কলকাতা : ঋতুপর্ণ সেনগুপ্তের একাধিক ছবিতে অভিনয় করেছেন জিশু সেনগুপ্ত । তিনি বারবার স্বীকার করেন যে, ঋতুপর্ণ এক জিশুর মধ্যে থেকে এক অন্য অভিনেতাকে আবিষ্কার করেছেন, সবার সামনে প্রকাশ করেছেন । আজ পরিচালকের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে মনে করলেন অভিনেতা ।
'চিত্রাঙ্গদা' ছবিতে ঋতুপর্ণের প্রেমিক হিসেবে অভিনয় করেছিলেন জিশু । আন্তর্জাতিক স্তরে ভূয়সী প্রশংসা পায় ছবিটি । সেই ছবির শুটিং চলাকালীন তোলা একটি স্টিল শেয়ার করেছেন জিশু ।
দু'জনে কাছাকাছি মোবাইলের স্ক্রিনে তাকিয়ে, আয়নায় তাঁদের প্রতিফলন । জিশু লিখেছেন, "ভালো থেকো...আদর"
জিশুর এই ছবি যেন পরিচালকের সঙ্গে অভিনেতা ঋতুকেও মনে করিয়ে দেয় । একই অঙ্গে বহু গুণের অধিকারী ছিলেন তিনি ।
দেখে নিন জিশুর পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">