কলকাতা : নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে পাভেল পরিচালিত ছবি 'অসুর'। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জিৎ, আবীর ও নুসরতকে । ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ট্রেলার । বছর কয়েক আগে কলকাতায় সব থেকে বড় দুর্গাপুজো হয়েছিল । পুজো শেষ হওয়ার আগেই সেটি দর্শকদের জন্য বন্ধ হয়ে যায় । ছবির প্রেক্ষাপটও এই ঘটনাকে কেন্দ্র করে । যার মধ্যে রয়েছে ভালোবাসা ও বিচ্ছেদের এক কাহিনি । ছবি মুক্তির আগে 2019-এর শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন ছবির কলাকুশলীরা ।
ছবি সম্পর্কে জিৎ বলেন, "2015 সালের একটি দুর্গাপুজোকে কেন্দ্র করে যে সব ঘটনা দেখা গেছিল সেটাই এই ছবির প্রধান বিষয়বস্তু । যার সঙ্গে ফিকশন যোগ করা হয়েছে । সেখানে উঠে আসবে আমাদের তিনজন বন্ধুর গল্প ।"
দ্বিতীয়বার জিৎ-এর সঙ্গে কাজ করা প্রসঙ্গে আবির চট্টোপাধ্যায় বলেন, "আমি আগেও বলেছি একটা ছবি মানেই এতগুলি মানুষের পরিশ্রম, এতগুলো মানুষের অভিনয় । জিৎ এর সঙ্গে আমি প্রায় ছয় বছর পরে আবার কাজ করলাম । আর নুসরতের সঙ্গে জুটি হিসেবে এটা আমার প্রথম ছবি । তাই আমার বারবারই মনে হয়েছে, আমাদের তিনজনের কেমিস্ট্রি যদি খুব ভালো না হয় তাহলে ছবির বিষয়বস্তু ঠিক ভাবে উঠে আসবে না ।"
ছবিতে অদিতির চরিত্রে অভিনয় করেছেন নুসরত । বলেন, "সত্যিই চরিত্রটা একদম অন্যরকম ছিল বলে অভিজ্ঞতা সম্পূর্ণই আলাদা । এই ধরনের স্ক্রিপ্ট কিন্তু আজকালকার দিনে অভিনেতাদের খুব একটা অফার করা হয় না । এই ছবিতে আমার চরিত্রের অনেকগুলি শেড রয়েছে, তার জন্য আমার মনে হয়েছে এটা আমার জীবনের অন্যতম সেরা একটি চরিত্র ।"।