ETV Bharat / sitara

EXCLUSIVE : কান চলচ্চিত্র উৎসবে কলকাতার মেয়ে - কান চলচ্চিত্র উৎসব

কলকাতা থেকে কান চলচ্চিত্র উৎসবে পাড়ি দিয়েছেন এই বঙ্গতনয়া। কেন জানেন কি?

শ্রীময়ী চক্রবর্তী
author img

By

Published : May 20, 2019, 2:21 PM IST

Updated : May 20, 2019, 3:25 PM IST

ফ্রান্স এবং কলকাতা : লন্ডনে পাড়ি দিয়েছেন অনেকবছর আগেই। গিয়েছিলেন ইকোনমিক্স পড়তে। তারপর সেখানে থেকে যান। স্বপ্ন ছিল বড় কিছু করার। লন্ডনে নিজের রেস্তরাঁ খোলেন দক্ষিণ কলকাতার এই মেয়ে। নাম তাঁর শ্রীময়ী চক্রবর্তী। রেস্টুরেন্টের নাম দেন 'ক্যালকাটা স্ট্রিট'। বাঙালি খাবার পাওয়া যায় সেখানে। লন্ডনের জমিতে এক চিলতে কলকাতা গড়ে তুললেন বছর ২৫-এর এই নারী।

কিন্তু এত কথা এখানে বলার কারণ কী? কারণ অবশ্যই আছে। শ্রীময়ী এখন তাঁর দ্বিতীয় লক্ষ্য পূরণের দিকে এগোচ্ছেন। তিনি এখন কান চলচ্চিত্র উৎসবে ছবি কিনতে গেছেন। মিটিং করছেন সোনম কাপুরদের সঙ্গে। জুলাই মাসেই আসতে চলেছে তাঁর ওয়েব প্লাটফর্ম 'লাইভট্রি'। যেখানে দেখানো হবে বিভিন্ন ধরনের ছবি, অনেকটা অ্যামাজ়ন এবং নেটফ্লিক্সের মতো। যেখানে দীপিকা, সোনাম, ঐশ্বরিয়ার মতো হেভি ওয়েট সেলেবরা নিজেদের ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করতে গেছেন, সেখানে বাংলার এই এক চিলতে মেয়ে আরও বড় স্বপ্নকে সত্যি করার লক্ষ্যে পৌঁছেছেন সেখানে। কানে পৌঁছে ETV ভারতের প্রতিনিধির সঙ্গে তাঁর স্বপ্নের কথা শেয়ার করলেন শ্রীময়ী।

