ETV Bharat / sitara

Rudrabinar Obhishhap trailer: হাজির রুদ্রবীণার অভিশাপের ট্রেলার, কী বলছেন চরিত্ররা ? - দিতিপ্রিয়া রায়

মুক্তি পেল জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) পরিচালিত ওয়েব সিরিজ 'রুদ্রবীণার অভিশাপ'-এর ট্রেলার (Rudrabinar Obhishhap trailer)।

Joydeep Mukherjee Rudrabinar Obhishhap trailer releases
হাজির 'রুদ্রবীণার অভিশাপ'-এর ট্রেলার, কী বলছেন চরিত্ররা ?
author img

By

Published : Dec 15, 2021, 4:34 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: হইহই করে হাজির হইচই সিরিজ 'রুদ্রবীণার অভিশাপ'-এর ট্রেলার (Rudrabinar Obhishhap trailer)। খুব শীঘ্রই শুরু হবে স্ট্রিমিং ।

'তানসেনের তানপুরা' যাঁরা দেখেছেন তাঁরা চেনেন আলাপ এবং শ্রুতিকে । 'রুদ্রবীণার অভিশাপ'-এ আলাপ, শ্রুতি তো আছেই, থাকছে আরও কয়েকটি নতুন চরিত্র । তাদের সঙ্গেই আলাপ হওয়ার পালা এবার । 'তানসেনের তানপুরা'র মতো 'রুদ্রবীণার অভিশাপ'ও দুটি পার্টে আসবে ।

বলা বাহুল্য, 2019 সালে স্ট্রিমিং হওয়া জনপ্রিয় ওয়েব সিরিজগুলি মধ্যে একটি 'তানসেনের তানপুরা'। দুটি পার্টেই বিপুল সমাদর পায় এই সিরিজ । সুর আর রহস্যে ঠাসা এই সিরিজের মাধ্যমেই ওয়েবে ডেবিউ করেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। 'তানসেনের তানপুরা'র তৃতীয় সিজনে অর্থাৎ 'রুদ্রবীণার অভিশাপ'-এর প্রথম পার্টে জুড়েছে আরও দুটি নাম- দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) এবং সৌরভ দাস (Saurav Das)। এবং ক্যামিও রোলে আছেন ঊষসী রায় । সৌরভ ওয়েবের বহুল পরিচিত মুখ । এক কথায় তাঁকে 'ওয়েব কিং' বলা হয় । অন্যদিকে এই সিরিজের হাত ধরেই ওয়েবে পা রাখলেন দিতিপ্রিয়া রায় ।

'তানসেনের তানপুরা'র আগের দুটি সিজনে দর্শকদের মন কেড়েছেন বিক্রম এবং রূপসা (Rupsa Chatterjee)। এই সিজনেও থাকছেন তাঁরা । এই সিজনটিও মিউজিক্যাল থ্রিলার হিসেবেই আসছে । দিতিপ্রিয়ার চরিত্রের নাম সাজ এবং সৌরভের চরিত্রটির নাম নাদ ।

Joydeep Mukherjee Rudrabinar Obhishhap trailer releases
হাজির 'রুদ্রবীণার অভিশাপ'-এর ট্রেলার, কী বলছেন চরিত্ররা ?

জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) পরিচালিত এই সিরিজের ট্রেলার হাজির হল মঙ্গলবার সন্ধ্যায় । ট্রেলারেই বাজিমাত করল 'রুদ্রবীণার অভিশাপ'। হাজির ছিলেন বিক্রম চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, রূপসা চট্টোপাধ্যায়, সৌরভ দাস, জয়দীপ মুখোপাধ্যায়, ঊষসী রায়-সহ আরও অনেকে ।

আরও পড়ুন: কে পাবে 'তানসেনের তানপুরা' ?

