ETV Bharat / sitara

Last recorded song of Lata Mangeshkar: আম্বানি-কন্যার বিয়েতে গায়ত্রী মন্ত্রই লতা মঙ্গেশকরের শেষ রেকর্ড - Last recorded song of Lata Mangeshkar was the Gayatri Mantra

ঈশা আম্বানি এবং আনন্দ পীরামলের বিয়েতে গায়ত্রী মন্ত্র গেয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন লতা মঙ্গেশকর ৷ সেটাই তাঁর করা শেষ রেকর্ড (Last recorded song of Lata Mangeshkar)৷

Last recorded song of Lata Mangeshkar was the Gayatri Mantra for Isha Ambani's wedding
লতা মঙ্গেশকর শেষ রেকর্ডে গেয়েছেন গায়ত্রী মন্ত্র, উপলক্ষ ?
author img

By

Published : Feb 6, 2022, 3:53 PM IST

মুম্বই, 6 ফেব্রুয়ারি: শুক্লা পঞ্চমীতে সরস্বতীর বিসর্জনের দিনই মর্ত্যলোক ছেড়ে তারাদের দেশে বিলীন হলেন সাক্ষাৎ রক্ত-মাংসের সরস্বতী ৷ লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকে বিহ্বল গোটা দেশ ৷ 92 বছরের জীবনে হাজার খানেক হিন্দি ও 36টি আঞ্চলিক ভাষার ছবিতে 5000-এরও বেশি গান গেয়েছেন ৷ ইতিহাসে সর্বাধিক গানের রেকর্ড করায় নাম উঠেছে গিনেস বুকেও ৷ তবে লতা মঙ্গেশকরের শেষ রেকর্ড করা গান (Last recorded song of Lata Mangeshkar) কোনটা জানেন কী ?

শিল্পপতি মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানির কন্যা ঈশা আম্বানি এবং আনন্দ পীরামলের বিয়েতে একটি গায়ত্রী মন্ত্রের রেকর্ড (Last recorded song of Lata Mangeshkar was the Gayatri Mantra) বাজানো হয়েছিল ৷ সেই গায়ত্রী মন্ত্রটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর ৷ সেই রেকর্ডে নবদম্পতির প্রতি শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তাও পাঠিয়েছিলেন তিনি ৷ 2018 সালের 12 ডিসেম্বরে আম্বানি-কন্যার বিয়েতে লতা মঙ্গেশকরের এই রেকর্ড মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছিলেন অতিথিরা ৷

আরও পড়ুন: Lata Mangeshkar : না যেয়ো না...সুরেলা সফরের সমাপ্তিতে সবার কণ্ঠে সেই লতাই

বিশেষ সূত্রে জানা যায়, সেই গায়ত্রী মন্ত্রোচ্চারণের জন্য একটি মাত্র টেক নিয়েছিলেন কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর (Gayatri Mantra sung by lata mangeshkar on Isha Ambani's wedding) ৷ আজ থেকে তিন বছর আগে সেই সময় তাঁর বয়স ছিল 89 বছর ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

দীর্ঘ কেরিয়ারে অগুন্তি সম্মানে ভূষিত হয়েছেন লতা মঙ্গেশকর ৷ 1974 সালে প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে পারফর্ম করার সুযোগ পান ৷ তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 15টি বাংলার চলচ্চিত্র সাংবাদিক সংগঠনের পুরস্কার, সেরা গায়িকা হিসেবে চারটি ফিল্মফেয়ার পুরস্কার, দুটি স্পেশ্য়াল ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার-সহ বহু পুরস্কার পেয়েছেন লতা মঙ্গেশকর ৷ 1989 সালে তিনি পান দাদা সাহেব ফালকে পুরস্কার ৷ দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পান 2001 সালে ৷ 2007 সালে তাঁকে সর্বোচ্চ নাগরিক সম্মান দেয় ফ্রান্স সরকার ৷

আরও পড়ুন: Achivements of Lata Mangeshkar : ফিরে দেখা সুর সম্রাজ্ঞীর মুকুটে রত্নের তালিকা

মুম্বই, 6 ফেব্রুয়ারি: শুক্লা পঞ্চমীতে সরস্বতীর বিসর্জনের দিনই মর্ত্যলোক ছেড়ে তারাদের দেশে বিলীন হলেন সাক্ষাৎ রক্ত-মাংসের সরস্বতী ৷ লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকে বিহ্বল গোটা দেশ ৷ 92 বছরের জীবনে হাজার খানেক হিন্দি ও 36টি আঞ্চলিক ভাষার ছবিতে 5000-এরও বেশি গান গেয়েছেন ৷ ইতিহাসে সর্বাধিক গানের রেকর্ড করায় নাম উঠেছে গিনেস বুকেও ৷ তবে লতা মঙ্গেশকরের শেষ রেকর্ড করা গান (Last recorded song of Lata Mangeshkar) কোনটা জানেন কী ?

শিল্পপতি মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানির কন্যা ঈশা আম্বানি এবং আনন্দ পীরামলের বিয়েতে একটি গায়ত্রী মন্ত্রের রেকর্ড (Last recorded song of Lata Mangeshkar was the Gayatri Mantra) বাজানো হয়েছিল ৷ সেই গায়ত্রী মন্ত্রটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর ৷ সেই রেকর্ডে নবদম্পতির প্রতি শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তাও পাঠিয়েছিলেন তিনি ৷ 2018 সালের 12 ডিসেম্বরে আম্বানি-কন্যার বিয়েতে লতা মঙ্গেশকরের এই রেকর্ড মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছিলেন অতিথিরা ৷

আরও পড়ুন: Lata Mangeshkar : না যেয়ো না...সুরেলা সফরের সমাপ্তিতে সবার কণ্ঠে সেই লতাই

বিশেষ সূত্রে জানা যায়, সেই গায়ত্রী মন্ত্রোচ্চারণের জন্য একটি মাত্র টেক নিয়েছিলেন কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর (Gayatri Mantra sung by lata mangeshkar on Isha Ambani's wedding) ৷ আজ থেকে তিন বছর আগে সেই সময় তাঁর বয়স ছিল 89 বছর ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

দীর্ঘ কেরিয়ারে অগুন্তি সম্মানে ভূষিত হয়েছেন লতা মঙ্গেশকর ৷ 1974 সালে প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে পারফর্ম করার সুযোগ পান ৷ তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 15টি বাংলার চলচ্চিত্র সাংবাদিক সংগঠনের পুরস্কার, সেরা গায়িকা হিসেবে চারটি ফিল্মফেয়ার পুরস্কার, দুটি স্পেশ্য়াল ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার-সহ বহু পুরস্কার পেয়েছেন লতা মঙ্গেশকর ৷ 1989 সালে তিনি পান দাদা সাহেব ফালকে পুরস্কার ৷ দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পান 2001 সালে ৷ 2007 সালে তাঁকে সর্বোচ্চ নাগরিক সম্মান দেয় ফ্রান্স সরকার ৷

আরও পড়ুন: Achivements of Lata Mangeshkar : ফিরে দেখা সুর সম্রাজ্ঞীর মুকুটে রত্নের তালিকা

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.