দিল্লি : দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ সভানেত্রী ঐশী ঘোষের সঙ্গে দেখা করলেন অভিনেতা কৌশিক সেন । আজ সকালেই ঐশীর সঙ্গে দেখা করেন তিনি । বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে কথাও বলেন । তবে শুধু ঐশীই নয় বেশ কয়েকজন পড়ুয়ার সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানা গেছে ।
5 জানুয়ারি সন্ধেবেলায় মুখে কাপড় বেঁধে JNU ক্যাম্পাসে হামলা চালায় একদল দুষ্কৃতী । রড, লাঠি ও হাতুড়ি দিয়ে পড়ুয়াদের পাশাপাশি অধ্যাপকদেরও মারধর করে তারা । এই ঘটনায় জখম হন বেশ কয়েকজন । জখম হন ঐশীও । বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরও চালায় তারা । তারপর থেকেই উত্তপ্ত দিল্লির এই বিশ্ববিদ্যালয় ৷ ABVP বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করে আক্রান্ত ও বামপন্থী ছাত্র সংগঠনগুলি ৷
এই ঘটনার প্রতিবাদে সরব হন বলিউড ও টলিউডের একাধিক তারকা । কলকাতায় একটি প্রতিবাদ মিছিলও করেন টলি তারকারা । তার মধ্যে ছিলেন কৌশিক সেন, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা, অঞ্জন দত্ত, ঊষশী চক্রবর্তী ও অনুপম রায় । এছাড়া ঘটনাটি প্রকাশ্যে আসার পরই এর নিন্দা করে সোশাল মিডিয়ায় সরব হন বলিউডের স্বরা ভাস্কর, মহেশ ভাট, রাজকুমার রাও, অনুরাগ কাশ্যপ সহ আরও অনেকে । এদিকে ঘটনার পর JNU ক্যাম্পাসে ঐশীর সঙ্গে দেখা করতে যান দীপিকা পাডুকোন । এর জন্য তাঁকে সমালোচনার মুখে পড়তে হয় । তাঁর ছবি 'ছপাক' বয়কটের ডাকও দেয় BJP-র একাংশ । তবে শুধু দীপিকাই নয় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বও দেখা করেন ঐশীর সঙ্গে ।
গত সপ্তাহে ঐশীর সঙ্গে দেখা করেন DMK সাংসদ কানিমোঝি । এরপর কেরালার মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়নও দেখা করেন তাঁর সঙ্গে । আর আজ তাঁর সঙ্গে দেখা করলেন কৌশিক সেন ।