি ৷

কী লেখা রয়েছে সেই বার্তায় ?

কিম তাঁর পোস্টে লিখেছেন, "ভালবাসা তোমায় রক্ষা করতে পারবে না ৷ তবে যখন তুমি নিজেকে রক্ষা করবে, তখন সে তোমার হাতটা ধরে রাখবে ৷ যে পৃথিবীতে কোনও কোনও সময় ভাল সময় প্রায় থাকে না, যখন বাতাস খুব ভারী হয়ে আসে যে মনে হয় তা সহ্য করা যাচ্ছে না, তখন আমরা সবাই এটাই চাই যে, সেই সময় আমাদের পাশে কেউ থাকুক ৷ কেউ একজন যে সঙ্গে সঙ্গে মিনিট কুড়ি আমায় জড়িয়ে ধরবে, যে সময়ে আমরা সব ঠিক করে নিতে পারব ৷ আমার মনে হয়, সবার এটাই প্রয়োজন ৷ কোনও একজন যে আমাদের খেয়াল রাখবে ৷ যে আমাদের সঙ্গে থাকবে ৷"

আরও পড়ুন: নতুন প্রেম ! সৈকত শহর গোয়ায় একান্তে কিম-লিয়েন্ডার

এর আগে, ইনস্টাগ্রামে লিয়েন্ডার ও কিমের গোয়া সফরের ছবি পোস্ট করেছিল পৌসাদা বাই দ্য বিচ নামে একটি রেস্তরাঁ ৷ সেখানে কিম শর্মাকে পেছন থেকে জড়িয়ে ধরে ছবি তুলতে দেখা গিয়েছে লিয়েন্ডারকে ৷ অপরটি ছিল তাঁদের একসঙ্গে খাওয়া দাওয়ার ছবি ৷

আরও পড়ুন: Saayoni Ghosh: হোটেলে পাওয়ার কাট, কথা বলতেও বাধা ! ত্রিপুরায় বিজেপিকে তুলোধোনা সায়নীর

কর্মক্ষেত্রে 2000 সালে শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের ব্লকবাস্টার ফিল্ম মহব্বতেঁ-তে অভিষেক হয়েছিল কিম শর্মার ৷ এরপর তাঁকে দেখা গিয়েছে ফিদা ও তাজ মহল: দ্য ইটারনাল লাভ স্টোরিতে ৷ এক সময়ে যুবরাজ সিং-এর সঙ্গে কিমের সম্পর্কের রসায়ন নিয়ে জল্পনা ছড়িয়েছিল বলিউডে ৷ শোনা যায়, কিমকে পছন্দ ছিল না যুবির মায়ের ৷ দুজনের সম্পর্ক নাকি সে কারণেই ভেঙে যায় ৷ কিছুদিন হর্ষবর্ধন রানের সঙ্গে কিমকে দেখা যাচ্ছিল ৷ সে সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি ৷

আরও পড়ুন: KBC 13 : অমিতাভের শোয়ে 5 বদল, প্রথম সপ্তাহেই হটসিটে সৌরভ-সেহওয়াগ

অপরদিকে, প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার সম্প্রতি তাঁর ডকু-ড্রামার শ্যুটিং শেষ করেছেন ৷ বিনোদন জগতে যুক্ত কারও সঙ্গে লিয়েন্ডারের সম্পর্ক এই প্রথম নয় ৷ মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে 2005 সাল থেকে লিভ ইন সম্পর্কে ছিলেন লি ৷ দুজনের একটি মেয়ে রয়েছে ৷ তবে লি-রিয়ার সম্পর্ক অনেকদিন আগেই ভেঙে যায় ৷ এ বার আটচল্লিশের লিয়েন্ডার কিম শর্মার মধ্যেই নিজেকে খুঁজে পেয়েছেন বলে গুঞ্জন শুরু হয়েছে ভক্তদের মধ্যে ৷ সেই জল্পনা আরও উসকে দিয়েছে নতুন পোস্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.