কলকাতা : "তোমাকে দেখি সময়ের সাথে আছ ঠায়, তোমাকে শুনি এই রাগে এই মমতায়", এভাবেই গানের সূচনা করেছেন সুমন । মানুষের ভিড়ে, মানুষের সঙ্গে মিশে কোরোনা মোকাবিলায় যেভাবে উঠেপড়ে লেগেছেন মুখ্যমন্ত্রী, তা দেখে মুগ্ধ সুমন ।
শুধু ত্রাণ নয়, মমতা রাস্তায় নেমে খড়ি কেটে মানুষদের বোঝাচ্ছেন কতটা দূরত্বে দাঁড়াতে হবে তাদের । নিজে হাতে চাল-ডাল-সবজী বিলোচ্ছেন । মমতার এই তৎপরতা ও জনকল্যানের সদিচ্ছাকে কুর্নিশ জানিয়েছেন সুমন ।
সংগীতাচার্য পান্নালাল ঘোষের তৈরি রাগ নুপূরধ্বনিতে শুদ্ধ ধা পর্দাটি লাগিয়ে নতুন রাগের সৃষ্টি করেছেন সুমন । মমতার কথা মনে রেখেই নতুন রাগের নাম দিয়েছেন 'মমতা' ।
"তোমাকে পাই আটপৌড়ের সাবলীলে, তুমি রয়েছ মানুষের পাশে রাস্তায়", মমতার প্রশংসায় পঞ্চমুখ সুমন । তাঁর এই রাগপ্রধান গানে হইচই পড়ে গেছে বিভিন্ন মহলে ।
শুধু সুমন নয়, মমতার কাজে মুগ্ধ রাজ্যবাসী । সেলেব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই একবাক্য়ে মেনে নিচ্ছেন তাঁর লিডারশিপ কোয়ালিটি, তাঁর মানুষের পাশে দাঁড়ানোর অদম্য ইচ্ছেকে শ্রদ্ধা জানাচ্ছেন প্রত্য়েকে ।
কয়েকদিন সৃজিত মুখার্জিও সোশাল মিডিয়া পোস্টের মাধ্য়মে কুর্নিশ জানিয়েছেন মুখ্য়মন্ত্রীকে । রাজনৈতিক মতভেদ থাকলেও, কোরোনা মোকাবিলায় মমতার দক্ষতাকে অস্বীকার করতে পারবে না কোনও শত্রুও, মনে করেন সৃজিত ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">