  • ETV Bharat : অনেকদিন পর কথা বলে ভালো লাগছে, কেমন আছেন?
  • শ্রীময়ী চক্রবর্তী : ভীষণ ভালো। আশা করি আপনারাও সবাই ভাল আছেন। এইমাত্র এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরেছি। গন্তব্য কান চলচ্চিত্র উৎসব।
  • ETV ভারত : কান! অনেকটা স্বপ্নের মতো শোনাচ্ছে...
  • শ্রীময়ী চক্রবর্তী : আমার কাছেও এটা স্বপ্নের থেকে কম নয়। স্বপ্নের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি।
    শ্রীময়ী চক্রবর্তী
    ছবি সৌজন্যে শ্রীময়ী চক্রবর্তী
  • ETV ভারত: কানে কী কাজ আছে?
  • শ্রীময়ী চক্রবর্তী : একটা প্রেজ়েন্টেশন করব। আমাদের একটা ডিজিটাল প্লাটফর্মে আসছে 'লাইভট্রি'। এটা একটা স্ট্রিমিং প্লাটফর্ম। নেটফ্লিক্সের মতো। জুলাই মাসে লঞ্চ করবে। আমরা কানে ছবি কিনতে এসেছি। তাই অনেক ছবি দেখতে হবে কানে।
  • ETV ভারত: আপনি তো রেস্তরাঁ নিয়ে ব্যস্ত ছিলেন। চলচ্চিত্রের প্রতি আগ্রহ কবে থেকে হল?
  • শ্রীময়ী চক্রবর্তী : আমি আগে ডিজ়নি ইন্ডিয়ার সঙ্গে কাজ করেছি। তারপর ঠিক করলাম লাইভট্রি করব। একমাস এই কাজের সঙ্গে যুক্ত আছি।
  • ETV ভারত : এই নতুন রোল কতটা উপভোগ করছেন?
  • শ্রীময়ী চক্রবর্তী : দারুণ লাগছে। খুব এনজয় করছি। আমরা এটা ভারতেও লঞ্চ করছি। আমাদের জুলাইতে একটা ফিল্ম ফেস্টিভ্যালও হবে। সেটা হবে ডিসেন্ট্রালাইজ়়ড ফিল্ম ফেস্টিভ্যাল। এখানে দর্শকই সেরা ছবিকে ভোট করতে পারবেন। এর সঙ্গে আমরা ছবিও বানাব। আমরা একটা ছবি বানানোর কথাও ভাবছি। তারপর আমরা টিভি শো ফরম্যাটও নিয়ে আসব। সেগুলো হবে তিনটে এপিসোডে। যেমন ড্রাগন্স ডেন। কমিউনিটির উপর ভিত্তি করে সবটা হবে।
    শ্রীময়ী চক্রবর্তী
    ছবি সৌজন্যে শ্রীময়ী চক্রবর্তী
  • ETV ভারত : আমরা সবাই দেখি ভারতের চলচ্চিত্র জগতের নামীদামী অভিনেত্রীরা কান চলচ্চিত্র উৎসবে যান। আপনিও যাচ্ছেন। সেদিক থেকে দেখতে গেলে আপনার অনুভূতি কী?
  • শ্রীময়ী চক্রবর্তী : অভিনেত্রীরা তাঁদের ব্র্যান্ড কে প্রতিনিধিত্ব করে। ফেস্টিভাল যে কারণে হয়, সেগুলোর সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। ফেষ্টিভাল এর আসল উদ্দেশ্য ছবি কেনা, বিক্রি করা। অনেক বছর আগে ঐশ্বর্য রাইয়ের একটি ছবি কানে মনোনীত হয়েছিল 'দেবদাস'। তারপর সোনম, দীপিকার মতো অভিনেত্রীরা সকলেই ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করতে যান। যেগুলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাঁরা। তাঁরা যান ফ্যাশনের জন্য। আমি যাচ্ছি অন্য কারণে। পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে কথা বলতে। এটা ভেবেই দারুণ অনুভূতি হচ্ছে আমার। আমি খুব এক্সাইটেড। ইটস আ ড্রিম কামস ট্রু।
    শ্রীময়ী চক্রবর্তী
    ছবি সৌজন্যে শ্রীময়ী চক্রবর্তী
  • ETV ভারত : ভারতীয় কোনও ছবির প্রযোজনা করার ইচ্ছে আছে?
  • শ্রীময়ী চক্রবর্তী : হ্যাঁ, করতে পারি। কারণ আমরা ভাইস ইন্ডিয়ার সঙ্গে যুক্ত। আমরা ভোডাফোন ইন্ডিয়ার সঙ্গেও কথা বলছি। অনেক তথ্যচিত্র নির্মাতাদের সঙ্গে দেখা করছি। পন্ডিত রবি শংকরের ডকুমেন্টারি, যে ডকুমেন্টারিটা গত বছর অস্কারের জন্য মনোনীত হয়েছে, দেখা করেছি তাঁদের সঙ্গেও। আমাদের ফোকাস আর্ট হাউস ফিল্ম। নন মেইনস্ট্রিম। এবং ভালো চলচ্চিত্র।
  • ETV ভারত : খুব কম বয়সে নিজেকে একজন বিজ়নেসম্যান হিসেবে তৈরি করেছেন, এবার চলচ্চিত্র। কতটা আশাবাদী?
  • শ্রীময়ী চক্রবর্তী : আমি এই মুহূর্তে এটাই চাই, আমাদের লাইভট্রি যেন খুব সাফল্য অর্জন করে। আর পৃথিবী জুড়ে যেন এর দর্শক তৈরি হয়। ছবি দেখার পাশাপাশি আমরা দর্শককে ছবিতে অর্থ লগ্নি করারও সুযোগ করে দিচ্ছি। আমাদের প্ল্যাটফর্মে একটা ক্রাউডফান্ডিং এলিমেন্ট আছে। যে কেউ এসে ছবিতে অর্থ লগ্নি করতে পারেন এবং সেই ছবির অংশীদার হতে পারেন। বলতে চাইছি, আর্থিকভাবে লাভবান হওয়া যাবে। আর এই কারণেই নেটফ্লিক্স এবং অ্যামাজ়নের থেকে আমাদের প্ল্যাটফর্ম আলাদা।
    শ্রীময়ী চক্রবর্তী
    ছবি সৌজন্যে শ্রীময়ী চক্রবর্তী
  • ETV ভারত : কতদিন থাকছেন কানে?
  • শ্রীময়ী চক্রবর্তী : সামনের বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার সকালে কান থেকে রওনা দেব। আশা করি আমার এই যাত্রা সফল হবে।
  • ETV ভারত : নিশ্চয়ই। অল দ্যা বেস্ট...
  • শ্রীময়ী চক্রবর্তী : অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
    শ্রীময়ী চক্রবর্তী
    ছবি সৌজন্যে শ্রীময়ী চক্রবর্তী

