কলকাতা, 2 নভেম্বর: সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর আগামী সফর শুরু হয়েছে ইতিমধ্যেই । জোরকদমে চলছে 'জয় কালী কলকাত্তাওয়ালি'র (Jai Kali Kalkatte Wali) শুটিং । চক গড়িয়ার একটি সবুজে ঘেরা ক্লাবে চলছে কয়েকটি দৃশ্যের শুটিং ।
এই কমেডি থ্রিলারের মাধ্যমে প্রথমবার জুটি বাঁধছেন নুসরত জাহান (Nusrat Jahan) এবং সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। প্রথমে নুসরতের জায়গায় এই চরিত্রে অভিনয় করার কথা ছিল পায়েল সরকারের । তবে, বদল ঘটেছে অভিনেত্রীর ৷
সুদেষ্ণা রায় (Sudeshna Roy) এবং অভিজিৎ গুহ (Abhijeet Guha) পরিচালিত এই ছবির গল্প আবর্তিত হয় একটি মূল্যবান কালী বিগ্রহ চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্রে রেখে । সেই বিগ্রহের খোঁজ করছে অনীশ, মিলি আর সুজয় । এদের সঙ্গে জুটে যায় রাকা । সবে মিলে হল চার । তবে, রাকা চোর নয় । নুসরতের কথায় তিনটে দুষ্টুর মাঝে আমি মিষ্টি । তবে, দুষ্টুরা আবার বদমাইশ নয় ।
রাকাকে ভাল লাগে অনীশের । রাকা এবং অনীশের চরিত্রেই দেখা যাবে সোহম এবং নুসরতকে । সুজয়ের চরিত্রে রয়েছেন সোমরাজ মাইতি এবং মিলির চরিত্রে সুস্মিতা চট্টোপাধ্যায় । এরাও আবার লাভিং বার্ড । সুদেষ্ণা রায় বলেন, "এখানে প্রত্যেকে খুবই মিষ্টি চরিত্রের । এরা চুরি করে কিন্তু এরা স্বভাবে খারাপ নয় ।"
আরও পড়ুন: Shah Rukh Khan : মন্নতে ভক্তরা, সোশ্য়ালে শুভেচ্ছা ; শাহরুখের জন্মদিনে সলমন শোনালেন 'ভাই কা বার্থ ডে'
এই কমেডি থ্রিলারে খল চরিত্রে রয়েছেন কাঞ্চন মল্লিক, সুমিত সমাদ্দার, পদ্মনাভ দাশগুপ্ত, সুদীপ মুখোপাধ্যায় ও বুদ্ধদেব ভট্টাচার্য । খলচরিত্রের তালিকা যদি এমনতর হয়, তাহলে ষড়যন্ত্র কতটা বুদ্ধিদীপ্ত এবং ধারালো হতে পারে তা বোঝাই যাচ্ছে । সিআইডি আধিকারিকের চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, প্রিয়াঙ্কা রতি পাল । আছেন রিচা শর্মাও ।
সোহম জানিয়েছেন, তাঁর চরিত্রটি একজন চোরের । তাও আবার নির্দোষ চোর । ব্যাপারটা বেশ মজার । নুসরতের সঙ্গে সোহমের জুটি বেঁধে এটাই প্রথম কাজ ।
বড় পর্দায় ডেবিউ করছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সোমরাজ মাইতি । তিনি জানান, "সুদেষ্ণাদি আর রানাদার সঙ্গে এর আগেও আমি কাজ করেছি । অনেক কিছু শিখি প্রতিদিন ওঁদের কাছ থেকে ।"
আরও পড়ুন: Sameer Wankhede: 2 লাখের জুতো, 20 লাখের ঘড়ি, 50 হাজারের শার্ট পরেন সমীর: নবাব মালিক
সুস্মিতাও অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়ের সঙ্গে কাজ করে খুব খুশি । তিনি জানালেন, শেখার শেষ নেই । তাই প্রতিদিনই তিনি নতুন নতুন খুঁটিনাটি জিনিস শিখছেন পরিচালকদ্বয়ের কাছ থেকে । ছবির সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি । সম্পাদনায় সুজয় দত্তরায় ।
সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই এই ছবি প্রেক্ষাগৃহে আসবে বলে আশাবাদী সুদেষ্ণা রায় ৷ এই ছবি আসার আগে সব হল খুলে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি ।
আরও পড়ুন: Halloween 2021: হ্যালোউইনের সাজে হাড় হিম করা ভিডিয়ো, কে এই অভিনেত্রী ?