দিতিপ্রিয়া এদিন সাংবাদিকদের বলেন, "প্রথম সব কাজই স্পেশাল হয় । তাই এটাও খুব স্পেশাল আমার কাছে । সৌরভদার সঙ্গে স্ক্রিন শেয়ার করে খুব ভাল লেগেছে । প্রথম স্ক্রিন শেয়ার সৌরভদার সঙ্গে । তানসেনের তানপুরা একটা হিট প্রজেক্ট । তাই রুদ্রবীণার অভিশাপ নিয়েও বেশ ভাল প্রেশার ছিল । সবাই খুব খেটেছি । বাকিটা তো দর্শক বলবেন । অসাধারণ একটা টিম । দারুণ লেগেছে কাজ করে । আমি ওয়েব সিরিজ দেখতে খুব ভালবাসি । আমাদের জেনারেশন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে । আশা রাখি সবাই খুব ভালবাসবে রুদ্রবীণার অভিশাপ । আমার চরিত্রের নাম সাজ । সে সানাই আর বাঁশি বাজায় । তার জীবনে নানা ঝড় ঝাপটা আসে । সামলে নেয় হাসি মুখে, বাকিটা আর বলব না। অভিজ্ঞতা অসাধারণ ।"

সৌরভ বলেন, "আমরা সবাই জানি তানসেনের তানপুরা দারুণ হিট হয়েছে । এ আর রহমান অবধি এই শো-এর নাম নিয়েছিলেন । এটাতে কাজ করা খুব চাপ মনে হয়েছিল । খুব টেনশনে ছিলাম আমি । তানসেনের তানপুরা এত হিট ছিল তাই রুদ্রবীণার অভিশাপকেও হিট করতে হবে, এই চাপ আর চ্যালেঞ্জ দু‘টোই ছিল মনের ভিতরে ৷ সেটা না হলে বিক্রম আমাকে বলতেই পারে, তোর জন্য গেল আমার সব (সহাস্যে)! এত সুন্দর টিম, এত ভাল একজন পরিচালক, একইরকমভাবে জয় সরকারের মতো এমন একজন সঙ্গীত পরিচালক । দারুণ ভাল লেগেছে কাজ করে । তবে, গানে লিপ দেওয়ার সময় মনে হচ্ছিল শোভনকে (গঙ্গোপাধ্যায়) বলি, যে গানটা গেয়েছিস সেটা একবার এক্সপ্রেশন করে লিপ দে (সহাস্যে)।"

Joydeep Mukherjee Rudrabinar Obhishhap trailer releases
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে

বিক্রম বলেন, "আমরা আমাদের নিজেদের মতো করে বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি । যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাদের ক্ষমা করবেন ৷"

ঊষসী রায় এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, "আমি এখনও ঘোরের মধ্যে আছি । এই সিরিজে আমি একটা ক্যামিও করেছি । সত্যিই হইচইয়ের কাছে কৃতজ্ঞ যে আমাকে আজ ডেকেছে । তানসেনের তানপুরা এতটাই প্রেস্টিজিয়াস একটা প্রজেক্ট যে ক্যামিও করতে পারলেও নিজেকে খুব ধন্য মনে হয় ৷ খুব ভাল লাগছে এর অংশ হতে পেরে ।"

আরও পড়ুন: new bengali tv serial: ছোটপর্দায় সোনা রোদের গান গাইবেন পায়েল-ঋষি

রূপসা বলেন, "তানসেনের তানপুরা হোক বা রুদ্রবীণার অভিশাপ, দু‘টোই খুব ইম্পরট্যান্ট । যতদিন ধরে অভিনয় করছি তাতে এটা আমার সবথেকে বড় একটা কাজ । শ্রুতি ক্যারেক্টারটা রূপসার সঙ্গে খুব যায় । আমি ভীষণই খুশি শ্রুতি চরিত্রে কাজ করতে পেরে । যেদিন আমাকে চরিত্রটার জন্য বলা হয়, সেদিনই আমি সুপার এক্সাইটেড ছিলাম । এতটা হিট করবে 'তানসেনের তানপুরা' সত্যিই কেউ অতটা আশাবাদী ছিলাম না । এত গান রয়েছে এর মধ্যে, আদৌ দর্শক কতটা ভাল ভাবে নেবে তা নিয়ে বেশ চিন্তায় ছিলাম । কিন্তু আমাদের সব ধারণা পালটে দিয়েছে । অনেক জটিল গান রয়েছে এই সিজনে । খুব মন দিয়ে কাজ করেছি আমরা সকলে । খুব খেটেছি সবাই । আশা করি সবার ভাল লাগবে । তাছাড়া এখানে দিতিপ্রিয়া এত বাঁশি বাজিয়েছে, এত বাঁশি বাজিয়েছে যে আমায় বেশি কিছু করতে হয়নি ।"

পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় বলেন, "যে পরিস্থিতিতে শুটিং এবং সবটা ঘটেছে সেই সময়টা খুব একটা সহজ ছিল না । বর্ষাকালে শুটিং হয়েছে । প্রতি পদে পদে নানারকম বিপদ ছিল । বিভিন্ন মানুষের শরীর খারাপ-সহ খুব হেকটিক শিডিউলে রুদ্রবীণার অভিশাপ শেষ করতে পেরেছি । এবং সেটা শেষ অবধি দর্শকের কেমন লাগবে সেটাই বড় কথা । কাজ করাটাও খুব চ্যালেঞ্জের ব্যাপার ছিল ৷ কারণ তানসেনের তানপুরা এবং রুদ্রবীণার অভিশাপ সবথেকে দামি প্রজেক্ট হইচইয়ের । জানি না কতটা কী করতে পেরেছি । আমার গোটা টিমকে আমি ধন্যবাদ দেব আমাকে সহযোগিতা করার জন্য । গান ছাড়া এই সিরিজ ভাবাই যায় না । এর জন্য জয়কে সাধুবাদ দিতেই হয় । বিক্রম 104 ডিগ্রি জ্বরেও শুটিং করেছে । একবারের জন্যও বলেনি পারব না । প্রত্যেকে যে পরিস্থিতির মধ্যে শুটিং করেছে তার ফলশ্রুতি আপনারা দেখতে পাবেন ।"

Joydeep Mukherjees Rudrabinar Obhishhap trailer releases
রুদ্রবীণার অভিশাপে দিতিপ্রিয়া

আরও পড়ুন: Bhoy Peyo Na : শ্রাবন্তী-ওমকে সঙ্গে নিয়ে বড়পর্দায় ডেবিউ করছেন অয়ন দে

'রুদ্রবীণার অভিশাপ' নিয়ে যথেষ্ট আশাবাদী সুরকার জয় সরকার । তিনি বলেন, "জার্নিটা খুব এক্সাইটিং আমার কাছে । হইচইকে কৃতজ্ঞতা জানাই আমাকে এই কাজের অংশ করার জন্য । এই প্যাঁচালো গল্প এত সুন্দর করে করানোর পিছনে যার অবদান সেই সৌগতকেও অসংখ্য ধব্যবাদ । গান লিখেছেন শ্রীজাত । শ্রীজাত ছাড়া আমি আমার কাজটা করতে পারতাম না । জয়দীপদার কথা আর নতুন কী বলব ? সব মিলিয়ে খুব ভাল একটা জার্নি পার করলাম । আশা রাখি ভাল লাগবে সবার ।"

হইচই-তে ২৪ ডিসেম্বর থেকে স্ট্রিমিং শুরু 'রুদ্রবীণার অভিশাপ'-এর।

কলকাতা, 15 ডিসেম্বর: হইহই করে হাজির হইচই সিরিজ 'রুদ্রবীণার অভিশাপ'-এর ট্রেলার (Rudrabinar Obhishhap trailer)। খুব শীঘ্রই শুরু হবে স্ট্রিমিং ।

'তানসেনের তানপুরা' যাঁরা দেখেছেন তাঁরা চেনেন আলাপ এবং শ্রুতিকে । 'রুদ্রবীণার অভিশাপ'-এ আলাপ, শ্রুতি তো আছেই, থাকছে আরও কয়েকটি নতুন চরিত্র । তাদের সঙ্গেই আলাপ হওয়ার পালা এবার । 'তানসেনের তানপুরা'র মতো 'রুদ্রবীণার অভিশাপ'ও দুটি পার্টে আসবে ।

বলা বাহুল্য, 2019 সালে স্ট্রিমিং হওয়া জনপ্রিয় ওয়েব সিরিজগুলি মধ্যে একটি 'তানসেনের তানপুরা'। দুটি পার্টেই বিপুল সমাদর পায় এই সিরিজ । সুর আর রহস্যে ঠাসা এই সিরিজের মাধ্যমেই ওয়েবে ডেবিউ করেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। 'তানসেনের তানপুরা'র তৃতীয় সিজনে অর্থাৎ 'রুদ্রবীণার অভিশাপ'-এর প্রথম পার্টে জুড়েছে আরও দুটি নাম- দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) এবং সৌরভ দাস (Saurav Das)। এবং ক্যামিও রোলে আছেন ঊষসী রায় । সৌরভ ওয়েবের বহুল পরিচিত মুখ । এক কথায় তাঁকে 'ওয়েব কিং' বলা হয় । অন্যদিকে এই সিরিজের হাত ধরেই ওয়েবে পা রাখলেন দিতিপ্রিয়া রায় ।

