ETV Bharat / sitara

নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে 'অসুর' - undefined

বছর কয়েক আগে কলকাতায় সব থেকে বড় দুর্গাপুজো হয়েছিল । পুজো শেষ হওয়ার আগেই সেটি দর্শকদের জন্য বন্ধ হয়ে যায় । ছবির প্রেক্ষাপটও এই ঘটনাকে কেন্দ্র করে । যার মধ্যে রয়েছে ভালোবাসা ও বিচ্ছেদের এক কাহিনি ।

g
g
author img

By

Published : Dec 31, 2019, 5:39 PM IST

Updated : Jan 1, 2020, 10:54 AM IST

কলকাতা : নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে পাভেল পরিচালিত ছবি 'অসুর'। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জিৎ, আবীর ও নুসরতকে । ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ট্রেলার । বছর কয়েক আগে কলকাতায় সব থেকে বড় দুর্গাপুজো হয়েছিল । পুজো শেষ হওয়ার আগেই সেটি দর্শকদের জন্য বন্ধ হয়ে যায় । ছবির প্রেক্ষাপটও এই ঘটনাকে কেন্দ্র করে । যার মধ্যে রয়েছে ভালোবাসা ও বিচ্ছেদের এক কাহিনি । ছবি মুক্তির আগে 2019-এর শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন ছবির কলাকুশলীরা ।

ছবি সম্পর্কে জিৎ বলেন, "2015 সালের একটি দুর্গাপুজোকে কেন্দ্র করে যে সব ঘটনা দেখা গেছিল সেটাই এই ছবির প্রধান বিষয়বস্তু । যার সঙ্গে ফিকশন যোগ করা হয়েছে । সেখানে উঠে আসবে আমাদের তিনজন বন্ধুর গল্প ।"

দ্বিতীয়বার জিৎ-এর সঙ্গে কাজ করা প্রসঙ্গে আবির চট্টোপাধ্যায় বলেন, "আমি আগেও বলেছি একটা ছবি মানেই এতগুলি মানুষের পরিশ্রম, এতগুলো মানুষের অভিনয় । জিৎ এর সঙ্গে আমি প্রায় ছয় বছর পরে আবার কাজ করলাম । আর নুসরতের সঙ্গে জুটি হিসেবে এটা আমার প্রথম ছবি । তাই আমার বারবারই মনে হয়েছে, আমাদের তিনজনের কেমিস্ট্রি যদি খুব ভালো না হয় তাহলে ছবির বিষয়বস্তু ঠিক ভাবে উঠে আসবে না ।"

ছবিতে অদিতির চরিত্রে অভিনয় করেছেন নুসরত । বলেন, "সত্যিই চরিত্রটা একদম অন্যরকম ছিল বলে অভিজ্ঞতা সম্পূর্ণই আলাদা । এই ধরনের স্ক্রিপ্ট কিন্তু আজকালকার দিনে অভিনেতাদের খুব একটা অফার করা হয় না । এই ছবিতে আমার চরিত্রের অনেকগুলি শেড রয়েছে, তার জন্য আমার মনে হয়েছে এটা আমার জীবনের অন্যতম সেরা একটি চরিত্র ।"।

দেখুন ভিডিয়ো

কলকাতা : নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে পাভেল পরিচালিত ছবি 'অসুর'। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জিৎ, আবীর ও নুসরতকে । ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ট্রেলার । বছর কয়েক আগে কলকাতায় সব থেকে বড় দুর্গাপুজো হয়েছিল । পুজো শেষ হওয়ার আগেই সেটি দর্শকদের জন্য বন্ধ হয়ে যায় । ছবির প্রেক্ষাপটও এই ঘটনাকে কেন্দ্র করে । যার মধ্যে রয়েছে ভালোবাসা ও বিচ্ছেদের এক কাহিনি । ছবি মুক্তির আগে 2019-এর শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন ছবির কলাকুশলীরা ।

ছবি সম্পর্কে জিৎ বলেন, "2015 সালের একটি দুর্গাপুজোকে কেন্দ্র করে যে সব ঘটনা দেখা গেছিল সেটাই এই ছবির প্রধান বিষয়বস্তু । যার সঙ্গে ফিকশন যোগ করা হয়েছে । সেখানে উঠে আসবে আমাদের তিনজন বন্ধুর গল্প ।"

