ETV Bharat / sitara

অনন্য নজির 'কণ্ঠ'-র - nandita

বাংলা ছবির চাহিদা বাড়ছে দর্শকের মধ্যে। ভালো বিষয়বস্তু হলে, তা যে দর্শকের কাছে সবসময়ই গ্রহণযোগ্য, হয়তো আরও একবার প্রমাণ হয়ে গেল। তাই এক অনন্য নজির গড়তে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি 'কণ্ঠ'।

ফোটো সৌজন্য টুইটার
author img

By

Published : May 6, 2019, 1:43 PM IST

কলকাতা : ছবির প্রি-টিকিট বুকিং। যা সচরাচর হতে দেখা যায় হলিউড বা বলিউডের ক্ষেত্রে। সম্প্রতি কয়েকটি বাংলা ছবিরও হয়েছে। এই কিছুদিন আগে মুক্তি পেল অ্যাভেঞ্জার্স : এন্ডগেম ছবিটি। গোটা বিশ্ব জুড়ে ভালো ব্যবসা করেছে ছবিটি। এমনকী, রাত ৩টেতেও হলে শো চলছে। মুক্তির একসপ্তাহ আগেই সেই ছবি রীতিমতো হাউসফুল হয়ে গিয়েছিল। ভাবছেবন এর সঙ্গে 'কণ্ঠ'-র কী সম্পর্ক ?

সম্পর্ক একটা আছে। 'কণ্ঠ' ছবি মুক্তি পাচ্ছে ১০ মে। কিন্তু, তার সাতদিন আগেই শুরু হয়ে গিয়েছে টিকিট বুকিং। একসপ্তাহ আগে হাউসফুলের দিকে এগোচ্ছে বাংলা ছবি 'কণ্ঠ'।

এক রেডিয়ো জকির অদম্য লড়াইয়ের কাহিনি বলবে 'কণ্ঠ' ছবিটি। মারণরোগ ক্যানসারের কবলে পড়ে বাদ যায় তার সাউন্ড বক্স। তারপর কীভাবে ইসোফেগাস ভয়েজের সাহায্যে সে আবার ঘুরে দাঁড়ায়, তাই নিয়ে ছবি। ছবিটির ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে মুক্তির। এমনকি ছবিটি মালায়ালামেও রিমেক হচ্ছে।


ছবিকে ঘিরে আশাবাদী নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজনা সংস্থা উইন্ডোজ়। পরিচালক জানিয়েছেন, "আমরা জীবন থেকে গল্প বেছেনিই। যে গল্প আমাদের সকলের হয়ে ওঠে। কণ্ঠ ঘুরে দাঁড়ানোর গল্প। জীবনীশক্তির গল্প। উইল পাওয়ার। সব চলে গেলেও সেটি থেকেই যায়। দর্শকের এই রেসপন্স আমাদের আরও সাহস জোগাবে আগামীদিনে আরও ভালো ছবি করার জন্য।"

কলকাতা : ছবির প্রি-টিকিট বুকিং। যা সচরাচর হতে দেখা যায় হলিউড বা বলিউডের ক্ষেত্রে। সম্প্রতি কয়েকটি বাংলা ছবিরও হয়েছে। এই কিছুদিন আগে মুক্তি পেল অ্যাভেঞ্জার্স : এন্ডগেম ছবিটি। গোটা বিশ্ব জুড়ে ভালো ব্যবসা করেছে ছবিটি। এমনকী, রাত ৩টেতেও হলে শো চলছে। মুক্তির একসপ্তাহ আগেই সেই ছবি রীতিমতো হাউসফুল হয়ে গিয়েছিল। ভাবছেবন এর সঙ্গে 'কণ্ঠ'-র কী সম্পর্ক ?

