চেন্নাই : গতকাল রাতে 'ইন্ডিয়ান 2'-এর সেটে ক্রেন ভেঙে মৃত্য়ু হয়েছে তিন জনের, গুরুতর জখম হয়েছেন 9 জন । মৃত ও আহতদের পরিবারকে 1 কোটি টাকা দিয়ে সাহায্য করছেন ছবির অভিনেতা কমল হাসান ।
কমল বলেন, "দুর্ঘটনা কখনও ধনী-গরীবের মধ্যে ভেদাভেদ করে না । আমি নিজে তিন বছর আগে একটা দুর্ঘটনার মধ্যে পড়েছিলাম, আমি জানি পুরোপুরি সুস্থ হওয়া কতটা সময়সাপেক্ষ । আর এরা প্রত্যেকেই খুব গরীব, চিকিৎসা চালিয়ে যাওয়া কষ্টসাধ্য ।"
তবে এই অনুদান কখনই একটা আস্ত জীবনের ক্ষতিপূরণ হতে পারে না, মনে করেন কমল । যিনি স্বজনহারা হয়েছেন, তার কষ্টকে কখনই মেটাতে পারবে না এই অর্থ, বিশ্বাস করেন অভিনেতা ।
ফিল্ম ইন্ডাস্ট্রি যে এখনও কতটা অসুরক্ষিত এই সমস্ত ঘটনা তা প্রমাণ করে দেয়, বললেন কমল । তাঁর মতে, "চিকিৎসা করা তো অনেক দূরের ব্যাপার । আগে ইন্ডাস্ট্রির প্রত্য়েকটা কর্মীর বিমা করানো উচিত ও যাবতীয় সেফটি মেজ়ার নিয়ে রাখা উচিত ।"
চেন্নাইয়ের কাছে EVP ফিল্ম সিটিতে গতকাল রাতে এই ঘটনা ঘটে । ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন কমল হাসান ও কাজল আগারওয়াল । তাঁরা দু'জনেও একটুর জন্য বেঁচে গেছেন বলে জানালেন অভিনেতা ।