ETV Bharat / sitara

উত্তম কুমারের বাড়ির লক্ষ্মী পুজো

মহানায়ক নেই । কিন্তু, তাহলেও পুজোর আয়োজনে কোনও ত্রুটি রাখেননি পরিবারের সদস্যরা । পুজোর ঘরে সংকল্পের আসনে জোড় পরে দেখা গিয়েছে গৌরব চট্টোপাধ্যায়কে । এমনকী, সেই মুহূর্তের ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি ।

asd
asd
author img

By

Published : Oct 30, 2020, 11:00 PM IST

কলকাতা : সেই উত্তম কুমারের সময় থেকেই বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করা হত । সময়ের সঙ্গে সেই পুজোতে এখনও আভিজাত্যের ছাপ রয়ে গিয়েছে । পুরোনো নিয়ম মেনে এখনও প্রতিমার মুখ তৈরি করা হয় মহানায়কের স্ত্রী গৌরীদেবীর আদলে । আজও একইভাবে এই দিন পুজোয় মেতে ওঠেন পরিবারের সদস্যরা ।

কোরোনা পরিস্থিতির মধ্যেও এবার ভবানীপুরের চট্টোপাধ্যায় বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছিল । প্রতিবারের মতো এবারও প্রতিমার মুখের সঙ্গে গৌরীদেবীর মুখ মিলেমিশে গিয়েছে ।

মহানায়ক নেই । কিন্তু, তাহলেও পুজোর আয়োজনে কোনও ত্রুটি রাখেননি পরিবারের সদস্যরা । পুজোর ঘরে সংকল্পের আসনে জোড় পরে দেখা গিয়েছে গৌরব চট্টোপাধ্যায়কে । এমনকী, সেই মুহূর্তের ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি ।

সেখানে হোমকুণ্ডের সামনে তাঁকে বসে থাকতে দেখা গিয়েছে । এছাড়া সাদা কালোতে বাড়ির প্রতিমার ছবিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি ।

কলকাতা : সেই উত্তম কুমারের সময় থেকেই বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করা হত । সময়ের সঙ্গে সেই পুজোতে এখনও আভিজাত্যের ছাপ রয়ে গিয়েছে । পুরোনো নিয়ম মেনে এখনও প্রতিমার মুখ তৈরি করা হয় মহানায়কের স্ত্রী গৌরীদেবীর আদলে । আজও একইভাবে এই দিন পুজোয় মেতে ওঠেন পরিবারের সদস্যরা ।

কোরোনা পরিস্থিতির মধ্যেও এবার ভবানীপুরের চট্টোপাধ্যায় বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছিল । প্রতিবারের মতো এবারও প্রতিমার মুখের সঙ্গে গৌরীদেবীর মুখ মিলেমিশে গিয়েছে ।

মহানায়ক নেই । কিন্তু, তাহলেও পুজোর আয়োজনে কোনও ত্রুটি রাখেননি পরিবারের সদস্যরা । পুজোর ঘরে সংকল্পের আসনে জোড় পরে দেখা গিয়েছে গৌরব চট্টোপাধ্যায়কে । এমনকী, সেই মুহূর্তের ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি ।

সেখানে হোমকুণ্ডের সামনে তাঁকে বসে থাকতে দেখা গিয়েছে । এছাড়া সাদা কালোতে বাড়ির প্রতিমার ছবিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.