ETV Bharat / sitara

"জল বাঁচান", আবেদন টলিউডের তরুণ ব্রিগেডের - ঋতব্রত মুখার্জি

'ওপেনটি বায়োস্কোপ' ছবিটি টলিউডে এক সারি নতুন অভিনেতাকে প্রকাশ্যে আনে। তাঁদের মধ্যে ঋদ্ধি সেন ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন জাতীয় পুরস্কার। কলকাতা ও মুম্বইতে চুটিয়ে অভিনয় করে চলেছেন তিনি। ঋতব্রত মুখোপাধ্যায়, সুরঙ্গনা, ধি মজুমদার ও রাজর্ষির সঙ্গেও দর্শকের পরিচয় করায় ছবিটি। এই ছবিটি এঁদের বন্ধুত্বের প্রতীকও বটে। ছবিটির পোস্টার অনেকেরই চেনা। আর সেই চেনা পোস্টারের ধাঁচেই জল বাঁচাও সচেতনতা তৈরি করার চেষ্টা করলেন এই তরুণ ব্রিগেড।

ঋতব্রত মুখার্জি
author img

By

Published : Jul 5, 2019, 4:29 PM IST

কলকাতা: 'কাহানি' ছবিটি দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও 'ওপেন টি বায়োস্কোপ' ছবিটি একটা নতুন পরিচিতি দিয়েছে ঋতব্রত মুখার্জিকে। এর মধ্যে অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন তিনি, পরিচালনা করে ফেলেছেন একটি শর্টফিল্মও। তবে 'ওপেন টি বায়োস্কোপ' ছবিটি নিয়ে নস্টালজিয়া কাটেনি ঋতব্রতর। পুরোনো ছবির পোস্টারটির সঙ্গে নিজেদের এখনকার একটি ছবিও শেয়ার করেছেন ঋতব্রত মুখোপাধ্যায়। আর তার মাধ্যমেই জলের ব্যবহার নিয়ে সচেতনতা তৈরি করার চেষ্টা করেছেন তিনি।

ঋতব্রত লিখেছেন, "আমাদের বড় হয়ে ওঠার গল্প 'ওপেন টি বাইস্কোপ'। মানুষ যত বড় হয়, ততই তাঁর বন্ধুদের হারিয়ে ফেলতে থাকে। তাঁর জীবনে বিশ্বস্ত মানুষের সংখ্যা কমতে থাকে। এই সময় দাঁড়িয়ে প্রতিযোগিতা শব্দটা ভীষণ অস্বাস্থ্যকর হয়ে গেছে। রেষারেষি মানুষকে শেষ করে দিচ্ছে, বন্ধুত্ব বিষয়টা এখন শুধু ফেসবুক স্টেটাসেই সীমাবদ্ধ। আমরা পাঁচজন এই রেষারেষি থেকে নিজেদের বাঁচিয়ে চলি।"

এরপর ঋতব্রত 'ওপেন টি বায়োস্কোপ' ছবিটিকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ এই ছবিটিই তাঁদের বন্ধুত্বের সূত্রপাত। শত ব্যস্ততার মাঝেও বেঁচে আছে তাঁদের সম্পর্ক, যেটা হোয়াটস্য়াপ গ্রুপ, কনফারেন্স কল বা দেখা করার উর্ধ্বে কিছু একটা। অভিনেতা লিখেছেন, "চারজন আজ আমার বাড়িতে এল। বৃষ্টির জল জমানোর জন্য একটা চৌবাচ্চা আছে আমাদের বাড়িতে। আমরা সকলে সেখানে স্নান করলাম। আমার মা রান্না করেছিল। খেয়েদেয়ে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম।"

এরপর ঋতব্রত লিখেছেন, "আরও একটি বিষয়। আমাদের দেশে এই মুহূর্তে এখন জলের সংকট দেখা দিয়েছে। দেশের বেশ কিছু অঞ্চল জলের অভাবে শুকিয়ে যাচ্ছে। মানুষ পরিমিত জল পাচ্ছে না। এই সময় দয়া করে আপনারা কেউ জল অপচয় করবেন না। বিলাসিতা ভুলে যান। এখন বর্ষাকাল। বৃষ্টির জল বালতিতে ভরে রাখুন। সেই জল ব্যবহার করুন স্নানের ক্ষেত্রে। অন্যদেরও সেই বার্তা দিন। এটা আমাদের অনুরোধ। জল বাঁচান।"

দেখে নিন ঋতব্রতর সেই পোস্টটি...