ফ্রান্স এবং কলকাতা : লন্ডনে পাড়ি দিয়েছেন অনেকবছর আগেই। গিয়েছিলেন ইকোনমিক্স পড়তে। তারপর সেখানে থেকে যান। স্বপ্ন ছিল বড় কিছু করার। লন্ডনে নিজের রেস্তরাঁ খোলেন দক্ষিণ কলকাতার এই মেয়ে। নাম তাঁর শ্রীময়ী চক্রবর্তী। রেস্টুরেন্টের নাম দেন 'ক্যালকাটা স্ট্রিট'। বাঙালি খাবার পাওয়া যায় সেখানে। লন্ডনের জমিতে এক চিলতে কলকাতা গড়ে তুললেন বছর ২৫-এর এই নারী।

কিন্তু এত কথা এখানে বলার কারণ কী? কারণ অবশ্যই আছে। শ্রীময়ী এখন তাঁর দ্বিতীয় লক্ষ্য পূরণের দিকে এগোচ্ছেন। তিনি এখন কান চলচ্চিত্র উৎসবে ছবি কিনতে গেছেন। মিটিং করছেন সোনম কাপুরদের সঙ্গে। জুলাই মাসেই আসতে চলেছে তাঁর ওয়েব প্লাটফর্ম 'লাইভট্রি'। যেখানে দেখানো হবে বিভিন্ন ধরনের ছবি, অনেকটা অ্যামাজ়ন এবং নেটফ্লিক্সের মতো। যেখানে দীপিকা, সোনাম, ঐশ্বরিয়ার মতো হেভি ওয়েট সেলেবরা নিজেদের ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করতে গেছেন, সেখানে বাংলার এই এক চিলতে মেয়ে আরও বড় স্বপ্নকে সত্যি করার লক্ষ্যে পৌঁছেছেন সেখানে। কানে পৌঁছে ETV ভারতের প্রতিনিধির সঙ্গে তাঁর স্বপ্নের কথা শেয়ার করলেন শ্রীময়ী।

