ETV Bharat / sitara

Dadasaheb Phalke Award 2022: কপিলের বিশ্বকাপজয় রণবীরকে এনে দিল দাদা সাহেব ফালকে পুরস্কার, জিতলেন কৃতিও - Superstar Ranveer Singh and Kriti Sanon have bagged Dadasaheb Phalke International Awards

'83' ও 'মিমি' ছবির সেরা অভিনেতা-অভিনেত্রী হিসাবে দাদাসাহেব ফালকে পুরস্কার জিতে নিলেন যথাক্রমে বলি তারকা রণবীর সিং এবং কৃতি স্যানন (Kriti Sanon Ranveer Singh bag Dadasaheb Phalke Awards for Best Actor)৷ এছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নিলেন মনোজ বাজপেয়ী, কিয়ারা আদবানি, রবিনা ট্যান্ডনরাও ৷

Kriti Ranveer win Dadasaheb Phalke Award
কপিলের বিশ্বকাপজয় রণবীরকে এনে দিল দাদা সাহেব ফালকে পুরস্কার, জিতলেন কৃতিও
author img

By

Published : Feb 21, 2022, 11:33 AM IST

মুম্বই, 21 ফেব্রুয়ারি : রবিবার সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী হিসাবে দাদাসাহেব ফালকে পুরস্কার জিতে নিলেন সুপারস্টার রণবীর সিং এবং কৃতি স্য়ানন ( Superstar Ranveer Singh and Kriti Sanon have bagged Dadasaheb Phalke International Awards)৷ অভিনেতা অভিনেত্রীদের এই চাঁদের হাটে এদিন পুরস্কৃত করা হয় সেরা প্রতিভাদের ৷ একদিকে যেমন রণবীর এই পুরস্কার জিতে নেন তাঁর সাম্প্রতিক ছবি '83'-এর জন্য়, তেমনই 'মিমি' ছবির জন্য় পুরস্কার জিতে নিলেন কৃতি ৷

কমিডি ড্রামা মিমিতে প্রধান চরিত্রে তাঁর অভিনয় এবং পরিশ্রম সম্মান জানিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির পক্ষ থেকে এদিন লেখা হয়, "দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2022-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জেতার জন্য কৃতি সাননকে অভিনন্দন ৷ 'মিমি' ছবিতে আপনার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় সাফল্য় পেয়েছে। টিম DPIFF আপনার ভবিষ্যতের জন্য আপনাকে শুভ কামনা জানায়।"

অন্যদিকে '83' ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করা রণবীর আগেই প্রশংসা কুড়িয়েছিলেন এবার তাঁর ক্যাবিনেটেও যুক্ত হল দাদাসাহেব ফালকে পুরস্কার ৷ একইভাবে তাঁকেও শুভেচ্ছা জানানো হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির পক্ষ থেকে ৷ অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে তারা লেখে, "দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2022-এ সেরা অভিনেতা-এর পুরস্কার জেতার জন্য রণবীর সিংকে অভিনন্দন। আপনার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় ফলপ্রসু হয়েছে। টিম DPIFF আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা জানায় ।"

পুরস্কার বিজেতাদের তালিকা :

1. চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান - আশা পারেখ ৷

2. সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম - 'আরেক রাউন্ড' ৷

3. সেরা পরিচালক - কেন ঘোষ 'স্টেট অফ সিজ: টেম্পল অ্যাটাক'-এর জন্য ।

4.সেরা চিত্রগ্রাহক - জয়কৃষ্ণ গুম্মাদি 'হাসিনা দিলরুবা'র জন্য ৷

5. পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা - 'কাগজ' এর জন্য সতীশ কৌশিক।

6.পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী - 'বেল বটম'-এর জন্য লারা দত্ত ৷

7. নেতিবাচক ভূমিকায় সেরা অভিনেতা - 'অ্যান্টিম: দ্য ফাইনাল ট্রুথ' এর জন্য আয়ুষ শর্মা।