কলকাতা: 'কাহানি' ছবিটি দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও 'ওপেন টি বায়োস্কোপ' ছবিটি একটা নতুন পরিচিতি দিয়েছে ঋতব্রত মুখার্জিকে। এর মধ্যে অনেকগুলো ছবিতে অভিনয় করেছেন তিনি, পরিচালনা করে ফেলেছেন একটি শর্টফিল্মও। তবে 'ওপেন টি বায়োস্কোপ' ছবিটি নিয়ে নস্টালজিয়া কাটেনি ঋতব্রতর। পুরোনো ছবির পোস্টারটির সঙ্গে নিজেদের এখনকার একটি ছবিও শেয়ার করেছেন ঋতব্রত মুখোপাধ্যায়। আর তার মাধ্যমেই জলের ব্যবহার নিয়ে সচেতনতা তৈরি করার চেষ্টা করেছেন তিনি।

ঋতব্রত লিখেছেন, "আমাদের বড় হয়ে ওঠার গল্প 'ওপেন টি বাইস্কোপ'। মানুষ যত বড় হয়, ততই তাঁর বন্ধুদের হারিয়ে ফেলতে থাকে। তাঁর জীবনে বিশ্বস্ত মানুষের সংখ্যা কমতে থাকে। এই সময় দাঁড়িয়ে প্রতিযোগিতা শব্দটা ভীষণ অস্বাস্থ্যকর হয়ে গেছে। রেষারেষি মানুষকে শেষ করে দিচ্ছে, বন্ধুত্ব বিষয়টা এখন শুধু ফেসবুক স্টেটাসেই সীমাবদ্ধ। আমরা পাঁচজন এই রেষারেষি থেকে নিজেদের বাঁচিয়ে চলি।"

এরপর ঋতব্রত 'ওপেন টি বায়োস্কোপ' ছবিটিকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ এই ছবিটিই তাঁদের বন্ধুত্বের সূত্রপাত। শত ব্যস্ততার মাঝেও বেঁচে আছে তাঁদের সম্পর্ক, যেটা হোয়াটস্য়াপ গ্রুপ, কনফারেন্স কল বা দেখা করার উর্ধ্বে কিছু একটা। অভিনেতা লিখেছেন, "চারজন আজ আমার বাড়িতে এল। বৃষ্টির জল জমানোর জন্য একটা চৌবাচ্চা আছে আমাদের বাড়িতে। আমরা সকলে সেখানে স্নান করলাম। আমার মা রান্না করেছিল। খেয়েদেয়ে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম।"

এরপর ঋতব্রত লিখেছেন, "আরও একটি বিষয়। আমাদের দেশে এই মুহূর্তে এখন জলের সংকট দেখা দিয়েছে। দেশের বেশ কিছু অঞ্চল জলের অভাবে শুকিয়ে যাচ্ছে। মানুষ পরিমিত জল পাচ্ছে না। এই সময় দয়া করে আপনারা কেউ জল অপচয় করবেন না। বিলাসিতা ভুলে যান। এখন বর্ষাকাল। বৃষ্টির জল বালতিতে ভরে রাখুন। সেই জল ব্যবহার করুন স্নানের ক্ষেত্রে। অন্যদেরও সেই বার্তা দিন। এটা আমাদের অনুরোধ। জল বাঁচান।"

দেখে নিন ঋতব্রতর সেই পোস্টটি...