  • ETV Bharat : অনেকদিন পর কথা বলে ভালো লাগছে, কেমন আছেন?
  • শ্রীময়ী চক্রবর্তী : ভীষণ ভালো। আশা করি আপনারাও সবাই ভাল আছেন। এইমাত্র এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরেছি। গন্তব্য কান চলচ্চিত্র উৎসব।
  • ETV ভারত : কান! অনেকটা স্বপ্নের মতো শোনাচ্ছে...
  • শ্রীময়ী চক্রবর্তী : আমার কাছেও এটা স্বপ্নের থেকে কম নয়। স্বপ্নের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি।
    শ্রীময়ী চক্রবর্তী
    ছবি সৌজন্যে শ্রীময়ী চক্রবর্তী
  • ETV ভারত: কানে কী কাজ আছে?
  • শ্রীময়ী চক্রবর্তী : একটা প্রেজ়েন্টেশন করব। আমাদের একটা ডিজিটাল প্লাটফর্মে আসছে 'লাইভট্রি'। এটা একটা স্ট্রিমিং প্লাটফর্ম। নেটফ্লিক্সের মতো। জুলাই মাসে লঞ্চ করবে। আমরা কানে ছবি কিনতে এসেছি। তাই অনেক ছবি দেখতে হবে কানে।
  • ETV ভারত: আপনি তো রেস্তরাঁ নিয়ে ব্যস্ত ছিলেন। চলচ্চিত্রের প্রতি আগ্রহ কবে থেকে হল?
  • শ্রীময়ী চক্রবর্তী : আমি আগে ডিজ়নি ইন্ডিয়ার সঙ্গে কাজ করেছি। তারপর ঠিক করলাম লাইভট্রি করব। একমাস এই কাজের সঙ্গে যুক্ত আছি।
  • ETV ভারত : এই নতুন রোল কতটা উপভোগ করছেন?
  • শ্রীময়ী চক্রবর্তী : দারুণ লাগছে। খুব এনজয় করছি। আমরা এটা ভারতেও লঞ্চ করছি। আমাদের জুলাইতে একটা ফিল্ম ফেস্টিভ্যালও হবে। সেটা হবে ডিসেন্ট্রালাইজ়়ড ফিল্ম ফেস্টিভ্যাল। এখানে দর্শকই সেরা ছবিকে ভোট করতে পারবেন। এর সঙ্গে আমরা ছবিও বানাব। আমরা একটা ছবি বানানোর কথাও ভাবছি। তারপর আমরা টিভি শো ফরম্যাটও নিয়ে আসব। সেগুলো হবে তিনটে এপিসোডে। যেমন ড্রাগন্স ডেন। কমিউনিটির উপর ভিত্তি করে সবটা হবে।
    শ্রীময়ী চক্রবর্তী
    ছবি সৌজন্যে শ্রীময়ী চক্রবর্তী
  • ETV ভারত : আমরা সবাই দেখি ভারতের চলচ্চিত্র জগতের নামীদামী অভিনেত্রীরা কান চলচ্চিত্র উৎসবে যান। আপনিও যাচ্ছেন। সেদিক থেকে দেখতে গেলে আপনার অনুভূতি কী?
  • শ্রীময়ী চক্রবর্তী : অভিনেত্রীরা তাঁদের ব্র্যান্ড কে প্রতিনিধিত্ব করে। ফেস্টিভাল যে কারণে হয়, সেগুলোর সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। ফেষ্টিভাল এর আসল উদ্দেশ্য ছবি কেনা, বিক্রি করা। অনেক বছর আগে ঐশ্বর্য রাইয়ের একটি ছবি কানে মনোনীত হয়েছিল 'দেবদাস'। তারপর সোনম, দীপিকার মতো অভিনেত্রীরা সকলেই ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করতে যান। যেগুলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাঁরা। তাঁরা যান ফ্যাশনের জন্য। আমি যাচ্ছি অন্য কারণে। পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে কথা বলতে। এটা ভেবেই দারুণ অনুভূতি হচ্ছে আমার। আমি খুব এক্সাইটেড। ইটস আ ড্রিম কামস ট্রু।
