ETV Bharat / sitara

John Abraham on Attack : 'আরআরআর'-এর পরেই আসছে তাঁর ছবি, আমরা কারও দু'নম্বর নই বললেন জন - John Abraham on RRR Attack Release

'আরআরআর' ছবির একসপ্তাহ পরেই আসছে জন আব্রাহামের নতুন ছবি 'অ্যাটাক' ৷ তবে তার কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছেন জন ৷ জনের এই ছবি পর্দায় মুক্তি পেতে চলেছে 1 এপ্রিল (John Abraham on RRR Attack Release)৷

John Abraham on Attack Movie release
'আরআরআর'-এর পরেই আসছে তাঁর ছবি, আমরা কারও দু'নম্বর নই বললেন জন
author img

By

Published : Mar 23, 2022, 10:43 AM IST

মুম্বই, 23 মার্চ : ট্রেলার সামনে আসার সঙ্গে সঙ্গেই অভিনেতা জন আব্রাহাম জানিয়েছেন তাঁর আগামী অ্যাকশন থ্রিলার 'অ্যাটাক' নিয়ে তিনি ভীষণ আত্মবিশ্বাসী ৷ তাঁর মতে দর্শকদের মধ্যে এবং প্রেক্ষাগৃহে রীতিমত সাড়া ফেলবে এই ছবি ৷ জনের এই ছবি পর্দায় মুক্তি পেতে চলেছে 1 এপ্রিল ৷ তার ঠিক আগের সপ্তাহেই অর্থাৎ 25 মার্চ পর্দায় আসতে চলেছে বর্ষীয়ান দক্ষিণী পরিচালক রাজামৌলির বহু প্রতিক্ষিত ছবি 'আরআরআর'৷ একদিকে যেমন 'অ্যাটাক' ছবিটির পিছনে পেন স্টুডিয়ো তেমনই আবার আবার উত্তর ভারতে 'আরআরআর' ছবির ডিজিটাল এবং থ্রিয়েট্রিক্য়াল রাইটসও রয়েছে তাঁদের হাতে (John Abraham on RRR Attack Release) ৷

ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই জনকে প্রশ্ন করা হয়েছিল তাঁর এই নতুন ছবি মোটামুটি কতসংখ্য়ক স্ক্রিন পেতে চলেছে, কারণ এক্ষেত্রেও রাজামৌলির 'আরআরআর'-ই বেশি প্রাধান্য পাবে বলে মনে করছেন দর্শকরা ৷ তবে জন বলেন, "আমাদেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আমরা যথেষ্ট পরিমাণে স্ক্রিন পাব ৷ আমারদের পার্টনাররা আমাদের আশ্বস্ত করেছেন যে ভাল স্ক্রিনিং হবে ৷ রাজামৌলি স্যার এবং তাঁর কাজের প্রতি আমার ভীষণ শ্রদ্ধা আছে এবং আমরা যে কাজ করেছি তার প্রতি আমার শ্রদ্ধা অপরিসীম ৷ আমরা নিশ্চিতভাবেই কারোর কাছে দু'নম্বর নই ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

পেন স্টুডিয়োর এমডি জয়ন্তীলাল গড়া অবশ্য জানিয়েছেন বক্স অফিসে এমন প্রচুর উদাহরণ রয়েছে যেখানে দুটি ছবি একইদিনে মুক্তি পেয়েছে আর দুটোই সুপারহিট হয়েছে ৷ লক্ষ রাজ আনন্দ পরিচালিত 'অ্যাটাক' ছবিতে জনকে দেখা যাবে একজন 'সুপার সোলজার'-এর ভূমিকায় ৷

আরও পড়ুন : খোলামেলা আড্ডায় টিম 'আহাম্মক'

এমনকী ছবির দ্বিতীয় পর্বের কাজও শুরু হবে খুব তাড়াতাড়ি ৷ এই নিয়ে জন বলেন, "আমাদের কাছে স্ক্রিপ্ট তৈরি রয়েছে, কিন্তু কখন আমরা এ নিয়ে কাজ শুরু করব তা এখনই বলতে পারছি না ৷ আপনি এবং আপনার স্টুডিয়ো পার্টনার যখন সহমত হন তখনই পার্ট টু নিয়ে ভাবনা চিন্তা করা যায় ৷ কিন্তু জয়ন্তীভাই বললেন, আসুন আগে সিক্যুয়ালের জন্য স্বাক্ষর করি তারপর ছবির প্রথম পর্ব রিলিজ করি ৷ এটাই ছিল তাঁর আত্মবিশ্বাসের মাত্রা ৷"

