ETV Bharat / sitara

লকডাউনে বাড়িতে বসে নতুন নাটক লিখছেন খরাজ - corona virus

লকডাউনের মধ্যে এখন নিজের বাঁকুড়ার বাড়িতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায় । বাড়িতে বসে এখন নতুন নাটক লিখছেন তিনি । নাটকের মূল বিষয়বস্তু বাড়ি ।

sdf
vgf
author img

By

Published : Apr 17, 2020, 1:41 PM IST

কলকাতা : লকডাউনের মধ্যে এখন বাড়িতেই রয়েছেন সবাই । লকডাউনটা নিজের বাঁকুড়ার গ্রামের বাড়িতে কাটাচ্ছেন অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব খরাজ মুখোপাধ্যায় । বাড়িতে বসে ঘরের কাজের পাশাপাশি একটি নাটকও লিখে ফেলেছেন তিনি । সম্প্রতি যোগাযোগ করা হলে ETV ভারতকে নিজের নতুন নাটকের কথা জানান অভিনেতা ।

খরাজ বললেন, "এখন আমার লেখাটা চলছে । সেটা একটা নাটক । বেশ কিছু দিন আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল । তখন পা ভেঙে আড়াই মাস বিছানায় পড়ে ছিলাম । সে সময় 'পরে পাওয়া ষোলো আনা' নাটকটা লিখেছিলাম । সেই নাটক মঞ্চস্থ হয়ে গিয়েছে । তারপরও নাটক লিখেছি । তবে সেগুলো ছোটোছোটো নাটক । একটা এক্সপিরিমেন্ট করেছিলাম । দেখলাম, অনেকগুলো নাটক যদি একসঙ্গে করা হয়, যার প্রতিটার সময়সীমা 8 থেকে 10 মিনিট । তাহলে কেমন হয় ? তৈরি হল 'ডজন দু'জন'। এই সময়ও একটা ফাঁকা সময় পেলাম । তাই নাটক লিখছি ।"

fg
.

সম্প্রতি বাড়ি নিয়ে একটি নাটক লিখছেন খরাজ । নতুন নাটক প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের প্রত্যেকের বাড়ি নিয়ে আলাদারকমের আসক্তি থাকে, ভালোবাসা থাকে । সেটাই গল্পের মূল বিষয় । আমি কোনওকালেই খুব সিরিয়াস নাটক লিখি না । আমার মনে হয়, এন্টারটেনমেন্টটা আসল । সেটাই মাথায় রেখে বরাবর সহজ নাটক লিখি । এই নাটকটাও তাই । আমার গুরু রমাপ্রসাদ বণিক বরাবরই এই কথা বলতেন, 'তৈরি শিল্পীদের নিয়ে কাজ করাতে কোনও বাহাদুরি নেই । যদি তুমি নতুন শিল্পী তৈরি করতে পারো, সেখানেই তোমার বাহাদুরি ।' আমি যেসব নতুন ছেলে মেয়েদের নিয়ে কাজ করছি, তাঁরা প্রথমেই বিরাট বিষয়বস্তু নিয়ে কাজ করতে গেলে পারবে না । তাঁদের সহজ নাটক দিয়ে আরম্ভ করতে হবে ।"

কলকাতা : লকডাউনের মধ্যে এখন বাড়িতেই রয়েছেন সবাই । লকডাউনটা নিজের বাঁকুড়ার গ্রামের বাড়িতে কাটাচ্ছেন অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব খরাজ মুখোপাধ্যায় । বাড়িতে বসে ঘরের কাজের পাশাপাশি একটি নাটকও লিখে ফেলেছেন তিনি । সম্প্রতি যোগাযোগ করা হলে ETV ভারতকে নিজের নতুন নাটকের কথা জানান অভিনেতা ।

খরাজ বললেন, "এখন আমার লেখাটা চলছে । সেটা একটা নাটক । বেশ কিছু দিন আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল । তখন পা ভেঙে আড়াই মাস বিছানায় পড়ে ছিলাম । সে সময় 'পরে পাওয়া ষোলো আনা' নাটকটা লিখেছিলাম । সেই নাটক মঞ্চস্থ হয়ে গিয়েছে । তারপরও নাটক লিখেছি । তবে সেগুলো ছোটোছোটো নাটক । একটা এক্সপিরিমেন্ট করেছিলাম । দেখলাম, অনেকগুলো নাটক যদি একসঙ্গে করা হয়, যার প্রতিটার সময়সীমা 8 থেকে 10 মিনিট । তাহলে কেমন হয় ? তৈরি হল 'ডজন দু'জন'। এই সময়ও একটা ফাঁকা সময় পেলাম । তাই নাটক লিখছি ।"

fg
.

সম্প্রতি বাড়ি নিয়ে একটি নাটক লিখছেন খরাজ । নতুন নাটক প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের প্রত্যেকের বাড়ি নিয়ে আলাদারকমের আসক্তি থাকে, ভালোবাসা থাকে । সেটাই গল্পের মূল বিষয় । আমি কোনওকালেই খুব সিরিয়াস নাটক লিখি না । আমার মনে হয়, এন্টারটেনমেন্টটা আসল । সেটাই মাথায় রেখে বরাবর সহজ নাটক লিখি । এই নাটকটাও তাই । আমার গুরু রমাপ্রসাদ বণিক বরাবরই এই কথা বলতেন, 'তৈরি শিল্পীদের নিয়ে কাজ করাতে কোনও বাহাদুরি নেই । যদি তুমি নতুন শিল্পী তৈরি করতে পারো, সেখানেই তোমার বাহাদুরি ।' আমি যেসব নতুন ছেলে মেয়েদের নিয়ে কাজ করছি, তাঁরা প্রথমেই বিরাট বিষয়বস্তু নিয়ে কাজ করতে গেলে পারবে না । তাঁদের সহজ নাটক দিয়ে আরম্ভ করতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.