    শ্রীময়ী চক্রবর্তী
    ছবি সৌজন্যে শ্রীময়ী চক্রবর্তী
  • ETV ভারত : ভারতীয় কোনও ছবির প্রযোজনা করার ইচ্ছে আছে?
  • শ্রীময়ী চক্রবর্তী : হ্যাঁ, করতে পারি। কারণ আমরা ভাইস ইন্ডিয়ার সঙ্গে যুক্ত। আমরা ভোডাফোন ইন্ডিয়ার সঙ্গেও কথা বলছি। অনেক তথ্যচিত্র নির্মাতাদের সঙ্গে দেখা করছি। পন্ডিত রবি শংকরের ডকুমেন্টারি, যে ডকুমেন্টারিটা গত বছর অস্কারের জন্য মনোনীত হয়েছে, দেখা করেছি তাঁদের সঙ্গেও। আমাদের ফোকাস আর্ট হাউস ফিল্ম। নন মেইনস্ট্রিম। এবং ভালো চলচ্চিত্র।
  • ETV ভারত : খুব কম বয়সে নিজেকে একজন বিজ়নেসম্যান হিসেবে তৈরি করেছেন, এবার চলচ্চিত্র। কতটা আশাবাদী?
  • শ্রীময়ী চক্রবর্তী : আমি এই মুহূর্তে এটাই চাই, আমাদের লাইভট্রি যেন খুব সাফল্য অর্জন করে। আর পৃথিবী জুড়ে যেন এর দর্শক তৈরি হয়। ছবি দেখার পাশাপাশি আমরা দর্শককে ছবিতে অর্থ লগ্নি করারও সুযোগ করে দিচ্ছি। আমাদের প্ল্যাটফর্মে একটা ক্রাউডফান্ডিং এলিমেন্ট আছে। যে কেউ এসে ছবিতে অর্থ লগ্নি করতে পারেন এবং সেই ছবির অংশীদার হতে পারেন। বলতে চাইছি, আর্থিকভাবে লাভবান হওয়া যাবে। আর এই কারণেই নেটফ্লিক্স এবং অ্যামাজ়নের থেকে আমাদের প্ল্যাটফর্ম আলাদা।
    শ্রীময়ী চক্রবর্তী
    ছবি সৌজন্যে শ্রীময়ী চক্রবর্তী
  • ETV ভারত : কতদিন থাকছেন কানে?
  • শ্রীময়ী চক্রবর্তী : সামনের বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার সকালে কান থেকে রওনা দেব। আশা করি আমার এই যাত্রা সফল হবে।
  • ETV ভারত : নিশ্চয়ই। অল দ্যা বেস্ট...
  • শ্রীময়ী চক্রবর্তী : অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
    শ্রীময়ী চক্রবর্তী
    ছবি সৌজন্যে শ্রীময়ী চক্রবর্তী
Intro:কান এবং কলকাতা : লন্ডনে পাড়ি দিয়েছেন অনেকবছর আগেই। গিয়েছিলেন ইকোনমিক্স পড়তে। তারপর সেখান থেকে যান। স্বপ্ন ছিল বড় কিছু করার। লন্ডনে নিজের রেস্তরাঁ খোলেন দক্ষিণ কলকাতার এই মেয়ে। নাম তাঁর শ্রীময়ী চক্রবর্তী। রেস্টুরেন্ট নাম দেন ক্যালকাটা স্ট্রিট। বাঙালি খাবার পাওয়া যায় সেখানে। লন্ডনের জমিতে এক চিলতে কলকাতা গড়ে তুললেন বছর ২৫শের এই নারী। তারপর তৈরি করলেন আর একটি রেস্তরাঁ। রেস্তরাঁ চেইনের মালিক এখন শ্রীময়ী।