8.পিপলস চয়েস সেরা অভিনেতা- অভিমন্যু দাসানি ৷

9. পিপলস চয়েস সেরা অভিনেত্রী - রাধিকা মদন ৷

10. শ্রেষ্ঠ চলচ্চিত্র - 'শেরশাহ'৷

11.সেরা অভিনেতা - রণবীর সিং, '83'- এর জন্য।

12.সেরা অভিনেত্রী - কৃতি স্যানন, 'মিমি'র জন্য ৷

13.সেরা অভিষেক - 'তড়প'-এর জন্য অহন শেঠি।

14.বছরের সেরা চলচ্চিত্র - 'পুষ্পা: দ্য রাইজ'

15. সেরা ওয়েব সিরিজ - 'ক্যান্ডি'

16. ওয়েব সিরিজের সেরা অভিনেতা - 'দ্য ফ্যামিলি ম্যান 2'-এর জন্য মনোজ বাজপেয়ী ৷

17. ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী - 'আরণ্যক'-এর জন্য রবিনা ট্যান্ডন ।

18. সেরা প্লেব্যাক গায়ক পুরুষ - বিশাল মিশ্র

19. সেরা প্লেব্যাক গায়িকা মহিলা - কণিকা কাপুর

20. সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র - 'পাওলি' ৷

21. বছরের সেরা টেলিভিশন সিরিজ - 'অনুপমা'

22. টেলিভিশন সিরিজের সেরা অভিনেতা- 'কুছ রং পেয়ার কে এমন ভি'-এর জন্য শাহীর শেখ ৷

23. টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী - 'কুণ্ডলী ভাগ্য'-এর জন্য শ্রদ্ধা আর্য ৷

24. টেলিভিশন সিরিজের সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেতা - ধীরাজ ধুপার ৷

25. টেলিভিশন সিরিজের সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেত্রী - রূপালি গঙ্গোপাধ্য়ায় ৷

26. সমালোচকদের মতে সেরা চলচ্চিত্র - 'সর্দার উধম'

আরও পড়ুন: প্রভাব খাটানোর অভিযোগে বাজেয়াপ্ত গাড়ি, ভোটে গৃহবন্দি সোনু সুদ

27. সমালোচকদের বিচারে সেরা অভিনেতা - 'শেরশাহ-এর জন্য সিদ্ধার্থ মালহোত্রা ।

28. সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী - 'শেরশাহ'-এর জন্য কিয়ারা আদবানি ৷

মুম্বই, 21 ফেব্রুয়ারি : রবিবার সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী হিসাবে দাদাসাহেব ফালকে পুরস্কার জিতে নিলেন সুপারস্টার রণবীর সিং এবং কৃতি স্য়ানন ( Superstar Ranveer Singh and Kriti Sanon have bagged Dadasaheb Phalke International Awards)৷ অভিনেতা অভিনেত্রীদের এই চাঁদের হাটে এদিন পুরস্কৃত করা হয় সেরা প্রতিভাদের ৷ একদিকে যেমন রণবীর এই পুরস্কার জিতে নেন তাঁর সাম্প্রতিক ছবি '83'-এর জন্য়, তেমনই 'মিমি' ছবির জন্য় পুরস্কার জিতে নিলেন কৃতি ৷

কমিডি ড্রামা মিমিতে প্রধান চরিত্রে তাঁর অভিনয় এবং পরিশ্রম সম্মান জানিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির পক্ষ থেকে এদিন লেখা হয়, "দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2022-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জেতার জন্য কৃতি সাননকে অভিনন্দন ৷ 'মিমি' ছবিতে আপনার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় সাফল্য় পেয়েছে। টিম DPIFF আপনার ভবিষ্যতের জন্য আপনাকে শুভ কামনা জানায়।"

