ETV Bharat / sitara

সাত পাকে বাঁধা পড়লেন জুন - জুন মালিয়ার বিয়ে

ছোটোবেলার বন্ধু সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে আজ সাত পাকে বাঁধা পড়লেন জুন মালিয়া । গতকাল তাঁর বাড়িতে বিয়ের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । আর সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন পরিচালক অরিন্দম শীল ।

d
dfxg
author img

By

Published : Dec 1, 2019, 6:20 PM IST

কলকাতা : জুন মালিয়ার বাড়ি এখন সরগরম । কারণ ছোটোবেলার বন্ধু সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গেই আজ সাত পাকে বাঁধা পড়লেন তিনি ।

জুনের বিয়ের গুঞ্জনটা কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল । শোনা যাচ্ছিল চলতি বছরের ডিসেম্বরই নাকি বিয়েটা সেরে ফেলছেন । আর এই গুঞ্জনকে সত্যি করেই আজ 14 বছরের সম্পর্ককে পরিণতি দিলেন অভিনেত্রী । তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে এর আগে কোনও মন্তব্য করেননি তিনি । ব্যক্তিগত জীবন নিয়ে কোনও দিনই খুব একটা খোলামেলা ভাবে কারও সঙ্গে গল্প করেননি অভিনেত্রী । তাঁর বরাবরই ইচ্ছে ছিল, আগে ছেলেমেয়েরা বড় হোক তারপর না-হয় নিজের জীবনের দিকে নজর দেবেন । সেই মতো একাহাতে সন্তানদের মানুষ করেছেন তিনি ।

সন্তানরা এখন অনেকটাই বড় হয়েছে । তাই নতুনভাবে জীবন শুরু করতে চলেছেন জুন, তাঁর মনের মানুষের সঙ্গে । আজ বিয়ে হলেও গতকাল তাঁর বাড়িতে বিয়ের একপ্রস্থ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । টলিপাড়ার একাধিক তারকা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে । ছিলেন পরিচালক অরিন্দম শীলও । এছাড়াও জুনের দুই সন্তান শিবেন্দ্র ও শিবাঙ্গিনী দু'জনকেই দেখা গেছে সেখানে । অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন অরিন্দম ।

সেখানে লাল রঙের সালোয়ার সুটে দেখা গেছে জুনকে । আর সৌরভ পরেছিলেন ঘিয়ে রঙা কুর্তা পাজামা । শিবেন্দ্র ও শিবাঙ্গিনীর সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে নব দম্পতিকে ।

কাজের দিক থেকে 'সোয়েটার' ও 'মিতিন মাসি' ছবিতে দেখা গেছে জুনকে । তবে পুজোর আর নতুন কোনও প্রোজেক্টে হাত দেননি তিনি । সম্ভবত বিয়ের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন । সে যাই হোক না কেন নতুন জীবন শুরু করতে চলেছেন জুন-সৌরভ । তাঁদের দু'জনকে আগামী দিনের অনেক শুভেচ্ছা ।

কলকাতা : জুন মালিয়ার বাড়ি এখন সরগরম । কারণ ছোটোবেলার বন্ধু সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গেই আজ সাত পাকে বাঁধা পড়লেন তিনি ।

জুনের বিয়ের গুঞ্জনটা কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল । শোনা যাচ্ছিল চলতি বছরের ডিসেম্বরই নাকি বিয়েটা সেরে ফেলছেন । আর এই গুঞ্জনকে সত্যি করেই আজ 14 বছরের সম্পর্ককে পরিণতি দিলেন অভিনেত্রী । তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে এর আগে কোনও মন্তব্য করেননি তিনি । ব্যক্তিগত জীবন নিয়ে কোনও দিনই খুব একটা খোলামেলা ভাবে কারও সঙ্গে গল্প করেননি অভিনেত্রী । তাঁর বরাবরই ইচ্ছে ছিল, আগে ছেলেমেয়েরা বড় হোক তারপর না-হয় নিজের জীবনের দিকে নজর দেবেন । সেই মতো একাহাতে সন্তানদের মানুষ করেছেন তিনি ।

সন্তানরা এখন অনেকটাই বড় হয়েছে । তাই নতুনভাবে জীবন শুরু করতে চলেছেন জুন, তাঁর মনের মানুষের সঙ্গে । আজ বিয়ে হলেও গতকাল তাঁর বাড়িতে বিয়ের একপ্রস্থ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । টলিপাড়ার একাধিক তারকা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে । ছিলেন পরিচালক অরিন্দম শীলও । এছাড়াও জুনের দুই সন্তান শিবেন্দ্র ও শিবাঙ্গিনী দু'জনকেই দেখা গেছে সেখানে । অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন অরিন্দম ।

সেখানে লাল রঙের সালোয়ার সুটে দেখা গেছে জুনকে । আর সৌরভ পরেছিলেন ঘিয়ে রঙা কুর্তা পাজামা । শিবেন্দ্র ও শিবাঙ্গিনীর সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে নব দম্পতিকে ।

কাজের দিক থেকে 'সোয়েটার' ও 'মিতিন মাসি' ছবিতে দেখা গেছে জুনকে । তবে পুজোর আর নতুন কোনও প্রোজেক্টে হাত দেননি তিনি । সম্ভবত বিয়ের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন । সে যাই হোক না কেন নতুন জীবন শুরু করতে চলেছেন জুন-সৌরভ । তাঁদের দু'জনকে আগামী দিনের অনেক শুভেচ্ছা ।

Intro:আজ ১ ডিসেম্বর। অনেক মানুষই বিয়ে করছেন আজ। কেননা আজ বিয়ের জন্য একটা শুভ দিন। টলিপাড়ার সেলিব্রিটিদের মধ্যে বিয়ে করছেন জুন মালিয়াও।


Body:জুন তাঁর দীর্ঘদিনের প্রেমিক সৌরভ চট্টোপাধ্যায়কে বিয়ে করছেন। বিষয়টি নিয়ে জুন আগেই কথা বলেছেন ETV ভারত সিতারার সঙ্গে।

জুন একজন ভীষণ প্রাইভেট মানুষ। অধিকাংশ মানুষই জুনকে চেনেন কেবলমাত্র একজন অভিনেত্রী হিসেবে, তাঁর কাজের জন্য। এর বাইরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে জুন নিজেও খুব বেশি খোলামেলা গল্প করেননি কারো সঙ্গে। পার্সনাল এবং প্রাইভেট রেখেছেন ভীষণভাবে। তাঁর বরাবরই ইচ্ছে, আগে ছেলেমেয়েরা বড় হোক তারপর না-হয় নিজের জীবনের দিকে নজর দেবেন।



Conclusion:
তাঁর ছেলেমেয়েরা এখন অনেকটাই বড় হয়েছে। তাই নতুনভাবে জীবন শুরু করতে চলেছেন জুন, তাঁর মনের মানুষের সঙ্গে। তাঁর বিয়েতে একাধিক অনুষ্ঠান হচ্ছে। যেমন গতকালই ছিল একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠান থেকে দীর্ঘদিনের বন্ধু পরিচালক-অভিনেতা অরিন্দম শীল টুইটারে শেয়ার করেছেন ছবি :
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.