'তানসেনের তানপুরা'র আগের দুটি সিজনে দর্শকদের মন কেড়েছেন বিক্রম এবং রূপসা (Rupsa Chatterjee)। এই সিজনেও থাকছেন তাঁরা । এই সিজনটিও মিউজিক্যাল থ্রিলার হিসেবেই আসছে । দিতিপ্রিয়ার চরিত্রের নাম সাজ এবং সৌরভের চরিত্রটির নাম নাদ ।

Joydeep Mukherjee Rudrabinar Obhishhap trailer releases
হাজির 'রুদ্রবীণার অভিশাপ'-এর ট্রেলার, কী বলছেন চরিত্ররা ?

জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) পরিচালিত এই সিরিজের ট্রেলার হাজির হল মঙ্গলবার সন্ধ্যায় । ট্রেলারেই বাজিমাত করল 'রুদ্রবীণার অভিশাপ'। হাজির ছিলেন বিক্রম চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, রূপসা চট্টোপাধ্যায়, সৌরভ দাস, জয়দীপ মুখোপাধ্যায়, ঊষসী রায়-সহ আরও অনেকে ।

আরও পড়ুন: কে পাবে 'তানসেনের তানপুরা' ?

দিতিপ্রিয়া এদিন সাংবাদিকদের বলেন, "প্রথম সব কাজই স্পেশাল হয় । তাই এটাও খুব স্পেশাল আমার কাছে । সৌরভদার সঙ্গে স্ক্রিন শেয়ার করে খুব ভাল লেগেছে । প্রথম স্ক্রিন শেয়ার সৌরভদার সঙ্গে । তানসেনের তানপুরা একটা হিট প্রজেক্ট । তাই রুদ্রবীণার অভিশাপ নিয়েও বেশ ভাল প্রেশার ছিল । সবাই খুব খেটেছি । বাকিটা তো দর্শক বলবেন । অসাধারণ একটা টিম । দারুণ লেগেছে কাজ করে । আমি ওয়েব সিরিজ দেখতে খুব ভালবাসি । আমাদের জেনারেশন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে । আশা রাখি সবাই খুব ভালবাসবে রুদ্রবীণার অভিশাপ । আমার চরিত্রের নাম সাজ । সে সানাই আর বাঁশি বাজায় । তার জীবনে নানা ঝড় ঝাপটা আসে । সামলে নেয় হাসি মুখে, বাকিটা আর বলব না। অভিজ্ঞতা অসাধারণ ।"

সৌরভ বলেন, "আমরা সবাই জানি তানসেনের তানপুরা দারুণ হিট হয়েছে । এ আর রহমান অবধি এই শো-এর নাম নিয়েছিলেন । এটাতে কাজ করা খুব চাপ মনে হয়েছিল । খুব টেনশনে ছিলাম আমি । তানসেনের তানপুরা এত হিট ছিল তাই রুদ্রবীণার অভিশাপকেও হিট করতে হবে, এই চাপ আর চ্যালেঞ্জ দু‘টোই ছিল মনের ভিতরে ৷ সেটা না হলে বিক্রম আমাকে বলতেই পারে, তোর জন্য গেল আমার সব (সহাস্যে)! এত সুন্দর টিম, এত ভাল একজন পরিচালক, একইরকমভাবে জয় সরকারের মতো এমন একজন সঙ্গীত পরিচালক । দারুণ ভাল লেগেছে কাজ করে । তবে, গানে লিপ দেওয়ার সময় মনে হচ্ছিল শোভনকে (গঙ্গোপাধ্যায়) বলি, যে গানটা গেয়েছিস সেটা একবার এক্সপ্রেশন করে লিপ দে (সহাস্যে)।"

Joydeep Mukherjee Rudrabinar Obhishhap trailer releases
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে

বিক্রম বলেন, "আমরা আমাদের নিজেদের মতো করে বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি । যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাদের ক্ষমা করবেন ৷"

ঊষসী রায় এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, "আমি এখনও ঘোরের মধ্যে আছি । এই সিরিজে আমি একটা ক্যামিও করেছি । সত্যিই হইচইয়ের কাছে কৃতজ্ঞ যে আমাকে আজ ডেকেছে । তানসেনের তানপুরা এতটাই প্রেস্টিজিয়াস একটা প্রজেক্ট যে ক্যামিও করতে পারলেও নিজেকে খুব ধন্য মনে হয় ৷ খুব ভাল লাগছে এর অংশ হতে পেরে ।"