দ্বিতীয়বার জিৎ-এর সঙ্গে কাজ করা প্রসঙ্গে আবির চট্টোপাধ্যায় বলেন, "আমি আগেও বলেছি একটা ছবি মানেই এতগুলি মানুষের পরিশ্রম, এতগুলো মানুষের অভিনয় । জিৎ এর সঙ্গে আমি প্রায় ছয় বছর পরে আবার কাজ করলাম । আর নুসরতের সঙ্গে জুটি হিসেবে এটা আমার প্রথম ছবি । তাই আমার বারবারই মনে হয়েছে, আমাদের তিনজনের কেমিস্ট্রি যদি খুব ভালো না হয় তাহলে ছবির বিষয়বস্তু ঠিক ভাবে উঠে আসবে না ।"

ছবিতে অদিতির চরিত্রে অভিনয় করেছেন নুসরত । বলেন, "সত্যিই চরিত্রটা একদম অন্যরকম ছিল বলে অভিজ্ঞতা সম্পূর্ণই আলাদা । এই ধরনের স্ক্রিপ্ট কিন্তু আজকালকার দিনে অভিনেতাদের খুব একটা অফার করা হয় না । এই ছবিতে আমার চরিত্রের অনেকগুলি শেড রয়েছে, তার জন্য আমার মনে হয়েছে এটা আমার জীবনের অন্যতম সেরা একটি চরিত্র ।"।

দেখুন ভিডিয়ো
Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে পাভেল পরিচালিত নতুন ছবি অসুর। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জিৎ, আবির ও নুসরাত কে। ইতিমধ্যেই ছবির ট্রেলার সামনে এসেছে যেখানেই দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছেন জিৎ এর নতুন অসুর এর লুক। অসুর ছবির গল্পের প্রেক্ষাপট,বছর কয়েক আগে কলকাতা শহরের সব থেকে বড় দুর্গাপূজা ও তার আচমকা বন্ধ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে হলেও, যার মধ্যে রয়েছে ভালোবাসা ও বিচ্ছেদের এক অভূতপূর্ব কাহিনী। তাই ছবি মুক্তির আগে 2019 সালের শেষের একদিন আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন অসুর ছবির কলাকুশলীরা। যার মধ্যে রয়েছেন জিৎ,আবির, নুসরাত,বিপ্লব চ্যাটার্জী,বিক্রম ঘোষ ও পরিচালক পাভেল।

তার নতুন এই ছবি সম্পর্কে জিৎ জানালেন,"2015 সালের একটি দুর্গাপুজো কে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা দেখা গেছিল সেটাই এই ছবির প্রধান বিষয়বস্তু। যার সঙ্গে ফিকশন যুগ করা হয়েছে। যেখানে আমাদের এই তিনজন বন্ধুর গল্প উঠে আসবে"।

দ্বিতীয়বার জিৎ এর সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেতা আবির চট্টোপাধ্যায় জানালেন," আমি আগেও বলেছি একটা ছবি মানেই এতগুলি মানুষের পরিশ্রম এতগুলো মানুষের অভিনয়। জিৎ এর সঙ্গে আমি প্রায় ছয় বছর পরে আবার কাজ করলাম, আর নুসরাত এর সঙ্গে জুটি হিসেবে এটা আমার প্রথম ছবি। তাই আমার বারবারই মনে হয়েছে,আমাদের তিনজনের কেমিস্ট্রি যদি খুব ভালো না হয় তাহলে ছবির বিষয়বস্তু ঠিক ভাবে উঠে আসবে না"।

তার অদিতি চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী নুসরাত জাহান জানালেন," সত্যিই চরিত্রটা একদম অন্যরকম ছিল বলে অভিজ্ঞতা সম্পূর্ণই আলাদা। এই ধরনের স্ক্রিপ্ট কিন্তু আজকালকার দিনে অভিনেতাদের খুব একটা অফার করা হয় না। এই ছবিতে আমার চরিত্রের অনেকগুলি সেড রয়েছে, তার জন্য আমার মনে হয়েছে এটা আমার জীবনের অন্যতম সেরা একটি চরিত্র"।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Jan 1, 2020, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.