ETV Bharat / sitara

অভিযোগকারী মৃত, যৌন হেনস্থার অভিযোগ থেকে মুক্ত কেভিন - Kevin specey free of Sexual assault case

যৌন হেনস্থার অভিযোগ থেকে মুক্ত হলেন অভিনেতা কেভিন স্পেসি। কারণ যিনি অভিযোগ করেছিলেন তাঁর বিরুদ্ধে, গত মাসেই তিনি মারা গেছেন।

Kevin Specey escapes the charges of sexual assault case
author img

By

Published : Oct 30, 2019, 5:57 PM IST

লস অ্যাঞ্জেলস : 'হাউজ় অফ কার্ডস' অভিনেতা কেভিন স্পেসির বিরুদ্দে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন এক ম্যাসাজ থেরাপিস্ট। কিন্তু গত মাসেই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তাই আপাতত কেভিনের বিরুদ্ধে কোনও চার্জ আনতে পারছেন না ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, ড্রপ করা হয়েছে কেস। IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।

2016 সালের অক্টোবর মাসে অভিযোগকারী সেই থেরাপিস্ট ম্যাসাজ দিচ্ছিলেন কেভিনকে। অভিযোগ এমন যে, সেশনটি চলাকালীন কেভিন তাঁকে চুম্বন করার চেষ্টা করেন, তাঁর গুপ্ত অঙ্গ স্পর্শ করার চেষ্টা করেন। এই অভিযোগ নিয়ে 2018 সালে জুলাই মাসে লস অ্যাঞ্জেলসের কান্ট্রি শেরিফ ডিপার্টমেন্টে যান ম্যাসাজ থেরাপিস্ট। কেসটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে পাঠানো হয়।

কিন্তু সম্প্রতি সেই থেরাপিস্টের মৃত্যুতে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সেক্স ক্রাইম ইউনিটের হেড ডেপুটি ক্রিস্টিনা বুকলি, অফিশিয়ালি এই কেসটি ড্রপ করেন।

রিপোর্টে তিনি লিখেছেন, "কেস চলাকালীন, অভিযোগকারী মারা যান। ভিক্টিমের অংশগ্রহণ ছাড়া যৌন হেনস্থার অভিযোগ প্রমাণ করা যায় না। তাই কেসটি বন্ধ করা হল।"

লস অ্যাঞ্জেলস : 'হাউজ় অফ কার্ডস' অভিনেতা কেভিন স্পেসির বিরুদ্দে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন এক ম্যাসাজ থেরাপিস্ট। কিন্তু গত মাসেই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তাই আপাতত কেভিনের বিরুদ্ধে কোনও চার্জ আনতে পারছেন না ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, ড্রপ করা হয়েছে কেস। IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।

2016 সালের অক্টোবর মাসে অভিযোগকারী সেই থেরাপিস্ট ম্যাসাজ দিচ্ছিলেন কেভিনকে। অভিযোগ এমন যে, সেশনটি চলাকালীন কেভিন তাঁকে চুম্বন করার চেষ্টা করেন, তাঁর গুপ্ত অঙ্গ স্পর্শ করার চেষ্টা করেন। এই অভিযোগ নিয়ে 2018 সালে জুলাই মাসে লস অ্যাঞ্জেলসের কান্ট্রি শেরিফ ডিপার্টমেন্টে যান ম্যাসাজ থেরাপিস্ট। কেসটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে পাঠানো হয়।

কিন্তু সম্প্রতি সেই থেরাপিস্টের মৃত্যুতে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সেক্স ক্রাইম ইউনিটের হেড ডেপুটি ক্রিস্টিনা বুকলি, অফিশিয়ালি এই কেসটি ড্রপ করেন।

রিপোর্টে তিনি লিখেছেন, "কেস চলাকালীন, অভিযোগকারী মারা যান। ভিক্টিমের অংশগ্রহণ ছাড়া যৌন হেনস্থার অভিযোগ প্রমাণ করা যায় না। তাই কেসটি বন্ধ করা হল।"

Intro:Body:

অভিযোগকারী মৃত, যৌন হেনস্থার অভিযোগ থেকে মুক্ত কেভিন



যৌন হেনস্থার অভিযোগ থেকে মুক্ত হলেন অভিনেতা কেভিন স্পেসি। কারণ যিনি অভিযোগ করেছিলেন তাঁর বিরুদ্ধে, গত মাসেই তিনি মারা গেছেন।



লস অ্যাঞ্জেলস : 'হাউজ় অফ কার্ডস' অভিনেতা কেভিন স্পেসির বিরুদ্দে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন এক ম্যাসাজ থেরাপিস্ট। কিন্তু গত মাসেই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তাই আপাতত কেভিনের বিরুদ্ধে কোনও চার্জ আনতে পারছেন না ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, ড্রপ করা হয়েছে কেস। IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।



2016 সালের অক্টোবর মাসে অভিযোগকারী সেই থেরাপিস্ট ম্যাসাজ দিচ্ছিলেন কেভিনকে। অভিযোগ এমন যে, সেশনটি চলাকালীন কেভিন তাঁকে চুম্বন করার চেষ্টা করেন, তাঁর গুপ্ত অঙ্গ স্পর্শ করার চেষ্টা করেন। এই অভিযোগ নিয়ে 2018 সালে জুলাই মাসে লস অ্যাঞ্জেলসের কান্ট্রি শেরিফ ডিপার্টমেন্টে যান ম্যাসাজ থেরাপিস্ট। কেসটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে পাঠানো হয়।



কিন্তু সম্প্রতি সেই থেরাপিস্টের মৃত্যুতে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সেক্স ক্রাইম ইউনিটের হেড ডেপুটি ক্রিস্টিনা বুকলি, অফিশিয়ালি এই কেসটি ড্রপ করেন।



রিপোর্টে তিনি লিখেছেন, "কেস চলাকালীন, অভিযোগকারী মারা যান। ভিক্টিমের অংশগ্রহণ ছাড়া যৌন হেনস্থার অভিযোগ প্রমাণ করা যায় না। তাই কেসটি বন্ধ করা হল।"




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.