Intro:'ওপেনটি বায়োস্কোপ' ছবিটি টলিউডের পরিচয় করিয়ে দিয়েছিল নতুন প্রজন্মের কয়েকজন অভিনেতার সঙ্গে। তাঁদের মধ্যে ঋদ্ধি সেন ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন জাতীয় পুরস্কার। কলকাতা মুম্বইতে চুটিয়ে অভিনয় করে চলেছেন। ঋতব্রত মুখোপাধ্যায়, সুরঙ্গনাও তাই। ধি মজুমদার, রাজর্ষিও ওপেনটি বায়োস্কোপ ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবিটি এঁদের বন্ধুত্বের প্রতীক ছবি। এই পাঁচজনের ছবির পোস্টার অনেকেরই চেনা। আর সেই চেনা পোস্টারের ধাঁচেই জল বাঁচাও সচেতনতা গড়ে তুললেন এই তরুণ ব্রিগেড।


Body:ঋতব্রত মুখোপাধ্যায় বললেন, "আমাদের বড় হয়ে ওঠার গল্প ওপেনটি বাইস্কোপ। মানুষ বড় হয় যখন ধীরে ধীরে তাঁর বন্ধুদের হারিয়ে ফেলতে থাকে। তাঁর জীবনে বিশ্বস্ত মানুষের সংখ্যা কমে যায়। এই সময় দাঁড়িয়ে প্রতিযোগিতার শব্দটা ভীষণ অস্বাস্থ্যকর হয়ে গেছে। রেষারেষি মানুষকে শেষ করে দিচ্ছে, আর বন্ধুত্ব বিষয়টা এখন শুধু ফেসবুক স্ট্যাটাসেই সীমাবদ্ধ। আমরা পাঁচজন এই রেষারেষি থেকে নিজেদের বাঁচিয়ে চলি।"

ঋতব্রত আরও বলেন, "এই ছবিটি আমাদের জীবন পাল্টে দিয়েছে। চলচ্চিত্র জগতে ছবিটি শুধুই একটি মাইলফলক নয়। ছবিটি ইন্ডাস্ট্রিকে পাঁচজন অভিনেতা উপহার দিয়েছে যাঁরা নিজেদের বন্ধু বলতে পারে। এই সময় আমরা সবাই নিজেদের কাজে ব্যস্ত। ধি ব্যাঙ্গালুরুতে থাকে। খুব কম কলকাতায় আসে। ঋদ্ধির আর আমার এখন শুধু ইভেন্টে দেখা হয়। সুরঙ্গনা আর রাজর্ষিও নিজেদের কাজে ব্যস্ত। কিন্তু তাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ, কনফারেন্স কল, মাঝেমধ্যে দেখা হওয়ার ঊর্ধ্বে আমাদের বন্ধন। এঁরা চারজন আমার বাড়িতে এল। বৃষ্টির জল জমানোর মতো একটা চৌবাচ্চা আছে আমাদের বাড়িতে। আমরা সকলে সেখানে স্নান করলাম। আমার মা রান্না করেছিল। খেয়েদেয়ে আমরা অনেক আড্ডা দিলাম। অনিন্দ্য চাটার্জির 'ওপেনটি বায়োস্কোপ' আমাদের মধ্যে এই বন্ডিংটা তৈরি করেছে। আমরা এমন কয়েকজন বন্ধু পেয়েছি যাঁদের চোখ বন্ধ করে ভরসা করা যায়। আর আমার মনে হয় আমি এখন বড় হয়নি। আমি এখনও সেই ছবির কচুয়া। অরোরা ফোয়ারা, চরণ, তিতির আর গোপা।"






Conclusion:আবেগতাড়িত হয়ে ঋতব্রত বললেন, "অনেকদিন ধরে ভাবছিলাম এই ছবির পোস্টারটি নতুন করে বানাব। শেষমেষ এটা সম্ভব হল। আমার বাবাকে (পড়ুন শান্তিলাল মুখোপাধ্যায়) ধন্যবাদ জানাতে চাই ছবিটা তোলার জন্য।"

এর সঙ্গে আরো একটি বার্তা দিলেন ঋতব্রত, "আরও একটি বিষয়। আমাদের দেশে এই মুহূর্তে এখন জলের সংকট দেখা দিয়েছে। দেশের বেশকিছু অঞ্চল জলের অভাবে শুকিয়ে যাচ্ছে। মানুষ পরিমিত জল পাচ্ছে না। এই সময় দয়া করে আপনারা কেউ জল অপচয় করবেন না। বিলাসিতা ভুলে যান। এখন বর্ষাকাল। বৃষ্টির জল বালতিতে ভরে রাখুন। সেই জল ব্যবহার করুন স্নানের ক্ষেত্রে। অন্যদেরও সেই বার্তা দিন। এটা আমাদের অনুরোধ। জল বাঁচান।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.