ETV Bharat / sitara

Sooryavanshi: রোহিতের কোলে ঘুমোচ্ছেন অক্ষয়, মজার ভিডিয়ো পোস্ট ক্যাটরিনার - অক্ষয় কুমারের খবর

সূর্যবংশীর (Sooryavanshi) প্রচারের এক মজাদার ভিডিয়ো পোস্ট করলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ৷ সেই ভিডিয়োতে রোহিত শেট্টির কোলে মাথা রেখে একটু চোখ বুজে বিশ্রাম নিতে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে (Akshay Kumar) ৷

katrina-kaif-catches-akshay-kumar-sleeping-in-rohit-shettys-lap in Sooryavanshi promotion
রোহিতের কোলে ঘুমোচ্ছেন অক্ষয়, মজার ভিডিয়ো পোস্ট ক্যাটরিনার
author img

By

Published : Oct 24, 2021, 7:59 PM IST

হায়দরাবাদ, 24 অক্টোবর: এক বছর ধরে মুক্তির অপেক্ষায় সূর্যবংশী (Sooryavanshi) ৷ তবে এখন খুলেছে সিনেমা হল ৷ নির্মাতারা ঘোষণা করেছেন, আগামী 5 নভেম্বর মুক্তি পাবে এই ছবি ৷ ছবি মুক্তির আগে তার প্রচারে দারুণ ব্যস্ত কুশীলবরা ৷ তবে এই ব্যস্ততার মধ্যেও প্রচারের মাঝে ছোট্ট একটা ঘুম সেরে নিলেন ফিল্মের হিরো অক্ষয় কুমার (Akshay Kumar) ৷ আর তাঁর ঘুমোনোর ভিডিয়ো লুকিয়ে ক্যামেরাবন্দি করে ফেলেছেন ছবির নায়িকা ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ৷

রবিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সূর্যবংশীর প্রচারের সেই মজাদার ভিডিয়ো পোস্ট করেছেন ক্যাটরিনা ৷ রণবীর সিং-এর টেলিভিশন শো দ্য বিগ পিকচারে ইতিমধ্যে ছবির প্রচার শুরু করেছেন অভিনেত্রী ও পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty)৷ তবে ক্যাটরিনা যে প্রচারের ইভেন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন, সেখানেই প্রথমবার সূর্যবংশীর প্রচারে একসঙ্গে দেখা গিয়েছে অক্ষয় ও রোহিতকে ৷

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি জানলার ধারে রোহিতের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে রয়েছেন ক্লান্ত অক্ষয় ৷ সেই ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, "আমাদের ছেলেদের একসঙ্গে প্রথম দিনের প্রচারের উন্মাদনাটা শুধু একবার দেখুন ৷"

আরও পড়ুন: Mallika Sherawat: 45-এও ফিট, জন্মদিনে বিকিনিতে উত্তাপ ছড়ালেন মল্লিকা

সেই পোস্টে কমেন্ট করতে দেরি করেননি বলিউডের খিলাড়ি ৷ তিনি লেখেন, "দেড় বছর ধরে সূর্যবংশীর জন্য অপেক্ষা করছি ৷ শান্তির কয়েকটা মুহূর্ত তো প্রাপ্য হওয়া উচিত ! কিন্তু ক্যাটরিনা, তোমার মতো প্র্যাঙ্কস্টাররা শুধু সমস্যায় ফেলতে চায় ৷ চিন্তা কর না, আ রহি হ্যায় পুলিশ ৷"

ক্যাটরিনার ভিডিয়ো

সূর্যবংশীতে অক্ষয় ও ক্যাটরিনা ছাড়াও দেখা যাবে জ্যাকি শ্রফ, গুলশন গ্রোভার, অভিমন্যু সিং, নিহারিকা রাইজাদা, ভিভান ভাটেনা, সিকান্দার খের ও জাভেদ জাফরিকে ৷ ক্যামিয়ো চরিত্রে দেখা মিলবে অজয় দেবগন (Ajay Devgn) ও রণবীর সিং (Ranveer Singh)-এরও ৷

আরও পড়ুন: Aryan Khan: আরিয়ানের মুক্তির জন্য ₹25 কোটি দাবি ! ঘুষ নিয়েছেন ওয়াংখেড়েও ?

রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, রোহিত শেট্টি পিকচার্জ, ধর্মা প্রোডাকশনস ও কেপ অফ গুড ফিল্মস প্রযোজিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন ইউনুস সাজাওয়াল, ফারহাদ সামজি, সঞ্চিত বেন্দ্রে ও বিধি ৷

আরও পড়ুন: Oscars 2022 : মায়ের কোলে আশ্রয় খোঁজা ছোট্ট ছেলের গল্প, অস্কারমুখী তামিল ছবি ‘কুড়াঙ্গল’

হায়দরাবাদ, 24 অক্টোবর: এক বছর ধরে মুক্তির অপেক্ষায় সূর্যবংশী (Sooryavanshi) ৷ তবে এখন খুলেছে সিনেমা হল ৷ নির্মাতারা ঘোষণা করেছেন, আগামী 5 নভেম্বর মুক্তি পাবে এই ছবি ৷ ছবি মুক্তির আগে তার প্রচারে দারুণ ব্যস্ত কুশীলবরা ৷ তবে এই ব্যস্ততার মধ্যেও প্রচারের মাঝে ছোট্ট একটা ঘুম সেরে নিলেন ফিল্মের হিরো অক্ষয় কুমার (Akshay Kumar) ৷ আর তাঁর ঘুমোনোর ভিডিয়ো লুকিয়ে ক্যামেরাবন্দি করে ফেলেছেন ছবির নায়িকা ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ৷

রবিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সূর্যবংশীর প্রচারের সেই মজাদার ভিডিয়ো পোস্ট করেছেন ক্যাটরিনা ৷ রণবীর সিং-এর টেলিভিশন শো দ্য বিগ পিকচারে ইতিমধ্যে ছবির প্রচার শুরু করেছেন অভিনেত্রী ও পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty)৷ তবে ক্যাটরিনা যে প্রচারের ইভেন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন, সেখানেই প্রথমবার সূর্যবংশীর প্রচারে একসঙ্গে দেখা গিয়েছে অক্ষয় ও রোহিতকে ৷

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি জানলার ধারে রোহিতের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে রয়েছেন ক্লান্ত অক্ষয় ৷ সেই ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, "আমাদের ছেলেদের একসঙ্গে প্রথম দিনের প্রচারের উন্মাদনাটা শুধু একবার দেখুন ৷"

আরও পড়ুন: Mallika Sherawat: 45-এও ফিট, জন্মদিনে বিকিনিতে উত্তাপ ছড়ালেন মল্লিকা

সেই পোস্টে কমেন্ট করতে দেরি করেননি বলিউডের খিলাড়ি ৷ তিনি লেখেন, "দেড় বছর ধরে সূর্যবংশীর জন্য অপেক্ষা করছি ৷ শান্তির কয়েকটা মুহূর্ত তো প্রাপ্য হওয়া উচিত ! কিন্তু ক্যাটরিনা, তোমার মতো প্র্যাঙ্কস্টাররা শুধু সমস্যায় ফেলতে চায় ৷ চিন্তা কর না, আ রহি হ্যায় পুলিশ ৷"

ক্যাটরিনার ভিডিয়ো

সূর্যবংশীতে অক্ষয় ও ক্যাটরিনা ছাড়াও দেখা যাবে জ্যাকি শ্রফ, গুলশন গ্রোভার, অভিমন্যু সিং, নিহারিকা রাইজাদা, ভিভান ভাটেনা, সিকান্দার খের ও জাভেদ জাফরিকে ৷ ক্যামিয়ো চরিত্রে দেখা মিলবে অজয় দেবগন (Ajay Devgn) ও রণবীর সিং (Ranveer Singh)-এরও ৷

আরও পড়ুন: Aryan Khan: আরিয়ানের মুক্তির জন্য ₹25 কোটি দাবি ! ঘুষ নিয়েছেন ওয়াংখেড়েও ?

রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, রোহিত শেট্টি পিকচার্জ, ধর্মা প্রোডাকশনস ও কেপ অফ গুড ফিল্মস প্রযোজিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন ইউনুস সাজাওয়াল, ফারহাদ সামজি, সঞ্চিত বেন্দ্রে ও বিধি ৷

আরও পড়ুন: Oscars 2022 : মায়ের কোলে আশ্রয় খোঁজা ছোট্ট ছেলের গল্প, অস্কারমুখী তামিল ছবি ‘কুড়াঙ্গল’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.