ETV Bharat / sitara

Actor Lata Mangeshkar: করেছেন 8টি ফিল্ম, চিনে নিন অভিনেত্রী লতা মঙ্গেশকরকে

8টি ফিল্মে অভিনয় করেছেন লতা মঙ্গেশকর (Actor Lata Mangeshkar) ৷ তবে এটি যে তাঁর বিষয় নয়, তা দ্রুতই বুঝতে পেরেছিলেন সুরসম্রাজ্ঞী ৷

Lata Mangeshkar: Besides singer she was also an actor
করেছেন 8টি ফিল্ম, চিনে নিন অভিনেত্রী লতা মঙ্গেশকরকে
author img

By

Published : Feb 6, 2022, 2:36 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: সঙ্গীতের সরস্বতী হলেও লতা মঙ্গেশকর কেরিয়ার শুরু করেছিলেন অভিনয় দিয়ে ৷ মাত্র 13 বছর বয়সে পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে অভিনয় শুরু করেন কিংবদন্তি শিল্পী (Actor Lata Mangeshkar) ৷ তবে নিজের জায়গাটা চিনে নিতে তাঁর বেশিদিন সময় লাগেনি ৷

লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar death) জন্ম ইন্দোরে ৷ 1929 সালের 28 সেপ্টেম্বর ৷ বাবা প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী তথা নাট্যশিল্পী পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর, মা সেবন্তী ৷ মাত্র 5 বছর বয়সে বাবার কাছেই সঙ্গীতে হাতেখড়ি বাড়ির বড় মেয়ে লতার ৷ তবে তিনি ভালবাসতেন অভিনয়ও ৷ বাবার লেখা বেশ কয়েকটি নাটকে অভিনেত্রী হিসেবে ধরা দিয়েছেন ৷ লতা মঙ্গেশকরের বাকি ভাইবোনেরা হলেন মীনা, আশা, ঊষা ও হৃদয়নাথ ৷ তবে বাবার প্রয়াণের পর বড় হিসেবে সংসারের হাল ধরতে হয় লতাকেই ৷ মাত্র 13 বছর বয়সে গানের সঙ্গে সঙ্গেই তিনি শুরু করেন অভিনয় ৷

1942 সালে মাস্টার বিনায়কের মারাঠি ছবি পহেলি মঙ্গলা-গৌরে অভিনয়ে অভিষেক ঘটে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) ৷ সেই ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷ 1945 সালে বিনায়কের প্রথম হিন্দি ছবি বড়ি মাতেও ছোট একটি চরিত্রে দেখা গিয়েছিল লতাকে ৷ সেই ছবিতে তাঁর ছোট বোন আশা ভোঁসলেও ছিলেন ৷

আরও পড়ুন: Lata Mangeshkar : না যেয়ো না...সুরেলা সফরের সমাপ্তিতে সবার কণ্ঠে সেই লতাই

একটি সাক্ষাৎকারে কিংবদন্তি শিল্পী (Besides singer Lata Mangeshkar was also an actor) বলেছিলেন, তিনি যখনই রূপসজ্জা করতে গিয়েছেন, বিভিন্ন চরিত্রে অভিনয় করতে গিয়েছেন, তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে এটা তাঁর বিষয় নয় ৷ সেই কারণে খুব বেশি দিন তিনি অভিনয়ে ছিলেন না ৷ খুব কম সময়ের মধ্যেই অভিনয় ছেড়ে শুধুমাত্র গানে মনোনিবেশ করেন সুরসম্রাজ্ঞী ৷

তবে সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর অনিল কাপুর ও মাধুরী দীক্ষিতের ছবি পুকারে স্পেশাল অ্যাপিয়ারেন্সে ধরা দিয়েছেন লতা মঙ্গেশকর ৷ সেখানে বাচ্চাদের নিয়ে একটি পারফরম্যান্স করার দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে ৷

আরও পড়ুন: Lata Mangeshkar Passes Away : তারাদের দেশে পাড়ি সুর সম্রাজ্ঞীর

1942 সাল থেকে 1948 সালের মধ্যে আটটি ছবিতে অভিনয় করেছেন ভারতরত্ন শিল্পী ৷ তবে সাফল্য আসেনি ৷ ভাগ্যদেবী যে তাঁর জন্য অন্য কিছুই ঠিক করে রেখেছিলেন ৷ গায়িকা হিসেবে এভারেস্টের চুড়োয় পৌঁছতে খুব বেশিদিন সময় লাগেনি তাঁর ৷

অভিনয় ছাড়াও ছবির প্রযোজনাও করেছেন লতা মঙ্গেশকর ৷ একটি মারাঠি ও তিনটি হিন্দি ছবির প্রযোজক তিনি ৷ তবে সেই অভিজ্ঞতা তাঁর খুব একটা ভাল না-হওয়ায় সেই পথে আর কখনও পা বাড়াননি ৷