আরও পড়ুন: new bengali tv serial: ছোটপর্দায় সোনা রোদের গান গাইবেন পায়েল-ঋষি

রূপসা বলেন, "তানসেনের তানপুরা হোক বা রুদ্রবীণার অভিশাপ, দু‘টোই খুব ইম্পরট্যান্ট । যতদিন ধরে অভিনয় করছি তাতে এটা আমার সবথেকে বড় একটা কাজ । শ্রুতি ক্যারেক্টারটা রূপসার সঙ্গে খুব যায় । আমি ভীষণই খুশি শ্রুতি চরিত্রে কাজ করতে পেরে । যেদিন আমাকে চরিত্রটার জন্য বলা হয়, সেদিনই আমি সুপার এক্সাইটেড ছিলাম । এতটা হিট করবে 'তানসেনের তানপুরা' সত্যিই কেউ অতটা আশাবাদী ছিলাম না । এত গান রয়েছে এর মধ্যে, আদৌ দর্শক কতটা ভাল ভাবে নেবে তা নিয়ে বেশ চিন্তায় ছিলাম । কিন্তু আমাদের সব ধারণা পালটে দিয়েছে । অনেক জটিল গান রয়েছে এই সিজনে । খুব মন দিয়ে কাজ করেছি আমরা সকলে । খুব খেটেছি সবাই । আশা করি সবার ভাল লাগবে । তাছাড়া এখানে দিতিপ্রিয়া এত বাঁশি বাজিয়েছে, এত বাঁশি বাজিয়েছে যে আমায় বেশি কিছু করতে হয়নি ।"

পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় বলেন, "যে পরিস্থিতিতে শুটিং এবং সবটা ঘটেছে সেই সময়টা খুব একটা সহজ ছিল না । বর্ষাকালে শুটিং হয়েছে । প্রতি পদে পদে নানারকম বিপদ ছিল । বিভিন্ন মানুষের শরীর খারাপ-সহ খুব হেকটিক শিডিউলে রুদ্রবীণার অভিশাপ শেষ করতে পেরেছি । এবং সেটা শেষ অবধি দর্শকের কেমন লাগবে সেটাই বড় কথা । কাজ করাটাও খুব চ্যালেঞ্জের ব্যাপার ছিল ৷ কারণ তানসেনের তানপুরা এবং রুদ্রবীণার অভিশাপ সবথেকে দামি প্রজেক্ট হইচইয়ের । জানি না কতটা কী করতে পেরেছি । আমার গোটা টিমকে আমি ধন্যবাদ দেব আমাকে সহযোগিতা করার জন্য । গান ছাড়া এই সিরিজ ভাবাই যায় না । এর জন্য জয়কে সাধুবাদ দিতেই হয় । বিক্রম 104 ডিগ্রি জ্বরেও শুটিং করেছে । একবারের জন্যও বলেনি পারব না । প্রত্যেকে যে পরিস্থিতির মধ্যে শুটিং করেছে তার ফলশ্রুতি আপনারা দেখতে পাবেন ।"

Joydeep Mukherjees Rudrabinar Obhishhap trailer releases
রুদ্রবীণার অভিশাপে দিতিপ্রিয়া

আরও পড়ুন: Bhoy Peyo Na : শ্রাবন্তী-ওমকে সঙ্গে নিয়ে বড়পর্দায় ডেবিউ করছেন অয়ন দে

'রুদ্রবীণার অভিশাপ' নিয়ে যথেষ্ট আশাবাদী সুরকার জয় সরকার । তিনি বলেন, "জার্নিটা খুব এক্সাইটিং আমার কাছে । হইচইকে কৃতজ্ঞতা জানাই আমাকে এই কাজের অংশ করার জন্য । এই প্যাঁচালো গল্প এত সুন্দর করে করানোর পিছনে যার অবদান সেই সৌগতকেও অসংখ্য ধব্যবাদ । গান লিখেছেন শ্রীজাত । শ্রীজাত ছাড়া আমি আমার কাজটা করতে পারতাম না । জয়দীপদার কথা আর নতুন কী বলব ? সব মিলিয়ে খুব ভাল একটা জার্নি পার করলাম । আশা রাখি ভাল লাগবে সবার ।"

হইচই-তে ২৪ ডিসেম্বর থেকে স্ট্রিমিং শুরু 'রুদ্রবীণার অভিশাপ'-এর।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.