ETV Bharat / sitara

Kim Sharma's Disney day out with Leander Paes: লিয়েন্ডারের সঙ্গে ডিজনি ডে আউটে কিম - ডিজনি পার্কে লিয়েন্ডার কিম

আমেরিকায় ছুটি কাটাচ্ছেন লিয়েন্ডার পেজ ও কিম শর্মা (Kim Sharma's Disney day out with Leander Paes) ৷ তাঁদের ডিজনি ডে আউটের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (kim sharma leander paes us vacation)৷

kim-sharmas-disney-day-out-with-leander-paes see pics videos
লিয়েন্ডারের সঙ্গে ডিজনি ডে আউটে কিম
author img

By

Published : Jan 16, 2022, 4:45 PM IST

হায়দরাবাদ, 16 জানুয়ারি: অভিনেত্রী কিম শর্মা (Kim Sharma's Disney day out with Leander Paes) ও প্রাক্তন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের প্রেমের সম্পর্ক এখন আর কারও অজানা নয় ৷ মাঝে মধ্যেই তাঁদের ডেটিং-এর মিষ্টি সব ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন তাঁরা ৷ নতুন বছরকেও একসঙ্গে স্বাগত জানিয়েছেন ৷ আর এখন আমেরিকায় ছুটি কাটাচ্ছে এই জুটি (kim sharma leander paes us vacation) ৷ তাঁদের চুটিয়ে আনন্দ উপভোগ করার কিছু ছবি ও ভিডিয়ো ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী ৷

রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিয়েন্ডারের সঙ্গে ম্যাজিক কিংডম পার্কে (kim sharma leander paes at disney park) বেড়ানোর ছবি পোস্ট করেছেন কিম শর্মা ৷ কালো টি-শার্ট, সাদা ট্র্যাক প্যান্ট ও স্নিকার পরে ডিজনি ডে আউটে যান তিনি ৷ ছবিতেই স্পষ্ট যে বাঁধভাঙা উচ্ছ্বাসে একান্ত মুহূর্ত সেলিব্রেট করছে এই তারকা জুটি ৷ পোস্টের ক্যাপশনে কিম লিখেছেন, "ডিজনি ডে ৷" পোস্টটি লিয়েন্ডারকে ট্যাগ করেছেন তিনি ৷

আরও পড়ুন: Leander-Kim: লিয়েন্ডারের সঙ্গে প্রেমের ঘোষণা কিম শর্মার ?

গত সেপ্টেম্বর মাসে তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করেন 41 বছরের কিম ও 48-এর লিয়েন্ডার (kim sharma leander paes latest news) ৷ অবশ্য তার আগে থেকেই তাঁদের মিষ্টি মধুর প্রেম নিয়ে জোর চর্চা চলছিল বিনোদনের জগতে ৷ জল্পনা যে সত্যি, তা বুঝিয়ে দেন স্বয়ং অভিনেত্রী ৷

2000 সালে শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের ফিল্ম মহব্বতেঁ-তে অভিষেক হয় কিম শর্মার (Disney day out with Leander Paes) ৷ এরপর তাঁকে দেখা যায় ফিদা ও তাজ মহল: দ্য ইটারনাল লাভ স্টোরিতে ৷ এক সময়ে যুবরাজ সিং-এর সঙ্গে কিমের সম্পর্কের রসায়ন নিয়ে জল্পনা ছড়ায় বলিউডে ৷ শোনা গিয়েছিল, কিমকে পছন্দ ছিল না যুবির মায়ের ৷ দু'জনের সম্পর্ক নাকি সেই কারণেই ভেঙে যায় ৷ কিছুদিন হর্ষবর্ধন রাণের (Harshvardhan Rane) সঙ্গেও দেখা গিয়েছিল কিমকে ৷ সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি ৷

আরও পড়ুন: Leander Paes : এবার ডিনার ডেট, কিমের সঙ্গে সম্পর্কে সিলমোহর লিয়েন্ডারের ?

