ETV Bharat / sitara

Katrina Kaif New Film : নতুন ছবি 'মেরি ক্রিসমাস'-এর শ্যুটিং শুরু করলেন ক্য়াটরিনা - নতুন ছবি মেরি ক্রিসমাসএর শ্যুটিং শুরু করলেন ক্য়াটরিনা

শ্রীরাম রাঘবন পরিচালিত নতুন ছবি 'মেরি ক্রিসমাস'-এর জন্য় কাজ শুরু করলেন বলিসুন্দরী ক্য়াটরিনা কাইফ (Katrina Kaif has commenced shoot for Merry Christmas) ৷ ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে ৷

Katrina Kaif has commenced shoot
নতুন ছবি 'মেরি ক্রিসমাস'-এর শ্যুটিং শুরু করলেন ক্য়াটরিনা
author img

By

Published : Mar 12, 2022, 11:51 AM IST

মুম্বই,12 মার্চ: নতুন ছবি 'মেরি ক্রিসমাস'-এর জন্য় কাজ শুরু করলেন বলিসুন্দরী ক্য়াটরিনা কাইফ (Katrina Kaif has commenced shoot for Merry Christmas) ৷ ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর থেকেই লাগাতার শিরোনামে রয়েছেন ক্য়াট ৷ ইতিমধ্যেই সলমন খানের সঙ্গে তাঁর 'টাইগার 3' ছবির টিজারও সামনে এসেছে ৷ যা যথেষ্ট আলোড়ন তুলেছে অনুরাগী মহলে ৷ আর এবার শ্রীরাম রাঘবন পরিচালিত 'মেরি ক্রিসমাস' ছবির জন্য শুক্রবার থেকে শ্যুটিংয়ের কাজ শুরু করলেন তিনি ৷

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এদিন অনুরাগীদের জন্য় সেটের একটি ছবিও এদিন শেয়ার করেছেন অভিনেত্রী ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে ৷ ইতিমধ্যেই এই নতুন কাজের জন্য ক্যাটরিনাকে শুভেচ্ছাও জানাতে শুরু করেছেন অন্য়ান্য তারকারা ৷ ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী নেহা ধূপিয়া লেখেন, "গুড লাক কে ৷"

আরও পড়ুন: নতুন লুকে 'বচ্চন পাণ্ডে'-এর প্রমোশনে মন মাতালেন কৃতি

এই ছবি নিয়ে তিনি নিজেও যে কম উত্তেজিত নন, তা আগেই জানিয়েছিলেন ক্য়াটরিনা ৷ গতবছর 25 ডিসেম্বর ছবির কথা ঘোষণা করার সময়ই তিনি জানিয়েছিলেন, ‘'আমি সবসময় শ্রীরাম স্য়ারের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম ৷ রোমাঞ্চকর কাহিনি তৈরির ক্ষেত্রে তিনি একজন মাস্টার ৷ তাঁর পরিচালনায় কাজ করব ভেবেই সম্মাণিত বোধ করছি ৷’' একইসঙ্গে প্রথমবার পর্দায় বিজয় সেতুপতির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ক্যাটরিনা ৷ তা নিয়েও খুবই উচ্ছ্বসিত তিনি ৷

মুম্বই,12 মার্চ: নতুন ছবি 'মেরি ক্রিসমাস'-এর জন্য় কাজ শুরু করলেন বলিসুন্দরী ক্য়াটরিনা কাইফ (Katrina Kaif has commenced shoot for Merry Christmas) ৷ ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর থেকেই লাগাতার শিরোনামে রয়েছেন ক্য়াট ৷ ইতিমধ্যেই সলমন খানের সঙ্গে তাঁর 'টাইগার 3' ছবির টিজারও সামনে এসেছে ৷ যা যথেষ্ট আলোড়ন তুলেছে অনুরাগী মহলে ৷ আর এবার শ্রীরাম রাঘবন পরিচালিত 'মেরি ক্রিসমাস' ছবির জন্য শুক্রবার থেকে শ্যুটিংয়ের কাজ শুরু করলেন তিনি ৷

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এদিন অনুরাগীদের জন্য় সেটের একটি ছবিও এদিন শেয়ার করেছেন অভিনেত্রী ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে ৷ ইতিমধ্যেই এই নতুন কাজের জন্য ক্যাটরিনাকে শুভেচ্ছাও জানাতে শুরু করেছেন অন্য়ান্য তারকারা ৷ ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী নেহা ধূপিয়া লেখেন, "গুড লাক কে ৷"

আরও পড়ুন: নতুন লুকে 'বচ্চন পাণ্ডে'-এর প্রমোশনে মন মাতালেন কৃতি

এই ছবি নিয়ে তিনি নিজেও যে কম উত্তেজিত নন, তা আগেই জানিয়েছিলেন ক্য়াটরিনা ৷ গতবছর 25 ডিসেম্বর ছবির কথা ঘোষণা করার সময়ই তিনি জানিয়েছিলেন, ‘'আমি সবসময় শ্রীরাম স্য়ারের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম ৷ রোমাঞ্চকর কাহিনি তৈরির ক্ষেত্রে তিনি একজন মাস্টার ৷ তাঁর পরিচালনায় কাজ করব ভেবেই সম্মাণিত বোধ করছি ৷’' একইসঙ্গে প্রথমবার পর্দায় বিজয় সেতুপতির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ক্যাটরিনা ৷ তা নিয়েও খুবই উচ্ছ্বসিত তিনি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.