ETV Bharat / sitara

Katrina Kaif Vicky Kaushal Marriage: আগে কোর্টেই বিয়ে সারবেন ভিকি-ক্যাটরিনা ! তারপর ডেস্টিনেশন জয়পুর - ভিকি ক্যাটরিনার কোর্ট ম্যারেজ

ডিসেম্বরে রাজস্থানে রাজকীয় বিয়ে হতে চলেছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif Vicky Kaushal Marriage)৷ তবে তার আগে মুম্বইতেই তাঁরা কোর্ট ম্যারেজ করে নেবেন বলে খবর ৷

Katrina Kaif, Vicky Kaushal having court marriage in Mumbai before D-Day?
আগে কোর্টেই বিয়ে সারবেন ভিকি-ক্যাটরিনা ! তারপর ডেস্টিনেশন জয়পুর
author img

By

Published : Nov 25, 2021, 12:55 PM IST

মুম্বই, 25 নভেম্বর: বিয়ের সানাই বেজে গিয়েছে ৷ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা ৷ বলিউডে জোর খবর যে, ডিসেম্বরের প্রথম সপ্তাহান্তেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif Vicky Kaushal Marriage) ৷ এখনও এই নিয়ে পুরোমাত্রায় গোপনীয়তা বজায় রাখলেও জানা গিয়েছে, রাজস্থানের কেল্লার আবহেই চার হাত এক হচ্ছে ৷ তবে শোনা যাচ্ছে, ধূমধাম করে সেই বিয়ের আগেই আইনত বিয়েটা (Katrina Kaif Vicky Kaushal having court marriage) সেরে ফেলবেন সেলেব দম্পতি ৷

পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের (Katrina Vicky Marriage) ডেস্টিনেশন ওয়েডিং হতে চলেছে জয়পুরে ৷ তবে পুরো খবরটাই সূত্র মারফৎ চালাচালি হলেও ভিকি বা ক্যাট কেউই এখনও এই নিয়ে মুখ খোলেননি ৷ বিয়েতে গোপনীয়তা বজায় রাখার জন্য নো-ফোন নীতিও (No-phone policy in Katrina Kaif Vicky Kaushal Wedding) নেওয়া হয়েছে বলে খবর ৷ জানা গিয়েছে, কোনওভাবেই যাতে তাঁদের অজান্তে বিয়ের ছবি বা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না-পড়ে, তা নিশ্চিত করতে ফোনের উপর নজরদারি চালাবে ভিকি-ক্যাটরিনা নিযুক্ত বিশেষ টিম ৷

আরও পড়ুন: 'সুন্দর অনুভূতিকে ব্যক্তিগত রাখতে চাই', ক্যাটরিনাকে ডেট করা প্রসঙ্গে ভিকি

এমনকী আমন্ত্রিতের তালিকাও আবডালে রাখা হয়েছে ৷ বিয়ে বা আমন্ত্রণ নিয়ে কোনও বিবৃতিও এখনও প্রকাশ্যে আসেনি ৷ তবে সূত্রের খবর পরিবার, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়াও এই বিগ ফ্যাট ওয়েডিং-এর সাক্ষী হতে চলেছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি ৷ সেই তালিকায় রয়েছে করণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবাণি, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল-সহ আরও অনেকে ৷ অতিথিদের যাতায়াতে যাতে কোনও অসুবিধে না-হয়, সে জন্য স্থানীয় গাড়ি ভাড়া করাও হয়ে গিয়েছে বলে খবর ৷ নিরাপত্তা ব্যবস্থার দিকটিতেও নজর রাখা হচ্ছে ৷

আরও পড়ুন: Vicky-Katrina Marriage: ডিসেম্বরেই বিয়ে ভিকি-ক্যাটরিনার, সাজবেন সব্যসাচীর পোশাকে !

খবর রটেছে যে, রাজস্থানে বিয়ের আচার পালনের আগে মুম্বইতেই বিয়ে হয়ে যাবে ভিকি ও ক্যাটরিনার (Katrina Kaif Vicky Kaushal) ৷ অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছেন, রণথম্বোরের কাছে রিসর্টে রাজকীয় বিয়ের আগে সামনের সপ্তাহে মুম্বইতে কোর্ট ম্যারেজ সেরে নেবেন ভিকি ও ক্যাটরিনা ৷