অপরদিকে, বিনোদন জগতে যুক্ত কারও সঙ্গে লিয়েন্ডারের সম্পর্ক অবশ্য এই প্রথম নয় ৷ মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে 2005 সাল থেকে লিভ ইন সম্পর্কে ছিলেন লি ৷ দু‘জনের একটি মেয়েও রয়েছে ৷ তবে লি-রিয়ার সম্পর্ক অনেকদিন আগেই ভেঙে যায় ৷

হায়দরাবাদ, 16 জানুয়ারি: অভিনেত্রী কিম শর্মা (Kim Sharma's Disney day out with Leander Paes) ও প্রাক্তন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের প্রেমের সম্পর্ক এখন আর কারও অজানা নয় ৷ মাঝে মধ্যেই তাঁদের ডেটিং-এর মিষ্টি সব ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন তাঁরা ৷ নতুন বছরকেও একসঙ্গে স্বাগত জানিয়েছেন ৷ আর এখন আমেরিকায় ছুটি কাটাচ্ছে এই জুটি (kim sharma leander paes us vacation) ৷ তাঁদের চুটিয়ে আনন্দ উপভোগ করার কিছু ছবি ও ভিডিয়ো ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী ৷

রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিয়েন্ডারের সঙ্গে ম্যাজিক কিংডম পার্কে (kim sharma leander paes at disney park) বেড়ানোর ছবি পোস্ট করেছেন কিম শর্মা ৷ কালো টি-শার্ট, সাদা ট্র্যাক প্যান্ট ও স্নিকার পরে ডিজনি ডে আউটে যান তিনি ৷ ছবিতেই স্পষ্ট যে বাঁধভাঙা উচ্ছ্বাসে একান্ত মুহূর্ত সেলিব্রেট করছে এই তারকা জুটি ৷ পোস্টের ক্যাপশনে কিম লিখেছেন, "ডিজনি ডে ৷" পোস্টটি লিয়েন্ডারকে ট্যাগ করেছেন তিনি ৷

আরও পড়ুন: Leander-Kim: লিয়েন্ডারের সঙ্গে প্রেমের ঘোষণা কিম শর্মার ?

গত সেপ্টেম্বর মাসে তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করেন 41 বছরের কিম ও 48-এর লিয়েন্ডার (kim sharma leander paes latest news) ৷ অবশ্য তার আগে থেকেই তাঁদের মিষ্টি মধুর প্রেম নিয়ে জোর চর্চা চলছিল বিনোদনের জগতে ৷ জল্পনা যে সত্যি, তা বুঝিয়ে দেন স্বয়ং অভিনেত্রী ৷

2000 সালে শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের ফিল্ম মহব্বতেঁ-তে অভিষেক হয় কিম শর্মার (Disney day out with Leander Paes) ৷ এরপর তাঁকে দেখা যায় ফিদা ও তাজ মহল: দ্য ইটারনাল লাভ স্টোরিতে ৷ এক সময়ে যুবরাজ সিং-এর সঙ্গে কিমের সম্পর্কের রসায়ন নিয়ে জল্পনা ছড়ায় বলিউডে ৷ শোনা গিয়েছিল, কিমকে পছন্দ ছিল না যুবির মায়ের ৷ দু'জনের সম্পর্ক নাকি সেই কারণেই ভেঙে যায় ৷ কিছুদিন হর্ষবর্ধন রাণের (Harshvardhan Rane) সঙ্গেও দেখা গিয়েছিল কিমকে ৷ সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি ৷

আরও পড়ুন: Leander Paes : এবার ডিনার ডেট, কিমের সঙ্গে সম্পর্কে সিলমোহর লিয়েন্ডারের ?

অপরদিকে, বিনোদন জগতে যুক্ত কারও সঙ্গে লিয়েন্ডারের সম্পর্ক অবশ্য এই প্রথম নয় ৷ মডেল রিয়া পিল্লাইয়ের সঙ্গে 2005 সাল থেকে লিভ ইন সম্পর্কে ছিলেন লি ৷ দু‘জনের একটি মেয়েও রয়েছে ৷ তবে লি-রিয়ার সম্পর্ক অনেকদিন আগেই ভেঙে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.