মুম্বই, 23 মার্চ : ট্রেলার সামনে আসার সঙ্গে সঙ্গেই অভিনেতা জন আব্রাহাম জানিয়েছেন তাঁর আগামী অ্যাকশন থ্রিলার 'অ্যাটাক' নিয়ে তিনি ভীষণ আত্মবিশ্বাসী ৷ তাঁর মতে দর্শকদের মধ্যে এবং প্রেক্ষাগৃহে রীতিমত সাড়া ফেলবে এই ছবি ৷ জনের এই ছবি পর্দায় মুক্তি পেতে চলেছে 1 এপ্রিল ৷ তার ঠিক আগের সপ্তাহেই অর্থাৎ 25 মার্চ পর্দায় আসতে চলেছে বর্ষীয়ান দক্ষিণী পরিচালক রাজামৌলির বহু প্রতিক্ষিত ছবি 'আরআরআর'৷ একদিকে যেমন 'অ্যাটাক' ছবিটির পিছনে পেন স্টুডিয়ো তেমনই আবার আবার উত্তর ভারতে 'আরআরআর' ছবির ডিজিটাল এবং থ্রিয়েট্রিক্য়াল রাইটসও রয়েছে তাঁদের হাতে (John Abraham on RRR Attack Release) ৷

ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই জনকে প্রশ্ন করা হয়েছিল তাঁর এই নতুন ছবি মোটামুটি কতসংখ্য়ক স্ক্রিন পেতে চলেছে, কারণ এক্ষেত্রেও রাজামৌলির 'আরআরআর'-ই বেশি প্রাধান্য পাবে বলে মনে করছেন দর্শকরা ৷ তবে জন বলেন, "আমাদেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আমরা যথেষ্ট পরিমাণে স্ক্রিন পাব ৷ আমারদের পার্টনাররা আমাদের আশ্বস্ত করেছেন যে ভাল স্ক্রিনিং হবে ৷ রাজামৌলি স্যার এবং তাঁর কাজের প্রতি আমার ভীষণ শ্রদ্ধা আছে এবং আমরা যে কাজ করেছি তার প্রতি আমার শ্রদ্ধা অপরিসীম ৷ আমরা নিশ্চিতভাবেই কারোর কাছে দু'নম্বর নই ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

পেন স্টুডিয়োর এমডি জয়ন্তীলাল গড়া অবশ্য জানিয়েছেন বক্স অফিসে এমন প্রচুর উদাহরণ রয়েছে যেখানে দুটি ছবি একইদিনে মুক্তি পেয়েছে আর দুটোই সুপারহিট হয়েছে ৷ লক্ষ রাজ আনন্দ পরিচালিত 'অ্যাটাক' ছবিতে জনকে দেখা যাবে একজন 'সুপার সোলজার'-এর ভূমিকায় ৷

আরও পড়ুন : খোলামেলা আড্ডায় টিম 'আহাম্মক'

এমনকী ছবির দ্বিতীয় পর্বের কাজও শুরু হবে খুব তাড়াতাড়ি ৷ এই নিয়ে জন বলেন, "আমাদের কাছে স্ক্রিপ্ট তৈরি রয়েছে, কিন্তু কখন আমরা এ নিয়ে কাজ শুরু করব তা এখনই বলতে পারছি না ৷ আপনি এবং আপনার স্টুডিয়ো পার্টনার যখন সহমত হন তখনই পার্ট টু নিয়ে ভাবনা চিন্তা করা যায় ৷ কিন্তু জয়ন্তীভাই বললেন, আসুন আগে সিক্যুয়ালের জন্য স্বাক্ষর করি তারপর ছবির প্রথম পর্ব রিলিজ করি ৷ এটাই ছিল তাঁর আত্মবিশ্বাসের মাত্রা ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.