Body:কিন্তু এত কথা এখানে বলার কারণ কী? কারণ অবশ্যই আছে। শ্রীময়ী এখন তাঁর দ্বিতীয় লক্ষ্য পূরণে। তিনি এখন কান চলচ্চিত্র উৎসবে ছবি কিনতে গেছেন। মিটিং করছেন সোনম কাপুরদের। জুলাই মাসেই আসতে চলেছে তাঁর ওয়েব প্লাটফর্ম লাইভট্রি। যেখানে দেখানো হবে বিভিন্ন ধরনের ছবি অনেকটা অ্যামাজন এবং নেটফ্লিক্সের মতো। যেখানে দীপিকা, সোনাম, ঐশ্বরিয়ার মতো হেভি ওয়েট সেলেবরা নিজেদের ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করতে গেছেন, সেখানে বাংলার এই এক চিলতে মেয়ে আরও বড় স্বপ্নকে সত্যি করার লক্ষ্যে। কানে পৌঁছে ETV Bharat'র প্রতিনিধির সঙ্গে তার স্বপ্নের কথা শেয়ার করলেন শ্রীময়ী। সাক্ষাৎকারের পুরোটাই আপনাদের জন্য :

ETV Bharat : অনেকদিন পর কথা বলে ভালো লাগছে, কেমন আছেন?
শ্রীময়ী চক্রবর্তী : ভীষণ ভালো। আশা করি আপনারাও সবাই ভাল আছেন। এইমাত্র এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরেছি। গন্তব্য কান চলচ্চিত্র উৎসব।

ETV Bharat : কান! অনেকটা স্বপ্নের মতো শোনাচ্ছে...
শ্রীময়ী চক্রবর্তী : আমার কাছেও এটা স্বপ্নের থেকে কম নয়। স্বপ্নের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি।

ETV Bharat : কানে কী কাজ আছে?
শ্রীময়ী চক্রবর্তী : একটা প্রেজেন্টেশন করব। আমাদের একটা ডিজিটাল প্লাটফর্মে আসছে লাইভট্রি। এটা একটা স্ট্রিমিং প্লাটফর্ম। নেটফ্লিক্সের মতো। জুলাই মাসে লঞ্চ করবে। আমরা কানি মুভি কিনতে এসেছি। তাই অনেক ছবি দেখতে হবে কানে।

ETV Bharat : আপনি তো রেস্তরাঁ নিয়ে ব্যস্ত ছিলেন। চলচ্চিত্রের প্রতি আগ্রহ কবে থেকে হল?
শ্রীময়ী চক্রবর্তী : আমি আগের ডিজনি ইন্ডিয়ার সঙ্গে কাজ করেছি। ফুটে যাওয়ার আগে আমি ফিল্মে খুব আগ্রহ পেতাম। তারপর ঠিক করলাম লাইভট্রি করব। একমাসেই কাজের সঙ্গে যুক্ত আছি।

ETV Bharat : এই নতুন রোল কতটা উপভোগ করছেন?
শ্রীময়ী চক্রবর্তী : দারুণ লাগছে। খুব এনজয় করছি। আমরা এটা ভারতেও লঞ্চ করছি। আমাদের জুলাইতে একটা ফিল্ম ফেস্টিভ্যালও হবে। সেটা ডিসেন্ট্রালাইজড ফিল্ম ফেস্টিভ্যাল। এখানে দর্শকরাই সেরা ছবিকে ভোট করতে পারবেন। এর সঙ্গে আমরা ছবিও বানাব। আমরা একটা ছবি বানানোর কথাও ভাবছি। তারপর আমরা টিভি শো ফরম্যাটও নিয়ে আসব। সেগুলো হবে তিনটে এপিসোডে। যেমন ড্রাগন্স ডেন। কমিউনিটির উপর ভিত্তি করে সবটা হবে।

