কলকাতা, 11 জানুয়ারি : কোরোনা পরিস্থিতিতে অনেকেই হলে গিয়ে সিনেমা দেখছেন না । এই সুযোগে জনপ্রিয়তা বেড়েছে ওটিটি প্লাটফর্মগুলির । তাই রবিবাসরীয় সিনে আড্ডার বিষয় ছিল -ডিজিটাল প্ল্যাটফর্ম বদলে দিচ্ছে সিনেমার ভাষা।
আড্ডাটি আয়োজন করা হয় রবীন্দ্রসদনের একতারা মঞ্চে । সঞ্চালনায় ছিলেন অভিনেতা সৌরভ দাস । সিনেমা হলের পক্ষে বক্তব্য রাখেন আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ঋদ্ধি সেন, অরিজিৎ দত্ত, হরনাথ চক্রবর্তী ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় । ডিজিটাল প্ল্যাটফর্মের পক্ষে বক্তব্য রাখেন অনিন্দিতা বোস, ঈশা সাহা, ঋতব্রত মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র ও সৌরভ চক্রবর্তী।
ওটিটি-র পক্ষে যাঁরা বক্তব্য রাখেন তাঁদের যুক্তি, অন্য অনেক কিছুর মতোই সিনেমার ক্ষেত্রেও অবধারিত পরিবর্তন এসেছে । সময়ের সঙ্গে বদলেছে বিনোদনের মাধ্যমও । সিনেমা হল, টিভি, ডিভিডি, সি ডি ছাপিয়ে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে ডিজিটাল স্ট্রিমিং বা ওটিটি প্লাটফর্ম। পৃথিবীর যে কোনও প্রান্তে বসে নিজের স্মার্টফোনে দেখে নেওয়া যাচ্ছে ইচ্ছেমতো ডিজিটাল কনটেন্ট।
আরও পড়ুন : এবার সিনেমা হলে 100 শতাংশ দর্শক, ঘোষণা মুখ্যমন্ত্রীর
তাঁরা আরও বলেন, যেসব কনটেন্ট বড় পর্দায় দেখানো সম্ভব নয় সেই সব কনটেন্ট নিয়ে বর্তমানে ওয়েব সিরিজ় বা ওয়েব সিনেমা দেখানো হয় । বর্তমানে ওয়েব সিরিজ় বা ওয়েব সিনেমার ফলে বহু নতুন পরিচালক ও অভিনেতা কাজের সুযোগও পাচ্ছেন । দেশ-বিদেশের বহু ভালো ভালো কাজ দেখার সুযোগ করে দিচ্ছে এই ডিজিটাল প্লাটফর্ম ।
অন্যদিকে সিনেমা হলের পক্ষে যাঁরা তাঁদের বক্তব্য, "সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মজাটাই আলাদা । ছবির ট্রিটমেন্টের ক্ষেত্রেও অন্যরকম হয় । কারণ ছোটো ছোটো পর্দায় বা ডিজিটাল দর্শকদের জন্য সিনেমা বানানোর পদ্ধতিটাও কিছুটা অন্যরকম ।"