কলকাতা : নন্দিতা-শিবুর পরিচালিত 'প্রাক্তন' ছবিতে দুষ্টুমিষ্টি নববধূর চরিত্রে অভিনয় করেছিলেন মানালি। বিপরীতে ছিলেন বিশ্বনাথ। তারপর 'গোত্র' ছবিতে কাজ করতে গিয়ে প্রথম দিনেই বুক দুরু দুরু করেছিল মানালির।
প্রথম দিনের শুটিং প্যাকআপ হওয়ার পর মানালি বললেন, "বড় একটা বাড়িতে আমরা শুটিং করছি। এর আগে যত ওয়ার্কশপ হয়েছে, এই বাড়িতেই হয়েছে। ভালোই লাগছে। মজা হচ্ছে। নিজেদেরই বাড়ি মনে হচ্ছে।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
দেখুন ভিডিয়ো :
- " class="align-text-top noRightClick twitterSection" data="">