অন্যদিকে '83' ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করা রণবীর আগেই প্রশংসা কুড়িয়েছিলেন এবার তাঁর ক্যাবিনেটেও যুক্ত হল দাদাসাহেব ফালকে পুরস্কার ৷ একইভাবে তাঁকেও শুভেচ্ছা জানানো হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির পক্ষ থেকে ৷ অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে তারা লেখে, "দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2022-এ সেরা অভিনেতা-এর পুরস্কার জেতার জন্য রণবীর সিংকে অভিনন্দন। আপনার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় ফলপ্রসু হয়েছে। টিম DPIFF আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা জানায় ।"

পুরস্কার বিজেতাদের তালিকা :

1. চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান - আশা পারেখ ৷

2. সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম - 'আরেক রাউন্ড' ৷

3. সেরা পরিচালক - কেন ঘোষ 'স্টেট অফ সিজ: টেম্পল অ্যাটাক'-এর জন্য ।

4.সেরা চিত্রগ্রাহক - জয়কৃষ্ণ গুম্মাদি 'হাসিনা দিলরুবা'র জন্য ৷

5. পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা - 'কাগজ' এর জন্য সতীশ কৌশিক।

6.পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী - 'বেল বটম'-এর জন্য লারা দত্ত ৷

7. নেতিবাচক ভূমিকায় সেরা অভিনেতা - 'অ্যান্টিম: দ্য ফাইনাল ট্রুথ' এর জন্য আয়ুষ শর্মা।

8.পিপলস চয়েস সেরা অভিনেতা- অভিমন্যু দাসানি ৷

9. পিপলস চয়েস সেরা অভিনেত্রী - রাধিকা মদন ৷

10. শ্রেষ্ঠ চলচ্চিত্র - 'শেরশাহ'৷

11.সেরা অভিনেতা - রণবীর সিং, '83'- এর জন্য।

12.সেরা অভিনেত্রী - কৃতি স্যানন, 'মিমি'র জন্য ৷

13.সেরা অভিষেক - 'তড়প'-এর জন্য অহন শেঠি।

14.বছরের সেরা চলচ্চিত্র - 'পুষ্পা: দ্য রাইজ'

15. সেরা ওয়েব সিরিজ - 'ক্যান্ডি'

16. ওয়েব সিরিজের সেরা অভিনেতা - 'দ্য ফ্যামিলি ম্যান 2'-এর জন্য মনোজ বাজপেয়ী ৷

17. ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী - 'আরণ্যক'-এর জন্য রবিনা ট্যান্ডন ।

18. সেরা প্লেব্যাক গায়ক পুরুষ - বিশাল মিশ্র

19. সেরা প্লেব্যাক গায়িকা মহিলা - কণিকা কাপুর

20. সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র - 'পাওলি' ৷

21. বছরের সেরা টেলিভিশন সিরিজ - 'অনুপমা'

22. টেলিভিশন সিরিজের সেরা অভিনেতা- 'কুছ রং পেয়ার কে এমন ভি'-এর জন্য শাহীর শেখ ৷

23. টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী - 'কুণ্ডলী ভাগ্য'-এর জন্য শ্রদ্ধা আর্য ৷

24. টেলিভিশন সিরিজের সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেতা - ধীরাজ ধুপার ৷

25. টেলিভিশন সিরিজের সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেত্রী - রূপালি গঙ্গোপাধ্য়ায় ৷

26. সমালোচকদের মতে সেরা চলচ্চিত্র - 'সর্দার উধম'

আরও পড়ুন: প্রভাব খাটানোর অভিযোগে বাজেয়াপ্ত গাড়ি, ভোটে গৃহবন্দি সোনু সুদ

27. সমালোচকদের বিচারে সেরা অভিনেতা - 'শেরশাহ-এর জন্য সিদ্ধার্থ মালহোত্রা ।

28. সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী - 'শেরশাহ'-এর জন্য কিয়ারা আদবানি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.