আরও পড়ুন: বি-টাউনের চর্চিত লাভ বার্ডস, যাদের বিয়ে নিয়ে কৌতুহল ভক্তমহলে

পরিচালক কবীর খান ও মিনি মাথুরের বাড়িতে রোকা অনুষ্ঠানও গোপনেই সেরেছেন ভিকি ও ক্যাটরিনা ৷ সেখানে তাঁদের পরিবার ছাড়া আর কেউ উপস্থিত ছিল না ৷ ছিলেন ক্যাটরিনার মা সুজান টারকোয়েট, বোন ইসাবেল কাইফ ও ভিকির বাবা শ্যাম কৌশল, মা বীণা কৌশল ও ভাই সানি কৌশল ৷

মুম্বই, 25 নভেম্বর: বিয়ের সানাই বেজে গিয়েছে ৷ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা ৷ বলিউডে জোর খবর যে, ডিসেম্বরের প্রথম সপ্তাহান্তেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif Vicky Kaushal Marriage) ৷ এখনও এই নিয়ে পুরোমাত্রায় গোপনীয়তা বজায় রাখলেও জানা গিয়েছে, রাজস্থানের কেল্লার আবহেই চার হাত এক হচ্ছে ৷ তবে শোনা যাচ্ছে, ধূমধাম করে সেই বিয়ের আগেই আইনত বিয়েটা (Katrina Kaif Vicky Kaushal having court marriage) সেরে ফেলবেন সেলেব দম্পতি ৷

পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের (Katrina Vicky Marriage) ডেস্টিনেশন ওয়েডিং হতে চলেছে জয়পুরে ৷ তবে পুরো খবরটাই সূত্র মারফৎ চালাচালি হলেও ভিকি বা ক্যাট কেউই এখনও এই নিয়ে মুখ খোলেননি ৷ বিয়েতে গোপনীয়তা বজায় রাখার জন্য নো-ফোন নীতিও (No-phone policy in Katrina Kaif Vicky Kaushal Wedding) নেওয়া হয়েছে বলে খবর ৷ জানা গিয়েছে, কোনওভাবেই যাতে তাঁদের অজান্তে বিয়ের ছবি বা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না-পড়ে, তা নিশ্চিত করতে ফোনের উপর নজরদারি চালাবে ভিকি-ক্যাটরিনা নিযুক্ত বিশেষ টিম ৷

আরও পড়ুন: 'সুন্দর অনুভূতিকে ব্যক্তিগত রাখতে চাই', ক্যাটরিনাকে ডেট করা প্রসঙ্গে ভিকি

এমনকী আমন্ত্রিতের তালিকাও আবডালে রাখা হয়েছে ৷ বিয়ে বা আমন্ত্রণ নিয়ে কোনও বিবৃতিও এখনও প্রকাশ্যে আসেনি ৷ তবে সূত্রের খবর পরিবার, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়াও এই বিগ ফ্যাট ওয়েডিং-এর সাক্ষী হতে চলেছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি ৷ সেই তালিকায় রয়েছে করণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবাণি, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল-সহ আরও অনেকে ৷ অতিথিদের যাতায়াতে যাতে কোনও অসুবিধে না-হয়, সে জন্য স্থানীয় গাড়ি ভাড়া করাও হয়ে গিয়েছে বলে খবর ৷ নিরাপত্তা ব্যবস্থার দিকটিতেও নজর রাখা হচ্ছে ৷

আরও পড়ুন: Vicky-Katrina Marriage: ডিসেম্বরেই বিয়ে ভিকি-ক্যাটরিনার, সাজবেন সব্যসাচীর পোশাকে !

খবর রটেছে যে, রাজস্থানে বিয়ের আচার পালনের আগে মুম্বইতেই বিয়ে হয়ে যাবে ভিকি ও ক্যাটরিনার (Katrina Kaif Vicky Kaushal) ৷ অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছেন, রণথম্বোরের কাছে রিসর্টে রাজকীয় বিয়ের আগে সামনের সপ্তাহে মুম্বইতে কোর্ট ম্যারেজ সেরে নেবেন ভিকি ও ক্যাটরিনা ৷

আরও পড়ুন: বি-টাউনের চর্চিত লাভ বার্ডস, যাদের বিয়ে নিয়ে কৌতুহল ভক্তমহলে

পরিচালক কবীর খান ও মিনি মাথুরের বাড়িতে রোকা অনুষ্ঠানও গোপনেই সেরেছেন ভিকি ও ক্যাটরিনা ৷ সেখানে তাঁদের পরিবার ছাড়া আর কেউ উপস্থিত ছিল না ৷ ছিলেন ক্যাটরিনার মা সুজান টারকোয়েট, বোন ইসাবেল কাইফ ও ভিকির বাবা শ্যাম কৌশল, মা বীণা কৌশল ও ভাই সানি কৌশল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.