সম্পর্ক একটা আছে। 'কণ্ঠ' ছবি মুক্তি পাচ্ছে ১০ মে। কিন্তু, তার সাতদিন আগেই শুরু হয়ে গিয়েছে টিকিট বুকিং। একসপ্তাহ আগে হাউসফুলের দিকে এগোচ্ছে বাংলা ছবি 'কণ্ঠ'।

এক রেডিয়ো জকির অদম্য লড়াইয়ের কাহিনি বলবে 'কণ্ঠ' ছবিটি। মারণরোগ ক্যানসারের কবলে পড়ে বাদ যায় তার সাউন্ড বক্স। তারপর কীভাবে ইসোফেগাস ভয়েজের সাহায্যে সে আবার ঘুরে দাঁড়ায়, তাই নিয়ে ছবি। ছবিটির ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে মুক্তির। এমনকি ছবিটি মালায়ালামেও রিমেক হচ্ছে।


ছবিকে ঘিরে আশাবাদী নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজনা সংস্থা উইন্ডোজ়। পরিচালক জানিয়েছেন, "আমরা জীবন থেকে গল্প বেছেনিই। যে গল্প আমাদের সকলের হয়ে ওঠে। কণ্ঠ ঘুরে দাঁড়ানোর গল্প। জীবনীশক্তির গল্প। উইল পাওয়ার। সব চলে গেলেও সেটি থেকেই যায়। দর্শকের এই রেসপন্স আমাদের আরও সাহস জোগাবে আগামীদিনে আরও ভালো ছবি করার জন্য।"

Intro:বাহুবলী হচ্ছে বাংলা ছবি। চাহিদা বাড়ছে দর্শকের মধ্যে। ভালো বিষয়বস্তু হলে, তা যে দর্শকের কাছে সবসময়ই গ্রহণযোগ্য, হয়তো আরও একবার প্রমাণ হয়ে গেল। তাই এক অনন্য নজির ঘটতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি কণ্ঠ।


Body:ছবি মুক্তি পেতে চলেছে ১০ মে। কিন্তু তার সাতদিন আগেই শুরু হয়ে গিয়েছে টিকিট বুকিং। যা সচরাচর হতে দেখা যায় হলিউডের ইংরেজি ছবির ক্ষেত্রে। এই কিছুদিন আগে মুক্তি পেল অ্যাভেঞ্জার্স : এন্ডগেম ছবিটি। গোটা বিশ্ব জুড়ে দু' হাজার কোটি টাকার (ভারতীয় মুদ্রা অনুযায়ী) ব্যবসা করেছে ছবিটি। এমনকী, রাত ৩টেতেও হলে শো চলছে। মুক্তির একসপ্তাহ আগেই সেই ছবি রীতিমতো হাউসফুল হয়ে গিয়েছিল। এবার একসপ্তাহ আগে হাউসফুলের দিকে এগোচ্ছে বাংলা ছবি কণ্ঠ।

এক রেডিও জকির অদম্য লড়াইয়ের কাহিনি বলবে কণ্ঠ ছবিটি। মারণরোগ ক্যান্সেরের কবলে পড়ে বাদ যায় তার সাউন্ড বক্স। তারপর কীভাবে ইসোফেগাস ভয়েজের সাহায্যে সে আবার ঘুরে দাঁড়ায়, তাই নিয়ে ছবি। ছবিটির ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে মুক্তির। এমনকি ছবিটি মালয়ালামেও রিমেক হচ্ছে।


Conclusion:ছবিকে ঘিরে আশাবাদী নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজনা সংস্থা উইন্ডোজ। পরিচালক জানিয়েছেন, "আমরা জীবন থেকে গল্প বেছেনিই। যে গল্প আমাদের সকলের হয়ে ওঠে। কণ্ঠ ঘুরে দাঁড়ানোর গল্প। জীবনীশক্তির গল্প। উইল পাওয়ার। সব চলে গেলেও সেটি থেকেই যায়। দর্শকের এই রেসপন্স আমাদের আরও সাহস জোগাবে আগামীদিনে আরও ভালো ছবি করার জন্য।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.