ETV Bharat / sitara

পিছল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব - kiff corona

টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, "বিশ্বের চলচ্চিত্র মণ্ডলীর সম্মতি নিয়েই, আমি এই উৎসবের সব স্টেকহোল্ডার ও সিনেপ্রেমীদের জানাচ্ছি যে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই অনুষ্ঠানের দিন পরিবর্তন করা হয়েছে । নভেম্বরের পরিবর্তে অনুষ্ঠান শুরু হবে 2021-এর 8 জানুয়ারি । চলবে 15 জানুয়ারি পর্যন্ত ।"

sdf
xfd
author img

By

Published : Oct 29, 2020, 4:15 PM IST

Updated : Oct 29, 2020, 4:28 PM IST

কলকাতা : 5 নভেম্বর থেকে 26 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে পিছিয়ে গেল এই অনুষ্ঠান । নভেম্বরের পরিবর্তে আগামী বছর জানুয়ারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে । আজ টুইট করে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

প্রথমে ঠিক হয়েছিল, প্রতিবছরের মতো এবছরও নভেম্বরই পালিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । ঠিক ছিল 5 নভেম্বর থেকেই শুরু হবে এই অনুষ্ঠান । চলবে 12 নভেম্বর পর্যন্ত । কিন্তু, বর্তমান পরিস্থিতির জেরে বদলে গিয়েছে সেই ছবি । এছাড়া কোরোনা পরিস্থিতির জেরে অনেকেই ভেবেছিলেন ভার্চুয়াল মাধ্যমে এই উৎসব পালন করা হবে । কিন্তু, চলচ্চিত্র মণ্ডলীর সঙ্গে কথা বলে অনুষ্ঠান জানুয়ারিতে করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী ।

এ প্রসঙ্গে টুইটারে তিনি লেখেন, "বিশ্বের চলচ্চিত্র মণ্ডলীর সম্মতি নিয়েই, আমি এই উৎসবের সব স্টেকহোল্ডার ও সিনেপ্রেমীদের জানাচ্ছি যে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই অনুষ্ঠানের দিন পরিবর্তন করা হয়েছে । নভেম্বরের পরিবর্তে অনুষ্ঠান শুরু হবে 2021-এর 8 জানুয়ারি । চলবে 15 জানুয়ারি পর্যন্ত ।"

  • After receiving global film fraternity's consent, I hereby inform all stakeholders of Kolkata International Film Festival & cine lovers that our festival has been rescheduled, given the current circumstances. It will now be held from Jan 8-15, 2021. Let the preparations begin!

    — Mamata Banerjee (@MamataOfficial) October 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতির মধ্যে চলচ্চিত্র উৎসব করা হলে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে । এমনকী এর মধ্যে দেশ-বিদেশের একাধিক শিল্পীই এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না । তাই ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠান পালন করার পরিবর্তে তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

কলকাতা : 5 নভেম্বর থেকে 26 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে পিছিয়ে গেল এই অনুষ্ঠান । নভেম্বরের পরিবর্তে আগামী বছর জানুয়ারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে । আজ টুইট করে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

প্রথমে ঠিক হয়েছিল, প্রতিবছরের মতো এবছরও নভেম্বরই পালিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । ঠিক ছিল 5 নভেম্বর থেকেই শুরু হবে এই অনুষ্ঠান । চলবে 12 নভেম্বর পর্যন্ত । কিন্তু, বর্তমান পরিস্থিতির জেরে বদলে গিয়েছে সেই ছবি । এছাড়া কোরোনা পরিস্থিতির জেরে অনেকেই ভেবেছিলেন ভার্চুয়াল মাধ্যমে এই উৎসব পালন করা হবে । কিন্তু, চলচ্চিত্র মণ্ডলীর সঙ্গে কথা বলে অনুষ্ঠান জানুয়ারিতে করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী ।

এ প্রসঙ্গে টুইটারে তিনি লেখেন, "বিশ্বের চলচ্চিত্র মণ্ডলীর সম্মতি নিয়েই, আমি এই উৎসবের সব স্টেকহোল্ডার ও সিনেপ্রেমীদের জানাচ্ছি যে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই অনুষ্ঠানের দিন পরিবর্তন করা হয়েছে । নভেম্বরের পরিবর্তে অনুষ্ঠান শুরু হবে 2021-এর 8 জানুয়ারি । চলবে 15 জানুয়ারি পর্যন্ত ।"

  • After receiving global film fraternity's consent, I hereby inform all stakeholders of Kolkata International Film Festival & cine lovers that our festival has been rescheduled, given the current circumstances. It will now be held from Jan 8-15, 2021. Let the preparations begin!

    — Mamata Banerjee (@MamataOfficial) October 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতির মধ্যে চলচ্চিত্র উৎসব করা হলে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে । এমনকী এর মধ্যে দেশ-বিদেশের একাধিক শিল্পীই এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না । তাই ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠান পালন করার পরিবর্তে তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Last Updated : Oct 29, 2020, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.