আরও পড়ুন: Achivements of Lata Mangeshkar : ফিরে দেখা সুর সম্রাজ্ঞীর মুকুটে রত্নের তালিকা

কলকাতা, 6 ফেব্রুয়ারি: সঙ্গীতের সরস্বতী হলেও লতা মঙ্গেশকর কেরিয়ার শুরু করেছিলেন অভিনয় দিয়ে ৷ মাত্র 13 বছর বয়সে পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে অভিনয় শুরু করেন কিংবদন্তি শিল্পী (Actor Lata Mangeshkar) ৷ তবে নিজের জায়গাটা চিনে নিতে তাঁর বেশিদিন সময় লাগেনি ৷

লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar death) জন্ম ইন্দোরে ৷ 1929 সালের 28 সেপ্টেম্বর ৷ বাবা প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী তথা নাট্যশিল্পী পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর, মা সেবন্তী ৷ মাত্র 5 বছর বয়সে বাবার কাছেই সঙ্গীতে হাতেখড়ি বাড়ির বড় মেয়ে লতার ৷ তবে তিনি ভালবাসতেন অভিনয়ও ৷ বাবার লেখা বেশ কয়েকটি নাটকে অভিনেত্রী হিসেবে ধরা দিয়েছেন ৷ লতা মঙ্গেশকরের বাকি ভাইবোনেরা হলেন মীনা, আশা, ঊষা ও হৃদয়নাথ ৷ তবে বাবার প্রয়াণের পর বড় হিসেবে সংসারের হাল ধরতে হয় লতাকেই ৷ মাত্র 13 বছর বয়সে গানের সঙ্গে সঙ্গেই তিনি শুরু করেন অভিনয় ৷

1942 সালে মাস্টার বিনায়কের মারাঠি ছবি পহেলি মঙ্গলা-গৌরে অভিনয়ে অভিষেক ঘটে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) ৷ সেই ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷ 1945 সালে বিনায়কের প্রথম হিন্দি ছবি বড়ি মাতেও ছোট একটি চরিত্রে দেখা গিয়েছিল লতাকে ৷ সেই ছবিতে তাঁর ছোট বোন আশা ভোঁসলেও ছিলেন ৷

আরও পড়ুন: Lata Mangeshkar : না যেয়ো না...সুরেলা সফরের সমাপ্তিতে সবার কণ্ঠে সেই লতাই

একটি সাক্ষাৎকারে কিংবদন্তি শিল্পী (Besides singer Lata Mangeshkar was also an actor) বলেছিলেন, তিনি যখনই রূপসজ্জা করতে গিয়েছেন, বিভিন্ন চরিত্রে অভিনয় করতে গিয়েছেন, তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে এটা তাঁর বিষয় নয় ৷ সেই কারণে খুব বেশি দিন তিনি অভিনয়ে ছিলেন না ৷ খুব কম সময়ের মধ্যেই অভিনয় ছেড়ে শুধুমাত্র গানে মনোনিবেশ করেন সুরসম্রাজ্ঞী ৷

তবে সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর অনিল কাপুর ও মাধুরী দীক্ষিতের ছবি পুকারে স্পেশাল অ্যাপিয়ারেন্সে ধরা দিয়েছেন লতা মঙ্গেশকর ৷ সেখানে বাচ্চাদের নিয়ে একটি পারফরম্যান্স করার দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে ৷

আরও পড়ুন: Lata Mangeshkar Passes Away : তারাদের দেশে পাড়ি সুর সম্রাজ্ঞীর

1942 সাল থেকে 1948 সালের মধ্যে আটটি ছবিতে অভিনয় করেছেন ভারতরত্ন শিল্পী ৷ তবে সাফল্য আসেনি ৷ ভাগ্যদেবী যে তাঁর জন্য অন্য কিছুই ঠিক করে রেখেছিলেন ৷ গায়িকা হিসেবে এভারেস্টের চুড়োয় পৌঁছতে খুব বেশিদিন সময় লাগেনি তাঁর ৷

অভিনয় ছাড়াও ছবির প্রযোজনাও করেছেন লতা মঙ্গেশকর ৷ একটি মারাঠি ও তিনটি হিন্দি ছবির প্রযোজক তিনি ৷ তবে সেই অভিজ্ঞতা তাঁর খুব একটা ভাল না-হওয়ায় সেই পথে আর কখনও পা বাড়াননি ৷

আরও পড়ুন: Achivements of Lata Mangeshkar : ফিরে দেখা সুর সম্রাজ্ঞীর মুকুটে রত্নের তালিকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.