ETV Bharat : আমরা সবাই দেখি ভারতের চলচ্চিত্র জগতের নামীদামী অভিনেত্রীরা কান চলচ্চিত্র উৎসবে যান। আপনিও যাচ্ছেন। সেদিক থেকে দেখতে গেলে আপনার অনুভূতি কী?
শ্রীময়ী চক্রবর্তী : অভিনেত্রীরা তাঁদের ব্র্যান্ড কে প্রতিনিধিত্ব করে। ফেস্টিভাল যে কারণে হয়, সেগুলোর সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। ফেষ্টিভেল এর আসল উদ্দেশ্য ছবি কেনা, বিক্রি করা। অনেক বছর আগে ঐশ্বর্য রাইয়ের একটি ছবি কানে মনোনীত হয়েছিল দেবদাস। তারপর সোনম, দীপিকার মতো অভিনেত্রীরা সকলেই ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করতে যান। সেইসব ব্র্যান্ডকে যেগুলির তাঁরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাঁরা যেন ফ্যাশনের জন্য। আমি যাচ্ছি অন্য কারণে। পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে কথা বলতে। এটা ভেবেই দারুণ অনুভূতি হচ্ছে আমার। আমি খুব এক্সাইটেড। ইটস আ ড্রিম কাম ট্রু।

ETV Bharat : ভারতীয় কোনও ছবির প্রযোজনা করার ইচ্ছে আছে?
শ্রীময়ী চক্রবর্তী : হ্যাঁ, করতে পারি। কারণ আমরা ভাইস ইন্ডিয়ার সঙ্গে যুক্ত। আমরা ভোডাফোন ইন্ডিয়ার সঙ্গেও কথা বলছি। অনেক তথ্যচিত্র নির্মাতাদের সঙ্গে দেখা করছি। পন্ডিত রবি শংকরের ডকুমেন্টারি, যে ডকুমেন্টারিটা গত বছর অস্কারের জন্য মনোনীত হয়েছে, দেখা করেছি তাঁদের সঙ্গেও। আমাদের ফোকাস আর্ট হাউস ফিল্ম। নন মেইনস্ট্রিম। এবং ভালো চলচ্চিত্র।

ETV Bharat : খুব কম বয়সে নিজেকে একজন বিজনেসম্যান হিসেবে তৈরি করেছেন, এবার চলচ্চিত্র। কতটা আশাবাদী?
শ্রীময়ী চক্রবর্তী : আমি এই মুহূর্তে এটাই চাই, আমাদের লাইফট্রি যেন খুব সাফল্য অর্জন করে। আর পৃথিবী জুড়ে যেন এর দর্শক তৈরি হয়। ছবি দেখার পাশাপাশি আমরা দর্শকদের ছবিতে অর্থ লগ্নি করারও সুযোগ করে দিচ্ছি। আমাদের প্লাটফর্মে একটা ক্রাউডফান্ডিং এলিমেন্ট আছে। যে কেউ এসে ছবিতে অর্থ লগ্নি করতে পারেন এবং সেই ছবির অংশীদার হতে পারেন। বলতে চাইছি, আর্থিকভাবে লাভবান হওয়া যাবে। আর এই কারণেই নেটফ্লিক্স এবং অ্যামাজনের থেকে আমাদের প্লাটফর্ম আলাদা।



ETV Bharat :
শ্রীময়ী চক্রবর্তী :

ETV Bharat :
শ্রীময়ী চক্রবর্তী :

ETV Bharat :
শ্রীময়ী চক্রবর্তী :


Conclusion:ETV Bharat : কতদিন থাকছেন কানে?
শ্রীময়ী চক্রবর্তী : সামনের বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার সকালে কান থেকে রওনা দেব। আশা করি আমার এই যাত্রা সফল হবে।

ETV Bharat : নিশ্চয়ই। অল দ্যা বেস্ট...
শ্রীময়ী চক্রবর্তী : অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
Last Updated : May 20, 2019, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.