কলকাতা : জুন মালিয়ার বাড়ি এখন সরগরম । কারণ ছোটোবেলার বন্ধু সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গেই আজ সাত পাকে বাঁধা পড়লেন তিনি ।
জুনের বিয়ের গুঞ্জনটা কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল । শোনা যাচ্ছিল চলতি বছরের ডিসেম্বরই নাকি বিয়েটা সেরে ফেলছেন । আর এই গুঞ্জনকে সত্যি করেই আজ 14 বছরের সম্পর্ককে পরিণতি দিলেন অভিনেত্রী । তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে এর আগে কোনও মন্তব্য করেননি তিনি । ব্যক্তিগত জীবন নিয়ে কোনও দিনই খুব একটা খোলামেলা ভাবে কারও সঙ্গে গল্প করেননি অভিনেত্রী । তাঁর বরাবরই ইচ্ছে ছিল, আগে ছেলেমেয়েরা বড় হোক তারপর না-হয় নিজের জীবনের দিকে নজর দেবেন । সেই মতো একাহাতে সন্তানদের মানুষ করেছেন তিনি ।
-
#MyBestFriendsWedding. An evening of red and blues ... #JuneSourav God bless your togetherness. Whatta party .... Till tomorrow comes. Shadi ho toh aishi !!! Life begins yet again .... pic.twitter.com/lhGJP0EUAl
— Arindam Sil (@silarindam) November 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#MyBestFriendsWedding. An evening of red and blues ... #JuneSourav God bless your togetherness. Whatta party .... Till tomorrow comes. Shadi ho toh aishi !!! Life begins yet again .... pic.twitter.com/lhGJP0EUAl
— Arindam Sil (@silarindam) November 30, 2019#MyBestFriendsWedding. An evening of red and blues ... #JuneSourav God bless your togetherness. Whatta party .... Till tomorrow comes. Shadi ho toh aishi !!! Life begins yet again .... pic.twitter.com/lhGJP0EUAl
— Arindam Sil (@silarindam) November 30, 2019
সন্তানরা এখন অনেকটাই বড় হয়েছে । তাই নতুনভাবে জীবন শুরু করতে চলেছেন জুন, তাঁর মনের মানুষের সঙ্গে । আজ বিয়ে হলেও গতকাল তাঁর বাড়িতে বিয়ের একপ্রস্থ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । টলিপাড়ার একাধিক তারকা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে । ছিলেন পরিচালক অরিন্দম শীলও । এছাড়াও জুনের দুই সন্তান শিবেন্দ্র ও শিবাঙ্গিনী দু'জনকেই দেখা গেছে সেখানে । অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন অরিন্দম ।
সেখানে লাল রঙের সালোয়ার সুটে দেখা গেছে জুনকে । আর সৌরভ পরেছিলেন ঘিয়ে রঙা কুর্তা পাজামা । শিবেন্দ্র ও শিবাঙ্গিনীর সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে নব দম্পতিকে ।
-
#JuneSourav get married. Such a lovely evening. Wait to be revealed. pic.twitter.com/JIGpY9zvHJ
— Arindam Sil (@silarindam) November 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#JuneSourav get married. Such a lovely evening. Wait to be revealed. pic.twitter.com/JIGpY9zvHJ
— Arindam Sil (@silarindam) November 30, 2019#JuneSourav get married. Such a lovely evening. Wait to be revealed. pic.twitter.com/JIGpY9zvHJ
— Arindam Sil (@silarindam) November 30, 2019
কাজের দিক থেকে 'সোয়েটার' ও 'মিতিন মাসি' ছবিতে দেখা গেছে জুনকে । তবে পুজোর আর নতুন কোনও প্রোজেক্টে হাত দেননি তিনি । সম্ভবত বিয়ের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন । সে যাই হোক না কেন নতুন জীবন শুরু করতে চলেছেন জুন-সৌরভ । তাঁদের দু'জনকে আগামী দিনের অনেক শুভেচ্ছা ।